২০১৬ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। আন্তর্জাতিক আঙিনায় প্রতিষ্ঠা পেতে বেশী সময় লাগে নি তাঁর। মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকাকালীন কুলদীপ যাদবের সাথে তাঁর জুটি প্রতিপক্ষের ত্রাস হয়ে দাঁড়িয়েছিলো। ধোনির বিদায়ের পরেও বেশ কয়েক বছর সাদা বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন চাহাল। ৭২টি একদিনের ম্যাচে তিনি নিয়েছেন ১২১ উইকেট। কুড়ি-বিশের ফর্ম্যাটে ৮০ ম্যাচ খেলে নিয়েছেন ৯৬টি উইকেট। দিনকয়েক আগে অবধিও টি-২০ ফর্ম্যাটে চাহাল’ই ছিলেন ভারতের সফলতম বোলার। দাপটের সাথে খেলেছেন আইপিএল’ও। তাঁর কেরিয়ারের গ্রাফ নীচের দিনে যাওয়া শুরু করে ২০২২-এর মাঝামাঝি সময় থেকে। অক্ষর, বিষ্ণোইদের উত্থানে পিছনের সারিতে চলে যান চাহাল (Yuzvendra Chahal)। জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন তিনি। সেই লক্ষ্যেই পাড়ি দিচ্ছেন ইংল্যান্ড’ও।
Read More: “ভারত পাকিস্তানকে শুধু দর্জি হিসেবে মনে রাখবে..”, পিসিবিকে কটাক্ষ পাক সঞ্চালকের !!
কাউন্টি ক্রিকেট খেলবেন চাহাল-

২০২৩-এর অগস্টে ভারতের হয়ে শেষবার খেলেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এরপর এশিয়া কাপ, ওয়ান ডে বিশ্বকাপে ভাবা হয় নি তাঁর কথা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয় নি। একই ছবি দেখা গিয়েছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিরুদ্ধে এরপর যে কয়টি কুড়ি-বিশের সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া, একটিতেও ডাক পান নি তিনি। আটকে থাকতে হয়েছে ঘরোয়া ক্রিকেটের আঙিনাতেই। নির্বাচকদের রেডারে জায়গা করে নিতে বছর ৩৪-এর লেগস্পিনার উড়ে যাচ্ছেন ইংল্যান্ড। আইপিএলের পরে মাসখানেকের যে বিরতি রয়েছে, সেই সময়টায় কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে চান তিনি। গত মরসুমে নর্দাম্পটনশায়ারের হয়ে মাঠে দেখা গিয়েছিলো চাহালকে (Yuzvendra Chahal)। চোট পেয়ে নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই দেশে ফিরতে হয়েছিলো তাঁকে। ভারতীয় তারকা এবারও খেলবেন নর্দাম্পটনশায়ারের হয়েই।
“গত মরসুমে এখানে (কাউন্টি চ্যাম্পিয়নশিপে) সময়টা বেশ ভালোই কেটেছিলো। তাই আমি ফিরে আসতে পেরে খুবই খুশি। ড্রেসিংরুমে কয়েকজন দুর্দান্ত মানুষ রয়েছেন। আমি আরও একবার ঐ সাজঘরের অংশ হয়ে উঠতে মুখিয়ে রয়েছি। গত মরসুমের শেষ ভাগে দারুণ ক্রিকেট খেলেছিলাম আমরা। আশা রাখছি তার পুনরাবৃত্তি করতে পারবো, এবং কিছু ম্যাচ জিততেও পারবো,” নর্দাম্পটনশায়ারে যোগদান প্রসঙ্গে জানিয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। প্রথম শ্রেণির ম্যাচগুলির পাশাপাশি ওয়ান ডে কাপেও অংশ নেবেন ভারতীয় লেগস্পিনার। গত মরসুমে ওয়ান ডে কাপের অভিষেক ম্যাচে কেন্টের বিরুদ্ধে নেন ইনিংসে পাঁচ উইকেট। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচে ৯ উইকেট’ও নিয়েছিলেন তিনি। এবারও ইংল্যান্ডের মাঠে বল হাতে নজর কাড়াই লক্ষ্য হবে তাঁর। ২২ জুন মিডলসেক্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেন তিনি। চাহালের সাথে নর্দাম্পটনশায়ারের জার্সিতে দেখা যাবে পৃথ্বী শ-কেও।
কাউন্টি’তে ইউজি, দেখুন ভিডিও-
Yuzi is just outrageously good 😵💫
We can’t wait to see him back for more this season 🙌 pic.twitter.com/X61Z9ZGzq2
— Northamptonshire CCC (@NorthantsCCC) March 13, 2025
নতুন প্রেম এসেছে চাহালের জীবনে ?

২০২০ সালে নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মা’কে বিয়ে করেছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। বছর চারেক একসাথে পথ হাঁটার পর সম্পর্কে দাঁড়ি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত ডিভোর্সের ঘোষণা করেন নি তাঁরা, কিন্তু ঘনিষ্ঠমহল সূত্রে খবর যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিবাহবিচ্ছেদ। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছিলো যে ৬০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন ধনশ্রী (Dhanashree Verma)। তাঁর পরিবারের থেকে যদিও সেই দাবী নস্যাৎ করা হয়েছে। চাহাল-ধনশ্রী বিচ্ছেদের খুঁটিনাটি নিয়ে নেটিজেনদের কৌতূহল যখন চরমে, তখনই ক্রিকেট তারকাকে দেখা গেলো আর জে মাহবেশের সাথে। রেডিও জকি হিসেবে পেশাদার জগতে পা রাখলেও অভিনেত্রী ও প্রোডিউসার হিসেবেও খ্যাতি রয়েছে মাহবেশের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলাকালীন দু’জনকে একসাথে দেখা গিয়েছে দুবাইয়ের গ্যালারিতে। সম্পর্ক নিয়ে দু’জনেই মুখে কুলুপ আঁটলেও দুয়ে দুয়ে চার করেই নিচ্ছে উৎসাহী জনতা।