২০২০ সালের ডিসেম্বর মাসে কোরিওগ্রাফার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendea Chahal)। অল্প সময়ের মধ্যেই অনুরাগীমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো তাঁদের জুটি। বিভিন্ন সময়ে নেটদুনিয়ায় নিজেদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করতেন তাঁরা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিলো ফলোয়ার সংখ্যা। কিন্তু দীর্ঘস্থায়ী হয় নি তাঁদের সম্পর্ক। চার বছরের মধ্যেই চাহাল ও ধনশ্রী দাঁড়ি টেনেছেন তাঁদের যৌথ পথচলায়। তারকা দম্পতি যে আদালতের কাছে বিচ্ছেদের আবেদন করেছেন সেই তথ্য আগেই এসেছিলো প্রকাশ্যে। বিচ্ছেদের সময় ৬০ কোটি টাকা খোরপোশ চেয়েছেন ধনশ্রী (Dhanashree Verma) , শোনা যাচ্ছিলো গুঞ্জন। যদিও তাঁর পরিবারের তরফ থেকে নস্যাৎ করা হয়েছিলো সেই দাবী। যাবতীয় জল্পনার অবসান ঘটলো আজ। খোরপোশের আসল অঙ্ক এলো প্রকাশ্যে।
Read More: “মেয়ে কোনো দোষ করে নি…” হোলি বিতর্কে সাফ জবাব হাসিনের, বিঁধলেন মহম্মদ শামিকেও !!
ধনশ্রীকে বিপুল অঙ্কের খোরপোশ দিচ্ছেন চাহাল-

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন দাখিল করেছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendea Chahal) ও ধনশ্রী ভার্মা। পারস্পরিক সহমতের ভিত্তিতে বিচ্ছেদের ক্ষেত্রে সাধারণত হিন্দু ম্যারেজ অ্যাক্টের ধারা ১৩ বি (২) অনুসারে আবেদন করার ছয় মাস পর মামলা শোনেন ফ্যামিলি কোর্টের বিচারপতিরা। মাঝের সময়টিকে আইনি ভাষায় বলা হয় কুলিং-অফ পিরিয়ড। এই সময়কালে ডিভোর্সের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ পান দম্পতিরা। এই কুলিং-অফ পিরিয়ড অগ্রাহ্য করে যাতে দ্রুত বিচ্ছেদে সিলমোহর পড়ে তার জন্য আবেদন’ও করেছিলেন চাহাল (Yuzvendea Chahal) ও ধনশ্রী (Dhanashree Verma) । গত ২০ ফেব্রুয়ারি তাঁদের সেই আবেদন খারিজ করে দেয় বান্দ্রার ফ্যামিলি কোর্ট। বাধ্য হয়েই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। আজ মামলা উঠেছিলো বিচারপতি মাধব জামদারের বেঞ্চে। ফ্যামিলি কোর্টকে সিদ্ধান্ত পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি।
ধনশ্রী’কে (Dhanashree Verma) ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোশ দিতে রাজী হয়েছেন চাহাল (Yuzvendea Chahal), জানা গিয়েছে আজ। এর মধ্যে ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন ক্রিকেট তারকা। বাকি টাকা বকেয়া থাকায় ‘কুলিং অফ পিরিয়ড’ তুলে দিতে রাজী ছিলো ফ্যামিলি কোর্ট। কিন্তু ১৮০ ডিগ্রীতে অবস্থান বোম্বে হাইকোর্টের। জাস্টিস জামদার জানিয়েছেন যে ২০২২-এর জুন মাস থেকেই আলাদা থাকছেন চাহাল (Yuzvendea Chahal) ও ধনশ্রী, তাই তাঁদের ক্ষেত্রে এই কুলিং-অফ পিরিয়ড কার্যকরী হয় না। চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে আইপিএল। সেখানে অংশ নেবেন যুজবেন্দ্র চাহাল। তাই দ্রুত মামলার নিষ্পত্তি চেয়েছেন মহামান্য বিচারপতি। তিনি আগামীকাল অর্থাৎ ২০ মার্চ ডিভোর্স মামলার শুনানির নির্দেশ দিয়েছেন ফ্যামিলি কোর্টকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই হয়ত তারকা দম্পতির বিচ্ছেদে পড়তে চলেছে আইনি সিলমোহর।
নতুন প্রেম এসেছে চাহালের জীবনে?

ধনশ্রী’র (Dhanashree Verma) বিদায়ের পর যুজবেন্দ্র চাহালের (Yuzvendea Chahal) জীবনে অনুপ্রবেশ ঘটেছে নতুন নারীর? তেমনটাই মনে করছে ক্রিকেটজনতা। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে রেডিও জকি, প্রোডিউসার ও অভিনেত্রী মাহবেশের (RJ Mahvesh) সাথে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। দিনকয়েক আগে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও একসাথে তাঁরা উপস্থিত ছিলেন দর্শকাসনে। দুইয়ে দুইয়ে সহজেই চার করে নিয়েছেন অনুরাগীরা। যদিও চাহাল (Yuzvendea Chahal) বা মাহবেশ-দু’জনেই এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেন নি। ক্রিকেট তারকা এই মুহূর্তে রয়েছেন পাঞ্জাব কিংসের অনুশীলন শিবিরে। এবারের মেগা নিলামে রাজস্থান রয়্যালস থেকে ১৮ কোটি টাকার বিনিময়ে তাঁকে ছিনিয়ে নিয়েছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। নতুন দলের হয়ে বাইশ গজে সেরাটা দেওয়ার লক্ষ্যেই দক্ষতায় শান দিচ্ছেন হরিয়ানার লেগস্পিনার।