সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার সর্বকালের সেরা ম্যাচ উইনারদের তালিকা তৈরি করতে বসলে উপরের দিকেই নাম থাকবে যুবরাজ সিং-এর (Yuvraj Singh)। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তারকা অলরাউন্ডার। স্টুয়ার্ট ব্রডকে মারা তাঁর ছয় ছক্কা উপভোগ করেন নি এমন ভারতীয় ক্রিকেট অনুরাগী খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। ২০১১ সালে শরীরে ক্যান্সারের মত মারণরোগ বয়েও ‘মেন ইন ব্লু’কে ওডিআই বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। পেয়েছিলেন টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরষ্কার। আন্তর্জাতিক আঙিনায় ১০০০০-এর বেশী রান, ১৪৮ উইকেট যুবরাজের (Yuvraj Singh) অবিশ্বাস্য ক্রিকেট দক্ষতার পরিচয়ই বহন করে। বাইশ গজের দুনিয়ার অবিসংবাদী নায়ক ভারতীয় দলকে বিদায় জানানোর প্রায় ছয় বছর পর ফের হাতে তুলে নিচ্ছেন ব্যাট। ইন্টারন্যাশনাল মাস্টারস লীগে খেলবেন বছর ৪৩-এর তারকা।
Read More: ব্যাটিং-এর পর দস্তানা হাতেও ব্যর্থ সঞ্জু স্যামসন, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া কেবল সময়ের অপেক্ষা !!
IML-এ খেলবেন যুবরাজ, অধিনায়ক শচীন-
২০২৫-এ আয়োজিত হবে ইন্টারন্যাশনাল মাস্টারস লীগের (IML) প্রথম মরসুম। প্রাক্তনীদের এই টুর্নামেন্টে ইন্ডিয়া মাস্টারস দলের জার্সিতে মাঠে নামতে চলেছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। দলের অধিনায়ক হিসেবে থাকছেন ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকর। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা নিয়ে বেশ উৎসাহিত যুবি (Yuvraj Singh)। সাক্ষাৎকারে জানিয়েছেন, “শচীন ও অন্যান্য সতীর্থদের সাথে আবার মাঠে নামতে পারা আমার কাছে পুরনো সোনালী দিনগুলোই যেন ফিরে পাওয়ার মত। ওদের সাথে আবার খেলা আমায় স্মৃতিমেদুর করে তোলে। আমার মনে হয় আইএমএল একটা বিগত যুগকে স্বীকৃতি জানাচ্ছে যা ভারতীয় ক্রিকেটের ভিত গড়ে দিয়েছে। বছরের পর বছর ধরে যে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন, তাঁদের সাথে নতুন স্মৃতি তৈরি করতে মুখিয়ে রয়েছি।”
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টারস লীগ (IML) টুর্নামেন্টটি। চলবে ১৬ মার্চ অবধি। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজকোট, নভি মুম্বই ও রায়পুরকে। সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকছে। ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে লাইভ স্ট্রিমিং। এছাড়া টেলিভিশনের পর্দায় কালার্স সিনেপ্লেক্স ও কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস চ্যানেলে সরাসরি দেখানো হবে ম্যাচগুলি। লীগ কমিশনার হিসেবে রয়েছেন ‘লিটল মাস্টার’ সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। কিংবদন্তিদের বাইশ গজে প্রত্যাবর্তন সাড়া জাগাবে ক্রিকেটজনতার মাঝে। আশায় তিনিও। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “ইন্টারন্যাশনাল মাস্টারস লীগ টুর্নামেন্টটি ক্রিকেটের সেরা সংস্করণটাই তুলে ধরতে চলেছে। কারণ বিশ্বের সর্বকালের সেরাদের মধ্যে অনেকেই এখানে অংশ নিচ্ছেন।” উত্তেজনার পারদ যে চড়ছে তা বলাই বাহুল্য।
যুবরাজকে স্বাগত জানিয়েছে IML-
The Crown Prince card is back in play! 👑🔥
The Master of all trades, Yuvraj Singh, the Master, joins India Masters in the #IMLT20, get ready for iconic sixes and unforgettable moments coming your 🫵 way! 🤩#BaapsOfCricket #IMLonCineplex #IMLonHotstar pic.twitter.com/CMz3QnLPig
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 1, 2025
ছয়টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে-
ইন্ডিয়া মাস্টারসের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনীদেরও দেখা যাবে টুর্নামেন্টে। অস্ট্রেলিয়া মাস্টারসের অধিনায়ক হিসেবে দেখা যাবে শেন ওয়াটসনকে (Shane Watson)। শ্রীলঙ্কা দল সামলাতে চলেছেন কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার দায়িত্বে জন্টি রোডস। এছাড়া ক্যারিবিয়ানদের জার্সিতে আরও একবার মাঠে নামতে চলেছেন ‘প্রিন্স অফ ত্রিনিদাদ’ ব্রায়ান চার্লস লারা (Brian Lara)। প্রায় একমাস ব্যপী টুর্নামেন্টে যে চাঁদের হাট বসতে চলেছে তা বলাই যায়। প্রোটিয়া শিবিরে থাকা জঁ পল দুমিনি (Jean Paul Duminy) আইএমএল সম্পর্কে বলেছেন, “দক্ষিণ আফ্রিকা মাস্টারসের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গর্বের। সেরাদের সাথে খেলতে মুখিয়ে রয়েছি।” শ্রীলঙ্কা মাস্টারসের উপুল থারাঙ্গা বলেছেন, “শ্রীলঙ্কা মাস্টারসের হয়ে মাঠে নামতে তৈরি। পুরনো বন্ধু ও প্রতিদ্বন্দ্বীরা মাঠে নামবে। এই টুর্নামেন্ট স্মরণীয় হয়ে থাকবে।”
Also Read: IND vs ENG 4th T20i: জোচ্চুরি করে জিতেছে ভারত, ম্যাচ শেষে গম্ভীর-সূর্যকুমারদের দিকে আঙুল তুললেন জস বাটলার !!