রহস্যময়ীর সঙ্গে সমুদ্রে ছুটি কাটাচ্ছেন যুবরাজ, হ্যাজেল কিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে শুরু জল্পনা !! 1

ক্রিকেট জগতে বিবাহ বিচ্ছেদের ঘটনার একাধিক উদাহরণ সাম্প্রতিক সময় দৃষ্টান্ত তৈরি করেছে। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মতো তারকা বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে নতুন প্রেমিকার সঙ্গে জীবনে পরিবর্তী অধ্যায় শুরু করেছেন। অন্যদিকে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বিয়ে বাতিল হয়ে যাওয়ার ঘটনা সম্প্রতি সময় সবচেয়ে বেশি চর্চা ছিল। এই তালিকায় রয়েছেন মহম্মদ শামির (Mohammed Shami) মতো তারকাও। এর মধ্যেই এবার যুবরাজ সিং (Yuvraj Singh) নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর সামনে এসেছে।

Read More: “ব্যাটে-বলের বাজিমাত..”, ১০১ রানে দঃ আফ্রিকাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ ভারতীয় দলকে !!

যুবরাজের নতুন সম্পর্ক নিয়ে জল্পনা-

রহস্যময়ীর সঙ্গে সমুদ্রে ছুটি কাটাচ্ছেন যুবরাজ, হ্যাজেল কিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে শুরু জল্পনা !! 2
Yuvraj Singh | Image: Instagram

ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। তিনি দেশকে বিশ্বকাপের মতো ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার ক্যান্সারের সঙ্গে লড়াই করে আবারও কামব্যাক করার লড়াই বহু মানুষকে অনুপ্রেরণা জোগায়। এই তারকা ক্রিকেটার ২০১৬ সালে হ্যাজেল কিচের (Hazel keech) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হ্যাজেল কিচ একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি সালমান খানের (Salman Khan) বিখ্যাত সিনেমা ‘বডিগার্ডে’ অভিনয় করেছিলেন।

এবার যুবরাজ সিং’এর সঙ্গে এক সুন্দরীর ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। ফলে হ্যাজেল কিচের সঙ্গে তার দীর্ঘদিনের বিবাহ সম্পর্ক ছিন্ন হতে চলেছে কিনা তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে। ছবিতে এই মহিলার সঙ্গে রীতিমতো সমুদ্রের মাঝখানে তারকা ক্রিকেটারকে ছুটি কাটাতে দেখা যাচ্ছে। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে অসংখ্য প্রশ্ন। উল্লেখ্য যুবরাজের এক ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে।

কে এই রহস্যময়ী মহিলা-

রহস্যময়ীর সঙ্গে সমুদ্রে ছুটি কাটাচ্ছেন যুবরাজ, হ্যাজেল কিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে শুরু জল্পনা !! 3
Yuvraj Singh | Image: Instagram

যুবরাজ সিং (Yuvraj Singh)’এর সঙ্গে যেই মহিলার ছবি ভাইরাল হয়েছে তিনি হলেন অ্যানেলিয়া ফ্রেজার (Annalia Fraser)। তিনি একজন কানাডার টেনিস খেলোয়াড়। এছাড়াও অভিনেত্রী এবং মডেল হিসাবেও নিজের পরিচয় তৈরি করেছেন। ইনস্টাগ্রামে তার ৪৫ হাজারের ওপর ফলোয়ার রয়েছে। এই মহিলার সঙ্গে কী সত্যিই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন যুবরাজ তা নিয়ে চলছে গভীর জল্পনা। এর মধ্যেই আসল সত্য সামনে এসেছে। এই তারকা অলরাউন্ডার ‘সেটি ফাইনো টেকিলা’ নামের একটি সংস্থার সঙ্গে যুক্ত আছেন।

তিনি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই কোম্পানির এক অ্যাড ক্যাম্পেইনের ভিডিওতে তাকে অ্যানেলিয়া ফ্রেজারের সঙ্গে দেখা গেছে। বিচ পোশাকে বেশ কিছু মডেলের সঙ্গে রীতিমতো ঝড় তুলেছেন যুবরাজ।‌ ৪৩ বছর বয়সেও এখনও রূপের আগুন ঝরাচ্ছেন তিনি। উল্লেখ্য এই তারকা ৩০৮ টি ওডিআই ম্যাচে দেশের হয়ে ৮৭০১ রান সংগ্রহ করেছেন। এর সঙ্গেই তুলে নিয়েছেন ১১১ টি উইকেট।

Read Also: “নিজের থেকেও দেশ সবার আগে..”, দঃ আফ্রিকার বিপক্ষে ম্যাচের সেরা হয়ে বিস্ফোরক হার্দিক পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *