আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বকাপ (WC 2023)। ভারতের মাটিতেই ১২ বছর পর হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের মরসুম। আর এই বিশ্বকাপকে ঘিরেই তৈরি হয়েছে উন্মাদনা, ঘরের মাটিতে টিম ইন্ডিয়া চাইবে তাদের তৃতীয় বিশ্বকাপ তুলে নিতে। আর বিশ্বকাপ কাছে আসতে না আসতেই ২০১১ সালের বিশ্বকাপের ম্যান অফ দ্যা সিরিজ যুবরাজ সিং ভারতীয় দলকে নিয়ে করে ফেললেন মহান এক বয়ান। তিনি বেছে নিলেন দলের দুই তুরুপের তাসকে। তার মতে এই দুই প্লেয়ার টিম ইন্ডিয়াকে তৃতীয় বিশ্বকাপের সন্ধান দেবেন।
Read More: World Cup 2023: শেষ হচ্ছে না পাকিস্তানের “নখরা”, বিশ্বকাপে ভারতে আসা নিয়ে শেষমেষ নিল এই সিদ্ধান্ত !!
এই দুই প্লেয়ারকে ভরসা করছেন যুবি
যুবরাজের মতে, ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli) বেছে নিয়েছেন যুবরাজ। পাশাপাশি ক্যাপ্টেন রোহিতের উপর আস্থা রাখতে বলেছেন ভারতের এই প্রাক্তন অলরাউন্ডার। তিনি রোহিতকে নিয়ে মন্তব্য করে বলেছেন, “আমার মতে রোহিত শর্মা এবছর বিশ্বকাপে গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারেন। আমি জানি তার ফর্ম অতটা ভালো নেই, তবে ২০১৯ সালের কথা বলতে গেলে, বিশ্বকাপের আগে আইপিএলেও ভালো ফর্মে ছিলেন না রোহিত, এমনকি তখনও আমি বলেছিলাম রোহিত তার সেরা খেলাটি দেখাবেন, আর ঠিক সেটাই হয়েছিল। তবুও উনি ৫ টি শতরান করেন, আমি আবারও ওই একই কথা বলবো, তিনি এবছর ট্রাম্প কার্ড হতে চেলছেন।” পাশাপাশি ভারতের বিশ্বকাপ জেতা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “ভারত জিতবে কিনা জানি না তবে, ভারতীয় হিসাবে এটাই চাই যে ভারত জিতুক।“
বিশ্বকাপের আগে এই টিপস দিলেন যুবরাজ
তবে যুবি এই মন্তব্যের কারণও পরে ব্যাখ্যা করেছেন। যুবরাজের মতে ভারতের টপ অর্ডার ঠিক থাকলেও মিডিল অর্ডারে সমস্যা রয়েছে। মিডিল অর্ডার ঠিক না হলে সমস্যায় থাকবে টিম ইন্ডিয়া। মন্তব্য করে যুবরাজ বলেছেন, “টপ অর্ডার ঠিক আছে কিন্তু মিডল অর্ডারকে ম্যানেজ করতে হবে। স্লট ৪ এবং ৫ খুবই গুরুত্বপূর্ণ। ঋষভ পন্থ (Rishabh Pant) যদি আইপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য চার নম্বরে ব্যাট করেন তবে তারও জাতীয় দলের হয়ে চার নম্বরে আসা উচিত।একজন চার নম্বর ব্যাটসম্যান প্রবল রান স্কোরার হতে পারে না। তার এমন একজন হওয়া উচিত যে চাপ সামলাতে পারেন।” পাশাপাশি এই স্থানের জন্য কেএল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন। ২০২৩ সালের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হবে। আগামী ৮ই অক্টোবর এই ম্যাচটি চেন্নাইয়ে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে আর ১৫ ই অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।