হেড কোচ রূপে যুবরাজ সিংয়ের এন্ট্রি, তুলে নিচ্ছেন LSG দলের গুরুদায়িত্ব !! 1

অবসর নেওয়ার পরও ক্রিকেটের প্রতি এখনও ভালোবাসা কমেনি কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। ২০১৯ সালে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেও, ২০১১ সালের বিশ্বকাপজয়ী নায়ক যুবরাজ সিং খেলাধুলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ করে তরুণ প্রতিভা গড়ে তোলার কাজ বেশ নিপুণ ভাবে করে আসছেন যুবরাজ। ভারতীয় দলের এই কিংবদন্তি অলরাউন্ডারকে নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। যুবরাজ সিং আগামী আইপিএল ২০২৬ মরশুমে লখনউ সুপার জায়ান্টস (LSG) দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। তিনি অস্ট্রেলিয়ান কিংবদন্তি জাস্টিন ল্যাঙ্গার-এর স্থলাভিষিক্ত হবেন বলে শোনা যাচ্ছে। ল্যাঙ্গার ২০২৪ ও ২০২৫ মৌসুমে লখনৌ সুপার জায়ান্টস দলের (LSG) কোচ ছিলেন। গত দুই মৌসুমে ফ্র্যাঞ্চাইজির এরূপ প্রদর্শনের জন্য কোচ বদলের সিদ্ধান্ত নিলেন গোয়েঙ্কা। কয়েক মাস আগেই দলের মেন্টর জাহির খান (Zaheer Khan) তাঁর পদের ইস্তফা দিয়েছিলেন।

LSG’তে এন্ট্রি নিচ্ছেন যুবরাজ সিং

Yuvraj Singh, যুবরাজ সিং
Yuvraj Singh | Image: Getty Images

গত কয়েক মৌসুমে লখনৌ দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দলটি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি এবং প্লে-অফেও পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তাই আরপিএসজি গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি এখন নতুন করে দল গঠনের পথে হাঁটছে। তারা এমন একজন কোচ খুঁজছে যিনি তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে পারবেন, দলকে একসঙ্গে বাঁধতে পারবেন এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলবেন। আর এই গুণগুলির প্রতিটিই যুবরাজ সিংয়ের মধ্যে বিদ্যমান। তরুণ ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা যুবরাজের অন্যতম বড় শক্তি। ভারতীয় টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill), স্টার অলরাউন্ডার অভিষেক শর্মা (Abhishek Sharma), প্রভসীমারান সিং, প্রিয়ান্স আর্য বা অন্যান্য উদীয়মান তারকাদের সঙ্গে সময় কাটিয়েছেন যুবরাজ এবং তাদের ব্যাটিংয়ে পরিবর্তন আনতে বেশ সহযোগিতাও করেছেন। তাঁর এই দৃঢ় মানসিকতা এবং দলকে উদ্দীপ্ত রাখার দক্ষতা লখনউকে আবারও জয়ের পথে ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, যুবরাজ এবং এলএসজির মধ্যে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। চুক্তি চূড়ান্ত হলেই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

Read More: নভেম্বরে আবারও মুখোমুখি ভারত-পাক, হাইভোল্টেজ ম্যাচ নিয়ে বাড়ছে উত্তাপ !!

অভিজ্ঞতার ভান্ডার হলেন যুবরাজ সিং

Yuvraj Singh
Yuvraj Singh | Image: Getty Images

এখন পর্যন্ত বোর্ড বা দলের তরফে কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে, আসন্ন আইপিএল নিলামের আগেই এই চুক্তিটি চূড়ান্ত হবে বলেই ভক্তদের ধারণা। পাশাপশি, যুবরাজ সিংকে ২০২৬ সালের আইপিএল মৌসুমের আগে থেকেই দলের সঙ্গে কাজ শুরু করবেন। মার্চ বা এপ্রিলে শুরু হতে যাওয়া ওই মৌসুমে কোচ হিসেবে আইপিএলে তার প্রত্যাবর্তন হবে এক ঐতিহাসিক মুহূর্ত। কিংস ইলেভেন পাঞ্জাব, পুনে ওয়ারিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স – প্রমুখ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন যুবরাজ। সেই অভিজ্ঞতা তাকে কোচ হিসেবে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। যুবরাজের সম্ভাব্য এই নতুন ভূমিকা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, ভবিষ্যতে তাকে টিম ইন্ডিয়ার অন্য কোনো দায়িত্বে দেখতে পাওয়া যেতে পারে বলেই ভক্তদের ধারণা।

Read Also: “ওয়ার্ল্ড ক্লাসদের দিয়ে জল ব‌ইয়ে হিজড়াদের দল খেলাচ্ছে..”, অজিদের বিপক্ষে হারের পর তীব্র সমালোচনার মুখে গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *