জমে উঠেছে ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS) বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ পড়ে স্কোরবোর্ডে দুই দলের কাছেই একটি করে জয় রয়েছে। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে অমীমাংসিত থেকে গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে দুই দলের কাছেই শেষ দুইটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচ জিততে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে পৌঁছে যাবে দল। ব্রিসবেনে ভারতের ব্যাটিং প্রদর্শন দেখে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে আগামী বছর ভারতকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে হবে।
ব্যাট হাতে ফ্লপ ভারতীয় ব্যাটসম্যানরা
যে কারণে টিম ইন্ডিয়ায় প্রয়োজন একজন ব্যাটিং কোচের। বিশেষ করে বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানরা রীতি মতন টেস্ট ক্রিকেটে ব্যর্থ হচ্ছেন। চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টে ম্যাচে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বিরাট কোহলি (Virat Kohli) শতরান হাঁকালেও বাঁকি দুই টেস্টে সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছেন তারা। তাছাড়া ক্যাপ্টেন রোহিত শর্মাও (Rohit Sharma) দুই টেস্ট মিলিয়ে কুড়ি রানের গন্ডি পার করতে পারেননি। দলের হয়ে কেএল রাহুল (KL Rahul) ও নীতিশ রেড্ডি (Nitish Reddy) নিয়মিত রান বানিয়েছেন। তবে দলের বেশিরভাব ব্যাটসম্যানদের ফ্লপ ব্যাটিং অব্যহত। এই পরিস্থিতিতে নতুন ব্যাটিং কোচের সন্ধান করছে বিসিসিআই।
Read More: “ঈশ্বর, আমাকে আর কি…” আইপিএলের পর এবার ঘরোয়া দলে ঠাঁই পেলেন না পৃথ্বী শ, সমাজ মাধ্যমে দিলেন এই বার্তা !!
সূত্রের খবর, ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে জায়গা বানিয়ে নেবেন গৌতম গাম্ভীরের (Gautam Gambhir) প্রিয় যুবরাজ সিং (Yuvraj Singh)। এর আগেও খবরের শিরোনামে উঠেছিলেন তিনি। ভারতীয় দলের ব্যাটিং কোচ খোঁজার জন্য যুবরাজকেই পছন্দ করছে ভক্তরা, বর্তমানে ভারতীয় দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। দীর্ঘ সময় ধরে তিনি ঘরোয়া ক্রিকেটের একাধিক খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন এবং এখন টিম ইন্ডিয়ার সঙ্গেও কাজ করছেন। তবে অন্যদিকে যুবরাজ সিং বর্তমানে ভারতীয় দলের সেরা তরুণ খেলোয়াড় শুভমান গিল (Shubman Gill) এবং অভিষেক শর্মাদের (Abhishek Sharma) সঙ্গে অনেক সময় কাটিয়েছেন এবং তাদেরকে হাতে করে তৈরি করেছেন।
ভারতের ব্যাটিং কোচ হচ্ছেন যুবরাজ সিং
ভক্তদের মতে যুবরাজ ভারতীয় দলের সঙ্গে থাকলে ভারতীয় ব্যাটসম্যানদের আরও বেশি সুবিধা হবে। নিজের প্রাইম টাইমে যুবরাজ সিং (Yuvraj Singh) বিশ্বের সমস্ত বোলারদের একহাত নিতেন। ভক্তদের ধারণা ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং টিম ইন্ডিয়ার নতুন ব্যাটিং কোচের দায়িত্ব পেলে তা দলের পক্ষেই ভালো। যদিও এর আগে কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই যুবরাজের। তবে ব্যাটসম্যান হিসাবে অভিজ্ঞতার ভান্ডার হলেন যুবরাজ। ভারতীয় দলের জার্সিতে ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপে তার পারফরমেন্স ভুলতে পারবে না ভারতীয় ক্রিকেট ভক্তরা। ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিশ্বকাপ ২০১১ সালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। যুবরাজ তার ক্যারিয়ারের ভারতের জার্সিতে চল্লিশটি টেস্ট ম্যাচ খেলেছেন ৩৩.৯৩ গড়ে ১৯০০ রান বানিয়েছেন। ৩০৪ টি ওডিআই ম্যাচ খেলে ৩৬.৫৬ গড়ে ৮৭০১ রান বানিয়েছেন তিনি, পাশাপাশি ৫৮ টি-টোয়েন্টি ম্যাচে ২৮.০২ গড়ে এবং ১৩৬.৩৮ স্ট্রাইক রেটে ১১৭৭ রান বানিয়েছেন তিনি।