Yuvraj Singh: T20 আন্তর্জাতিকে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ ১৪ মাস পর জাতীয় T20 দলে কামব্যাক করলেন এই কিংবদন্তি, এরপর থেকেই কোহলি ও রোহিতকে নিয়ে আলোচনা চলছে। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতকে প্রথম ম্যাচে দেখা গেলেও বিরাটকে ব্যাক্তিগত কারনের জন্য যায়নি দেখা। তবে, রোহিত কোহলিকে নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে তার এক বাক্যে জবাব দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)।
আরও পড়ুন | Yuvraj Singh: এই খেলোয়াড় না থাকলে যুবরাজের সঙ্গে ঘর বাঁধতেন দীপিকা পাডুকোন, হয়েছেন পথের কাঁটা !!
কুছ তো লগ কাহেঙ্গে, লগ কা কাম হ্যায় কেহনা
ভারতীয় দলের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) রোহিত বিরাট প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, “কুছ তো লগ কাহেঙ্গে, লগ কা কাম হ্যায় কেহনা…“। বিখ্যাত সংগীত শিল্পী কিশোর কুমার এই গানটি গেয়েছিলেন, তবে যুবরাজের এই কথার পিছনে ভিত্তিটি বর্ণনা করেছেন তিনি। তার মতে রোহিত ও কোহলি দুজনেই ম্যাচ উইনার, দুজনেই যেকোনো পরিস্থিতিতে দলকে ম্যাচ জেতাতে সক্ষম।
যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স’ -এর উদ্বোধনে এসেছিলেন যেখানে এই প্রসঙ্গে খোলসা করেছিলেন। মন্তব্য করে তিনি বলেছেন, “দেখুন মানুষের কাজ কথা বলা আর তারা বলবেই, ওরা দুজন প্রায় দেড় বছর পর T20 দলে ফিরেছেন। ৩ ফরম্যাটেই ওরা খেলে থাকেন, এটা স্বাভাবিক যে ৩ ফরম্যাট খেলার পর ক্রিকেটার ক্লান্ত হয়ে যায়। তবে আমার মনে হয় ওরা জানে কিভাবে ৩ ফরম্যাটের জন্য ফিট থাকতে হবে।”
পাশাপশি যুবরাজ ভারতীয় প্লেয়ারদের আইপিএলকে সম্পূর্ণ রূপে ব্যাবহার করার আর্জি জানিয়েছেন। যুবরাজকে যখন প্রশ্ন করা হয় যে ভারত বিশ্বকাপের আগে কেবলমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ খেলবে, সেটি শুনে যুবি বলেন, “সামনেই তো আইপিএল। কোনও সমস্যা হবে না। সিনিয়র ক্রিকেটাররা আইপিএল থেকেই নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারেন। তবে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ না খেলায় জুনিয়রদের সমস্যা হতে পারে।”
রোহিতকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চান যুবরাজ
যুবরাজ সিং (Yuvraj Singh) সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধনে রোহিতের তীব্র প্রশংসা করেন এবং জানান রোহিত হলেন অভিজ্ঞতার খনি। যুবরাজ মন্তব্য করে বলেন, “দলে একজন খুব ভালো অধিনায়ক দরকার, যিনি দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং কিছু ভুল হলে দলকে ফিরিয়ে আনতে পারেন। রোহিতের রেকর্ড নিজেই কথা বলে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি আইপিএল শিরোপা এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দেওয়া তার নেতৃত্বের দক্ষতার প্রমাণ। তার অভিজ্ঞতা আছে, জ্ঞানও আছে।“