ছাঁটাই জাস্টিন ল্যাঙ্গার‌, LSG'এর নতুন প্রধান কোচ হচ্ছেন ভারতের এই বিশ্বকাপ জয়ী তারকা !! 1

আইপিএলে (IPL 2025) লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) যুক্ত হওয়ার পর থেকেই সমর্থকদের মন জয় করে নিয়েছে। প্রতি বছরই তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে টুর্নামেন্টে মাঠে নামে। কিন্তু এখনও পর্যন্ত ট্রফি জয় করতে পারিনি। এই বছর নতুন অধিনায়ক ঋষভ পান্থের (Rishabh Pant) ওপর ভরসা করেছিল দল। এই তারকা ব্যাটসম্যান‌ও দলকে প্লে অফে পৌঁছে দিতে ব্যর্থ হন। এর মধ্যে এবার ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে নতুন করে দল গোছানোর কাজে নেমে পড়েছেন এল‌এসজির (LSG) কর্মকর্তারা। ফলে এই দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা এবার লখন‌উয়ের প্রধান কোচ হিসেবে যুক্ত হতে চলেছেন।

Read More: নরেন্দ্র মোদীর বার্তা আসতেই বন্ধ এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ, বয়কটের ঘোষণা তারকাদের !!

লখন‌উয়ের প্রধান কোচ বদল-

ছাঁটাই জাস্টিন ল্যাঙ্গার‌, LSG'এর নতুন প্রধান কোচ হচ্ছেন ভারতের এই বিশ্বকাপ জয়ী তারকা !! 2
Yuvraj Singh | Images: Getty Images

বিশ্বের অন্যতম সফল এবং অভিজ্ঞ কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। তিনি ২০২৩ সালে আইপিএলে লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) সঙ্গে প্রধান কোচ হিসেবে যুক্ত হন। তারপর ২০২৪ এবং ২০২৫ সালে তার তত্ত্বাবধানে লখন‌উ মাঠে নামে। কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে গত দুই মরসুমেই প্লে অফে‌ জায়গা করে নিতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka l) দল। এই বছর আইপিএলে (IPL 2025) লখন‌উ ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে লিগ পর্বে সপ্তম স্থানে শেষ করে।

এরপরই সূত্র অনুযায়ী প্রধান কোচের পদ থেকে সরে যেতে চলেছেন জাস্টিন ল্যাঙ্গার‌ (Justin Langer)। তার পরিবর্তে যুবরাজ সিংকে (Yuvraj Singh) লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) নতুন প্রধান কোচ হিসাবে দেখা যাবে বলে খবর সামনে এসেছে। যুবরাজ সিং (Yuvraj Singh) কোচ হিসেবে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন। তার কোচিংয়ের মাধ্যমে অভিষেক শর্মা (Abhishek Sharma) ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। এই তরুণ ব্যাটসম্যান বর্তমানে আইসিসির (ICC) ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান। এছাড়াও যুবরাজ শুভমান গিলকেও (Shubman Gill) ব্যাক্তিগত মেন্টর হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন।

ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের অধিনায়ক যুবরাজ-

ছাঁটাই জাস্টিন ল্যাঙ্গার‌, LSG'এর নতুন প্রধান কোচ হচ্ছেন ভারতের এই বিশ্বকাপ জয়ী তারকা !! 3
Yuvraj Singh | Images: Getty Images

অবসরপ্রাপ্ত কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL)। এই টুর্নামেন্টে গত বছর যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নেতৃত্বে ভারতীয় চ্যাম্পিয়ন্সরা পাকিস্তানকে হারিয়ে যাওয়া ট্রফি জয় করেছিল। এই বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে‌ও ব্লু ব্রিগেডরা যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নেতৃত্বে মাঠে নেমেছিল।

কিন্তু এই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ বয়কট করেন যুবরাজ সিংরা (Yuvraj Singh)। সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেননি ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররা। এর ফলে বর্তমানে পাকিস্তান এই টুর্নামেন্টে সরাসরি ফাইনালে পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছিল। এরপরই দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই কারণেই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররা দেশের সেনাবাহিনীদের সম্মান জানিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলি বয়কট করেছেন।

Read Also: IND vs ENG 5th Test: করুণ-ওয়াশিংটনের জুটি লড়াইতে রাখলো ভারতকে, প্রথম দিনের শেষে সংগ্রহ ২০৪ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *