World Cup 2023: বিশ্বকাপের অপেক্ষায় শুরু হয়ে গিয়েছে প্রহর গোণা। ২০২৩ সালে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-এর পর চতুর্থবার বিশ্বকাপ (ICC World Cup) আয়োজন করতে চলেছে ভারত। এর আগের তিনবারের চেয়ে ২০২৩-এর বিশ্বকাপ অবশ্যই আলাদা হতে চলেছে। পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মত উপমহাদেশের অন্যান্য দেশের সাথে আয়োজনের মঞ্চ ভাগ করে নিতে হচ্ছে না ভারতকে। প্রথম এশীয় দেশ হিসেবে মিলেছে একক আয়োজনের ভার। ইতিমধ্যেই বিশ্বকাপের সূচী প্রকাশ করেছে আইসিসি। প্রস্তুতিতে কোনো খামতি রাখতে রাজী নয় বিসিসিআই (BCCI)। বিশ্বকাপের জন্য নির্দিষ্ট ১০ ভেন্যুর মানোন্নয়নের জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ৫০০ কোটির প্রকল্প।
মাঠের বাইরে যেমন বিশ্বকাপকে (ICC World Cup) সর্বাঙ্গসুন্দর করে তুলতে ব্যস্ত বিসিসিআই। তেমনই ক্রিকেটাররা নিমগ্ন মাঠের মধ্যে নিজেদের উজাড় করে দিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিতে। ২০১১ সালে শেষ যখন ভারতের মাটিতে আয়োজিত হয়েছিলো ক্রিকেটের ‘মেগা ইভেন্ট’, তখন কাপ বাইরে যেতে দেয় নি ধোনির (MS Dhoni) ‘টিম ইন্ডিয়া।’ বারো বছর পর সেই সাফল্যের পুনরাবৃত্তিই লক্ষ্য রোহিত শর্মার (Rohit Sharma) দলের।
২০১৩-র পর কোনো আইসিসি ট্রফি আসে নি ঝুলিতে। বারবার সেমিফাইনাল বা ফাইনালে গিয়েও ফিরে আসতে হয়েছে খালি হাতে। দীর্ঘ ট্রফিখরা কাটিয়ে ঘরে মাঠেই সাফল্যের শৃঙ্গ স্পর্শের লক্ষ্যে অক্টোবর মাসে মাঠে নামবে ভারত। বারো বছর আগে দেড়শ কোটি মানুষের চাহিদা পূরণ করতে পেরেছিলেন শচীন, শেহবাগ, গম্ভীররা। সেই সৌভাগ্য কি হবে শুভমান, রোহিত, শামিদের? জোড়া বিশ্বকাপজয়ী যুবরাজ সিং-এর (Yuvraj Singh) উত্তর কপালে চিন্তার ভাঁজ ফেলবে সমর্থকদের।
Read More: টিম ইন্ডিয়াতে ফিরছেন পৃথ্বী শ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্বের ভার দেওয়া হবে এই তরুণ তুর্কির কাঁধে !!
দুই বিশ্বকাপের নায়ক যুবরাজ সিং-
একদিনের ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনারদের তালিকা তৈরি করতে বসলে যুবরাজ সিং-এর (Yuvraj Singh) নাম উপরের দিকেই থাকবে। নিজের লম্বা আন্তর্জাতিক কেরিয়ারে ৩০৪টি একদিনের ম্যাচে ৮৭০১ রান করেছেন যুবরাজ (Yuvraj Singh)। করেছেন ১৪টি শতরান। এছাড়াও ১১১ উইকেটও নিয়েছেন তিনি। কুড়ি-বিশের ক্রিকেটে ৫৮ ম্যাচে করেছেন ১১৭৭ রান। উইকেটসংখ্যা ২৮। দলের প্রয়োজনে কখনও ব্যাট হাতে, আবার কখনও বল হাতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে তাঁকে। ২০০৭ সালে ভারত যখন টি-২০ বিশ্বকাপ জেতে, তখন সেই সাফল্যে বড় অবদান ছিলো যুবরাজের। ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad) ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।
২০১১ সালের একদিনের বিশ্বকাপেও স্বপ্নের ফর্মে ছিলেন যুবরাজ (Yuvraj Singh)। ১টি শতরান এবং ৪টি অর্ধ-শতকের বদান্যতায় করেছিলেন ৮ ইনিংসে ৩৬২ রান। ব্যাটিং গড় ছিলো ৯০.৫০। এছাড়াও নিয়েছিলেন ১৫ উইকেট। ফাইনালেও ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন, খেলেছিলেন ২৪ বলে ২১* রানের ইনিংস। শরীরে ক্যান্সারের মত মারণরোগ বয়ে চলেও তাঁর হার না মানা লড়াই অনুপ্রেরণা যোগায় সমাজের সব স্তরের মানুষকে। সেবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন যুবরাজই।
টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সম্ভাবনা দেখছেন না যুবরাজ-
২০১১-এর নায়ক ২০২৩-এ ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে খানিক সন্ধিগ্ধ। বর্তমানে দলে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে বলে তাঁর ধারণা। সেই সমস্যাগুলি মেটাতে না পারলে বিশ্বকাপ জয়ের আশা পূরণ হবে না বলেই মনে করছেন তিনি। ‘ক্রিকেট বসু’ নামে এক ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে যুবরাজ (Yuvraj Singh) বলেন, “সত্যি কথা বলতে আমি নিশ্চিত নই ভারতের বিশ্বকাপ জয় সম্পর্কে। একজন দেশপ্রেমিক হিসেবে আমি অবশ্যই চাই ভারত ট্রফি জিতুক। কিন্তু চোট-আঘাতের কারণে দলের মিডল অর্ডার নিয়ে চিন্তা রয়েছে। ভারতকে বিশ্বকাপ জয়ের জন্য কঠিন সমস্যার মুখে পড়তে দেখে হতাশ লাগে। কিন্তু মনে হয় এটাই বাস্তব পরিস্থিতি।”
বিশ্বকাপ (ICC World Cup) জিততে সেরা দল বেছে নেওয়া অত্যন্ত জরুরী বলে মন্তব্য যুবরাজের। তিনি অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) উদ্দেশ্যে বলেন্, “আমাদের অধিনায়ক রোহিত শর্মা, খুবই বিচক্ষণ নেতা। কিন্তু আমাদের সেরা টিম কম্বিনেশন বেছে নিতে হবে। তার জন্য বেশ কিছু ওয়ার্ম আও গেম খেলা প্রয়োজন। ১৫ জনের স্কোয়াড বেছে নেওয়ার জন্য অন্তত ২০ জন খেলোয়াড়ের একটা ‘পুল’ থাকা প্রয়োজন।”