চোখে-মুখে ক্রিকেটের স্বপ্ন নিয়ে একজন তরুণ আগামীর লক্ষ্যে এগিয়ে যায়। সমস্ত রকমভাবে তৈরি হয়ে পারফর্মেন্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন তারা। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ভারতীয় দলের চলতি টেস্ট সিরিজে আমরা সাই সুদর্শন (Sai Sudarshan), অনশুল কাম্বোজের (Anshul Kamboj) মতো তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখছি। এই সঙ্গেই অনূর্ধ্ব ১৯ দল থেকেই নিজেদের আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মতো প্রতিভাবান ব্যাটসম্যান। গত বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডে ওভালে চলতি সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। এর মধ্যেই এবার তরুণ ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো ক্রিকেট মহলে।
Read More: “বেশি জ্ঞান দিতে আসবেন না…” ওভাল টেস্টে বিতর্ক, আম্পায়ারের উপর মেজাজ হারালেন KL রাহুল !!
তরুণ ক্রিকেটারের অকাল মৃত্যু-

রঞ্জি ট্রফি থেকে আইপিএলের (IPL 2025) যাত্রাপথে দুরন্ত পারফর্ম্যান্স করে জাতীয় দলের জার্সি পরার স্বপ্ন দেখে নতুন প্রজন্মের প্রতিটি ক্রিকেটাররা। প্রতিবছরই আমরা জাতীয় মঞ্চে অসংখ্য প্রতিভাবান তারকাদের অভিষেক করতে দেখি। এক সময় তারাই হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট দলের মূল স্তম্ভ। বাংলার প্রিয়জিৎ ঘোষ (Priyojit Ghosh) এইভাবেই নিজেকে ছোটবেলা থেকে তৈরি করছিলেন। স্বপ্ন দেখছিলেন বাংলার হয়ে রঞ্জিত ট্রফি খেলার।
কিন্তু মাত্র ২২ বছর বয়সেই থামল এই প্রতিভাবান ক্রিকেটারের যাত্রা। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটের ময়দানে। শুক্রবার সকালে প্রিয়জিৎ ঘোষের (Priyojit Ghosh) মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বীরভূম জেলার বোলপুরের বাসিন্দা এই তরুণ ক্রিকেটার খুব দ্রুত বাংলা ক্রিকেটে সফলভাবে উঠে আসছিলেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) প্রিয়জিৎয়ের দিকে বিশেষ নজর ছিল।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু-

প্রিয়জিৎ (Priyojit Ghosh) নিজের জেলা থেকেই ক্রিকেটের যাত্রা শুরু করেছিলেন। ২০১৮-১৯ মরসুমে আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন তিনি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) থেকে তাকে সম্মান জানানো হয়। সেই পদক এখনও ঘরে সাজানো রয়েছে। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রিয়জিৎ (Priyojit Ghosh)। সূত্র অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে এই সম্ভাবনাময় ক্রিকেটারে মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিমে যেতেন তিনি। শুক্রবার বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকার একটি জিমে শরীর চর্চা করতে গিয়েছিলেন প্রিয়জিৎ (Priyojit Ghosh)। শরীর চর্চা করাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কোভিড পরিস্থিতির পরবর্তী পর্বে তরুণ প্রজন্মের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়েছে বলে চিকিৎসকরা উল্লেখ করেছেন। তবে এইরকম প্রতিভাবান একজন ক্রিকেটারের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গেছে বাংলার ক্রিকেট মহল।