এই বছর নিউজিল্যান্ডের (India vs Newzealand Series) বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। আগামীকাল কিউইদের বিপক্ষে রয়েছে গুরুত্বপূর্ন ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ব্লু ব্রিগেডরা। এই সিরিজের অধিনায়ক হিসেবে আবারও কামব্যাক করছেন শুভমান গিল (Shubman Gill)। এছাড়াও চোট সারিয়ে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সব মিলিয়ে শীতের আমেজে ক্রিকেটের উত্তাপ আরও একবার বৃদ্ধি পেতে চলেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই বিরাট কোহলির (Virat Kohli) যমজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: ‘জয় শাহ’এর থেকে ট্রফি নেব না..’, টি২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই হুংকার বাংলাদেশ বোর্ডের !!
কোহলির যমজের ছবি ভাইরাল-

বিরাট কোহলি টি-টোয়েন্টি এবং টেস্ট টিকেট থেকে অবসর ঘোষণা করে শুধুমাত্র ওডিআই ক্রিকেটকে বর্তমানে পাখির চোখ করেছেন। ২০২৭ বিশ্বকাপ (ODI WC 2027) জয় করাই বর্তমানে তার প্রধান লক্ষ্য। ফলে দ্বিপাক্ষিক সিরিজগুলিকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বরোদায় প্রথম ওডিআই ম্যাচে রবিবার মাঠে নামার আগেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এই তারকা।
শুক্রবার অনুশীলনের মাঝেই খুদে ভক্তদের সঙ্গে হাসিঠাট্টায় মেতে ওঠেন বিরাট। তাদের আবদার মিটিয়ে ব্যাটে নিজের অটোগ্রাফ দেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে। ভক্তদের মাঝে এমন একজন বাচ্চাকে দেখা যাচ্ছিল যাকে ঠিক বিরাটের যমজ বলে উল্লেখ করছেন নেটিজেনরা। আসলে সেই খুদে ভক্তটিকে সম্পূর্ন বিরাট কোহলির ছোটোবেলার মতো দেখতে। ভক্তরা দুটি ছবি পাশাপাশি রেখে রীতিমতো আলোচনায় মেতে উঠেছেন।
দেখুন সেই ছবিটি-

দুরন্ত ফর্মে বিরাট-

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার পিছনে বিরাট কোহলির (Virat Kohli) বিশেষ অবদান ছিল। তিনি ব্যাট হাতে দলের হয়ে রীতিমতো জ্বলে উঠেছিলেন। এরপর অস্ট্রেলিয়া সফরেও তৃতীয় ওডিআই ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে জুটি বেঁধে আবারও ভক্তদের মন জয় করে নেন। এই ম্যাচে ৭৪ রানে দুরন্ত ইনিংস খেলেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Series) বিপক্ষে ঘরের মাঠেও একের পর এক শতরান হাঁকিয়ে প্রমাণ করেন বয়স শুধুমাত্র সংখ্যা।
প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচেই তার ব্যাট থেকে দুরন্ত দুটি শতরান আসে। এখনও পর্যন্ত এই ফরম্যাটে ৫৩ টি সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে পিছনে ফেলেছেন। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ৩০৮ ম্যাচে সংগ্রহ করেছেন ১৪,৫৫৭ রান। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে জ্বলে উঠতে প্রস্তুত কিং কোহলি। রবিবার ভক্তদের চোখ এই তারকার দিকেই থাকতে চলেছে।