সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন যোগরাজ সিং (Yograj Singh)। যখনই তিনি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তখনই তৈরি হয় বিতর্ক। মাসখানেক আগে ‘আনফিল্টারড উইথ সমদীশ’ নামে একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকে নিয়ে যোগরাজের করা মন্তব্য নিয়েও ঝড় বয়ে গিয়েছিলো বাইশ গজের দুনিয়ায়। তাঁর ক্রিকেট কেরিয়ারের ব্যর্থতার জন্য সরাসরি কপিলকে (Kapil Dev) দায়ী করেছিলেন তিনি। ভারত, নর্থ জোন ও হরিয়ানার অধিনায়ক হওয়ার পর ইচ্ছা করে যোগরাজকে বাদ দিয়েছিলেন হরিয়ানা হারিকেন। প্রতিবাদে তাঁকে গুলি করার ভেবেছিলেন, ফাঁস করেন যুবরাজ সিং-এর বাবা। হিন্দি’কে ‘মেয়েলি ভাষা’ বলেও বিতর্কের আগুনে ঘি ঢেলেছিলেন তিনি। পুরনো বিতর্কের রেশ কাটার আগেই ফের ফোকাসে যোগরাজ (Yograj Singh)। টিম ইন্ডিয়ার সিনিয়রদের সম্পর্কে তাঁর মূল্যায়ন জায়গা করে নিয়েছে ক্রিকেটমহলের চর্চায়।
Read More: IPL 2025 CSK vs RCB: বেঙ্গালুরুর বিপক্ষেও স্পিনেই আস্থা চেন্নাইয়ের, দাক্ষিণাত্য ডার্বিতে তারকা বোলারকে পাচ্ছেন না ঋতুরাজরা !!
যোগরাজের ফোকাসে সিনিয়রদের ফিটনেস-

২০০৮ সালে টিম ইন্ডিয়ার অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তরুবর কোহলি (Taruvar Kohli)। বর্তমানে ‘ফাইন্ড আ ওয়ে’ নামে একটি পডকাস্ট অনুষ্ঠান শুরু করেছেন তিনি। সেখানেই সম্প্রতি অতিথি হয়েছিলেন যোগরাজ সিং (Yograj Singh)। নিজস্ব ট্রেডমার্ক স্টাইলেই একের পর এক বেফাঁস মন্তব্য করেছেন তিনি। রোহিত-কোহলিদের মত সিনিয়রদের ব্যাটে ধারাবাহিকতার অভাব নিয়ে গোটে দেশে যেভাবে সমালোচনার ঝড় উঠেছে তার তীব্র বিরোধিতা করতে শোনা গিয়েছে তাঁকে। সিনিয়রদের বাতিল করে দেওয়ার বদলে তাঁদের সঠিক দিশা দেখানো প্রয়োজন, মনে করেন যোগরাজ (Yograj Singh)। তিনি জানিয়েছেন, “আমায় যদি টিম ইন্ডিয়ার কোচ করে দেন তাহলে আমি এই খেলোয়াড়দের নিয়েই এমন এক দল গড়ে দেখিয়ে দেব যাদের কয়েক যুগ কেউ হারাতে পারবে না।” ক্রিকেটারদের অপ্রতিরোধ্য করে তুলতে কি হবে তাঁর টোটকা? জানিয়েছেন তাও।
নিন্দুকদের এক হাত নিয়ে যোগরাজের (Yograj Singh) মন্তব্য, “সবাই ওদের ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে-রোহিতকে বাদ দাও, কোহলিকে বাদ দাও-কিন্তু কেন? আমি ওদের সাথে নিজের সন্তানের মত ব্যবহার করবো আর বলবো, ‘আমি তোমাদের সাথে আছি।’ আমি ওদের রঞ্জি খেলতে বলবো…” রোহিত শর্মার (Rohit SHarma) ফিটনেস নিয়ে গত কয়েক মাসে বারবার প্রশ্ন উঠেছে। জাতীয় কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের একটি ট্যুইট ঘিরে বিষয়টিতে লেগেছিলো রাজনৈতিক রং। রোহিতকে কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়’ও। যোগরাজের (Yograj Singh) সাক্ষাৎকারেও অন্যতম ইস্যু হিসেবে উঠে এলো তা। “…রোহিতকে রোজ ২০ কিলোমিটার দৌড়তে বাধ্য করবো। সেটাই কেউ করে না। এই খেলোয়াড়রা সকলেই একেকজন হীরে। ওদের ছুঁড়ে ফেলতে নেই। আমি ওদের বাবা’র মত হবো।”
প্রথম ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা-

ফর্ম সমস্যায় জেরবার রোহিত শর্মা (Rohit Sharma)। মাসখানেক আগে বর্ডার-গাওস্কর ট্রফির তিনটি টেস্ট ম্যাচ মিলিয়ে মাত্র ৩১ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ছিলো ৬.২০। বাধ্য হয়ে সিডিনিতে সিরিজের শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে’তে একটি শতরান করেছিলেন ২০২৫-এর গোড়ায়। আশা জেগেছিলো অনুরাগীদের মনে। কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেন নি। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে ৭৬ করলেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে ব্যর্থ হয়েছিলেন ভারত অধিনায়ক। আইপিএলের প্রথম ম্যাচেও রানের মুখ দেখলেন না তিনি। চেপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাজঘরে ফিরতে হয় চার বলে শূন্য করেই। খলিল আহমেদের শিকার হন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ রয়েছে মুম্বইয়ের। মাঠে নামার আগে অফ ফর্ম’কে বিশেষ পাত্তা দিচ্ছেন না রোহিত। তাঁকে দেখা গিয়েছে সতীর্থদের সাথে ওয়াটারস্পোর্টসে অংশ নিতে।
দেখুন হিটম্যানের জলকেলি-
Captain Rohit Sharma in Jamnagar enjoying free time with his boys.😎🔥❤️ pic.twitter.com/SDUBHMWzVw
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 26, 2025