"নৈশজীবন নিয়ন্ত্রণে রাখতে ...", দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগেই অভিষেক শর্মাকে সতর্ক করলেন যোগরাজ সিং, দিলেন এই পরামর্শ !! 1

ভারতীয় ক্রিকেটের আকাশে নবতম তারকা অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁর পাওয়ার হিটিং দক্ষতার সৌজন্যে টি-২০ একাদশে নিয়মিত হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যে জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি শতরানও করে ফেলেছেন বাম হাতি ওপেনার। আন্তর্জাতিক আঙিনায় পা রাখার আগে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের আসরেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০২০-২১ মরসুমে লিস্ট-এ ক্রিকেটে মাত্র ৪২ বলে শতরান করেছিলেন অভিষেক। ২০২৪-এর আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেট বজায় রাখার নজিরও গড়েছিলেন তিনি। ওয়াসিম আক্রম থেকে অ্যালিস্টার কুক, ক্রিকেট দুনিয়ার কিংবদন্তিরাও এই মুহূর্তে মোহিত অভিষেকের (Abhishek Sharma) ব্যাটিং পারফর্ম্যান্সে। লম্বা দৌড়ের ঘোড়ে হবেন তিনি, আশা রাখছেন তাঁরা। পাঞ্জাবের তরুণের মধ্যে অসীম সম্ভাবনা দেখছেন যোগরাজ সিং’ও, সম্প্রতি এক পডকাস্টে জানালেন তেমনটাই।

Read More: IPL 2025: ঋষভ পন্থকে গালিগালাজ সাংবাদিকের, ভাঙলেন টিভি, লক্ষ্ণৌ-হায়দ্রাবাদ ম্যাচ শেষে ধুন্ধুমার কাণ্ড !!

অভিষেকের জন্য পরামর্শ যোগরাজের-

Abhishek Sharma | Image: Getty Images
Abhishek Sharma | Image: Getty Images

২০০৮ সালে ভারতের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তরুবর কোহলি (Taruvar Kohli)। পরে সিনিয়র জাতীয় দলের হয়ে না খেললেও দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। বর্তমানে ‘ফাইন্ড আ ওয়ে’ নামে একটি পডকাস্ট অনুষ্ঠান শুরু করেছেন তরুবর। সেখানেই সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন যোগরাজ সিং (Yograj Singh)। ট্রেডমার্ক ভঙ্গিতেই বেশ কিছু বিতর্কিত কথা বলেছেন তিনি। উঠে এসেছে অভিষেক শর্মা (Abhishek Sharma), শুভমান গিলদের প্রসঙ্গ’ও। যোগরাজের পুত্র যুবরাজের কাছে নানান সময় অনুশীলন করেন অভিষেক, সেই সূত্রেই তাঁর সাথে আলাপ তরুণ তুর্কির। বাইরের দুনিয়া নয়, ফোকাস থাকুক বাইশ গজেই, অভিষেককে বলেছিলেন তিনি। যে পরামর্শ তিনি দিয়েছিলেন তাঁকে, তা অক্ষরে-অক্ষরে মেনেই আজ সাফল্যের হাইওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটে চলেছেন বাম হাতি ওপেনার, জানিয়েছেন যোগরাজ। কৃতিত্ব প্রাপ্য যুবরাজেরও, মনে করেন তিনি।

“লকডাউনের সময় অভিষেক শর্মা ও শুভমান গিলকে নিজের বাড়িতে রেখেছিলো যুবরাজ, যাতে ওদের অনুশীলনে কোনো বাধা না আসে। যখন অভিষেক খেলছিলো, আমি তখন ওকে নৈশজীবন নিয়ন্ত্রণে রাখতে বলেছিলাম। যুবরাজ একদম সেটাই করেছিলো। ওকে এদিক-সেদিক যেতেই দেয় নি। ওর জুতো-চপ্পল কেড়ে নিয়েছিলো। সব ঠিকঠাকই হয়েছে অবশেষে। বন্য ঘোড়ার কেশর টেনে ধরে তাদের পোষ মানাতে হয়,” বলেছেন যোগরাজ (Yograj Singh)। অর্থাৎ নিয়মানুবর্তিতায় বেঁধেই যে অভিষেককে সাফল্যের পথে চালিত করেছেন ‘মেন্টর’ যুবরাজ, তা স্পষ্ট করেছেন তিনি। তরুবরকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের সিনিয়রদেরও পাশে দাঁড়িয়েছেন তিনি। বলেন, “আমি কোচ হলে এই খেলোয়াড়দের নিয়েই এমন এক দল গড়ে দেখিয়ে দেব যাদের কয়েক যুগ কেউ হারাতে পারবে না।” রোহিতকে রোজ ২০ কিলোমিটার ছোটাতেন, ঘোষণা যোগরাজের।

অভিষেকের উচ্ছ্বসিত প্রশংসা উইলিয়ামসনের-

Travis Head and Abhishek Sharma | Image: Getty Images
Travis Head and Abhishek Sharma | Image: Getty Images

আধুনিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার কেন উইলিয়ামসন’ও সম্প্রতি ভূয়সী প্রশংসা করেছেন অভিষেক শর্মা’র (Abhishek Sharma)। বেশ কয়েক বছর সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে সাজঘরে ভাগাভাগি করে নিয়েছেন দু’জনে। পাঞ্জাবের তরুণকে খুব কাছ থেকে দেখেছেন কিউই কিংবদন্তি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ওর ব্যাট স্যুইং দুর্দান্ত। টাইমিং-এর দক্ষতাও সহজাত। শক্তি রয়েছে। টাইমিং-এর সাথে সেই শক্তিকে মিশিয়ে ও মাঠের চার ধারে মারতে পারে, যেটা সুপারপাওয়ার একপ্রকার। ও অনেকটা হেনরিখ ক্লাসেনের মত। ওর হাতে বেশ কয়েকটা বিকল্প থাকে, ফলে ও মাঠের যে কোনো প্রান্ত দিয়ে বড় শট মারতে পারে। একদম শেষ মুহূর্তে ও নিজের শট বদলাতে পারে। কারণ অতিরিক্ত চিন্তাভাবনা করে না ও। এই সক্ষমতাটা খুব কম ব্যাটারেরই রয়েছে।”

Also Read: “আমি যদি কোচ হতাম…” বিস্ফোরক যোগরাজ সিং, ফিটনেস নিয়ে খোঁচা দিলেন রোহিতকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *