বর্তমান সময় বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সহজেই বহু ক্রিকেটার জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করে জাতীয় দলে বছরের পর বছর দায়িত্ব পালন করা খুব কম ক্রিকেটারের পক্ষেই সম্ভব হয়। ভারতীয় ক্রিকেটের একদিকে যেমন বিরাট কোহলির (Virat Kohli) অসম্ভব প্রতিভা ক্রিকেট ভক্তদের মুগ্ধ করে চলেছে ঠিক উল্টো পিঠে ব্লু ব্রিগেডদের অন্যতম গর্বের বিষয় হয়ে উঠেছে রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটিং জৌলুস। তবে টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টির পর ওডিআই ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন হিটম্যান বলে খবর সামনে এসেছে। এর মধ্যেই এই ভারতীয় অধিনায়ককে নিয়ে যোগরাজ সিংয়ের (Yograj Singh) গুরুত্বপূর্ণ বার্তা সামনে এলো।
Read More: “প্রশংসা করি নি বলে…” বিস্ফোরক অভিযোগ ইরফান পাঠানের, আঙুল তুললেন রোহিত শর্মা’র দিকে !!
যোগরাজের স্পষ্ট বার্তা-

২০২৩ একদিনের বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ফাইনালে প্রবেশ করেছিল। কিন্তু এই ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের সম্মুখীন হয় ব্লু ব্রিগেডরা। ফলে ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। কিন্তু এর মধ্যে রোহিত শর্মা টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে তার বয়স ৩৮ বছর। ফলে আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য তিনি কতটা ফিট থাকবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
তবে ক্রিকেট কোচ এবং যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং (Yograj Singh) মনে করছেন রোহিত শর্মার (Rohit Sharma) আরও পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা উচিত। তিনি বলেন, “রোহিতকে নিয়ে অনেক বাজে কথা বলা হচ্ছে। কিন্তু সে আমার পছন্দের ক্রিকেটার। তার ব্যাটিং একদিকে এবং দলের ব্যাটিং একদিকে। তার ইনিংস একদিকে এবং বিশ্বের অন্যান্য ব্যাটসম্যানের ইনিংস একদিকে। বিসিসিআইয়ের (BCCI) উচিত আরও ৫ বছর রোহিত শর্মা যাতে খেলে সেই বিষয়ে রাজি করানো। তার সেই ব্যাটিং দক্ষতা আছে যাতে তিনি ৪৫ বছর বয়স পর্যন্ত খেলতে পারেন।”
ফিট হতে হবে রোহিতকে –

রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে আইসিসি (ICC) ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮ বছর বয়সী একজন ব্যাটসম্যানের ক্ষেত্রে এটি একটি অনন্য নজির বলা চলে। তবে হিটম্যানের ফিটনেস সাম্প্রতিক সময় একাধিকবার সমালোচনার মুখে পড়েছে। এবার এই বিষয়ে যোগরাজ সিং (Yograj Singh) পরামর্শ দিলেন। তিনি বলেন, “রোহিতের (Rohit Sharma) ফিটনেস এবং সব কিছুর ওপর কাজ করা উচিত। তাকে চারজন লোক দাও। প্রতিদিন সকালে তাকে ১০ কিমি দৌড়াতে বলো।
আমার মনে হয় রোহিতের (Rohit Sharma) ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তুমি যত বেশি খেলবে তত ফিট থাকবে। অন্যদিকে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে ভারতীয় দলের হয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। তাই তুমি যদি আন্তর্জাতিক মঞ্চে এই পর্যায়ে খেলে থাকো তবেই রোহিতের ফিটনেস এবং খেলা নিয়ে কথা বলো।” উল্লেখ্য অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের (IND vs AUS) ওডিআই সিরিজ রয়েছে। এই সিরিজে ব্লু ব্রিগেডদের হয়ে আবারও দেশের জার্সিতে হিটম্যান আবারও মাঠে ফেরেন কিনা এখন সেটাই দেখার বিষয়।