এশিয়া কাপ (Asia Cup 2025) জয়ের পর ভারতীয় দল আবারও টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করেছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচেই বিশাল জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে শুভমান গিলের (Shubman Gill) দল। ম্যাচে ক্যারিবিয়ানরা কার্যত আত্মসমর্পণ করেছিল। বল হাতে দুই ইনিংসেই বিধ্বংসী ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
তিনি লাল বলের ক্রিকেটে সাম্প্রতিক সময় বল হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও বল হাতে জ্বলে উঠবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যেই এবার সিরাজকে নিয়ে যোগরাজ সিংয়ের (Yograj Singh) মন্তব্য সামনে এল।
Read More: “অধিনায়ক হতে চাননি গিল..”, রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার বিতর্কে গোপন তথ্য ফাঁস করলেন মহম্মদ কাইফ !!
সিরাজকে নিয়ে যোগরাজের মন্তব্য-

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট টিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের লাল বলের ক্রিকেটে একাধিক পরিবর্তন ঘটেছে। নতুন অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে দলের ভরসা হয়ে উঠেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এরপর বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠেও তাকে বোলার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।
কিন্তু শুধুমাত্র বল হাতে নয় ব্যাট হাতেও সমানভাবে লড়াই করে সিরাজ নিজের পরিচয় তৈরি করতে পারেন বলে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা এবং ক্রিকেট কোচ যোগরাজ সিং (Yograj Singh) মনে করছেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয় সিরাজের ক্ষমতা আছে বিশ্বের অন্যতম সফল অলরাউন্ডার হিসাবে নিজেকে গড়ে তোলার।” এই তারকা পেসারকে মাঝেমধ্যেই নিচের দিকে ব্যাট করতে নেমে চার-ছক্কা হাঁকাতে দেখা যায়। এছাড়াও একদিক থেকে ধরে রেখে উইকেট না হারিয়ে দলকে একাধিকবার জয় এনে দিতে সাহায্য করেছেন।
দুরন্ত ফর্মে মহম্মদ সিরাজ-

এই বছর ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল চোখে-চোখ রেখে লড়াই করে। এই সিরিজের সবকাটি ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) খেলেননি। কিন্তু সিরাজ বোলিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ৫ ম্যাচে ২৩ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন তিনি। এরপর চলতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন এই তারকা পেসার।
প্রথম ম্যাচেই তিনি ৭ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত মহম্মদ সিরাজ ৪২ টি টেস্ট ম্যাচে মোট ১৩০ টি উইকেট সংগ্রহ করেছেন। ৪৪ টি ওডিআই ম্যাচে আছে তার ৭১ টি উইকেট। কিন্তু ব্যাটিং পরিসংখ্যানের দিকে তাকালে চিত্রটা একেবারেই আশাজনক নয়। ৪২ টি টেস্ট ম্যাচে তার ১৫১ রান সংগ্রহে আছে। ফলে যোগরাজের মন্তব্য নিয়ে অনেক ক্রিকেট ভক্ত সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মজা করছেন।