আগামী ১৭মে থেকে আবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2025)। চলতি আইপিএলের বাঁকি ১৭টি ম্যাচ আগামী ১৭মে থেকেই শুরু হতে চলেছে। প্রথম দিনেই মুখোমুখি পথে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পয়েন্ট তালিকার আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনো পর্যন্ত কোন দলই আইপিএল প্লে-অফ খেলার ছাড়পত্র পায়নি। আপাতত দুটি দলের কাছে প্লে-অফে পৌঁছানোর সুবর্ণ সুযোগ রয়েছে। তবে এই মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তাঁরা এই মৌসুমে প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলেও এই মৌসুমে তারা ১২টি ম্যাচে জিতেছে ৫টি ম্যাচে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে কোনো ফলাফল আসেনি।
দিন শেষ চন্দ্রকান্ত পন্ডিতের

নাইট রাইডার্সের এমন অবস্থার পর এবার দলের প্রধান কোচের পরিবর্তন হতে পারে। সূত্রের খবর, নাইট রাইডার্স দলের বর্তমান প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে পরের মৌসুম থেকে আর কোচ হিসেবে দেখতে চাইছে না কেকেআর টিম ম্যানেজমেন্ট। নাইট শিবির নতুন কোচের সন্ধানে রয়েছে। আগামী মৌসুমে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে সুযোগ দিতে চলেছে KKR টিম ম্যানেজমেন্ট। ২০২৪ সালে চন্দ্রকান্ত পন্ডিতের (Chandrakant Pandit) কোচিংয়েই ১২ বছর পর ট্রফির স্বাদ পেয়েছিল নাইট রাইডার্স। তবে, নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট পরবর্তী মৌসুম থেকে নতুন কোচকে চাইছে। নাইট রাইডার্স দলের পরবর্তী প্রধান কোচ হিসাবে দেখা যাবে যোগরাজ সিংকে (Yograj Singh)। বেফাঁস মন্তব্য করে বরাবর খবরের শিরোনামে উঠে আসেন যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং।
Read More: অধিনায়ক শ্রেয়স আইয়ার-ঈশান-সুদর্শন পেলেন সুযোগ, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দল এলো প্রকাশ্যে !!
গুরুদায়িত্ব পালন করবেন যোগরাজ

ভারতীয় ক্রিকেট দলের দুই সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং কোপিল দেবকে (Kapil Dev) নিয়ে বারবার অহেতুক মন্তব্য করেন যোগরাজ। এবার সেই যোগরাজকে বড় দায়িত্ব দিতে চলেছে আইপিএলের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। সূত্রের খবর, আগামী মৌসুমে কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ হতে চলেছেন যুবরাজের পিতা যোগরাজ সিং। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে যোগরাজকে এখনও কোচিং করতে দেখা যায়নি। তবে, নিজের একাডেমিতে বেশ কয়েকজন খেলোয়াড়কে হাতে করে তৈরি করেছেন। এই পরিস্থিতিতে তিনি নাইট রাইডার্স দলের কোচ হলে দলের ভাগ্য ফিরতে পারে।