ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ভারতীয় দলের হাইভোল্টেজ টেস্ট সিরিজের সাক্ষী হয়ে থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব। প্রথমবারের মতো ব্লু ব্রিগেডরা শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে মাঠে নেমে প্রশংসনীয় লড়াই চালায়। বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে তারা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সিরিজ ২-২ ড্র হয়েছে। ব্যাট হাতে ইংল্যান্ডের বিপক্ষে দুরন্ত ফর্মে ছিলেন কেএল রাহুল (KL Rahul), শুভমান গিল (Shubman Gill) থেকে ঋষভ পান্থ (Rishabh Pant)।
বল হাতেও জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) সহ জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকা পেসার। তবে অনেক ক্রিকেটার সম্প্রতি শেষ হওয়া এই সিরিজে সেই ভাবে প্রভাব ফেলতে পারেনি। এর মধ্যেই প্রসিদ্ধ কৃষ্ণার মতো ক্রিকেটকে নিয়ে চাঁচাছোলা আক্রমণ করলেন যোগরাজ সিং (Yuvraj Singh)।
Read More: বুমরাহ নয় বরং এশিয়া কাপে পেস বিভাগের মুখ এই তারকা, পাকিস্তানের বিপক্ষে থাকছে প্রায়শ্চিত্তের সুযোগ !!
প্রসিদ্ধ কৃষ্ণাকে আক্রমণ যোগরাজের-

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম থেকেই নির্বাচকরা সিদ্ধান্ত নেন যে জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) ওপর কাজের চাপ বৃদ্ধি করবেন না। ফলে বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে তিনি মাত্র তিনটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) থেকে আকাশ দীপ (Akash Deep) বোলিং আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নেন। তবে প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ৩ ম্যাচে ১৪ টি উইকেট সংগ্রহ করেন।
এরপরই এই তারকা পেসারকে নিয়ে যোগরাজ সিং (Yograj Singh) বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) কোনো আন্তর্জাতিক মানের বোলার নন। আমি এই বয়সেও ওর বলে এক হাতে ছক্কা হাঁকাতে পারি।” উল্লেখ্য সিরিজে সেইভাবে প্রভাব ফেলতে না পারলেও এই তারকা পেসার শেষ ম্যাচে ভারতীয় দলের হয়ে জ্বলে উঠেছিলেন। তিনি ওভাল টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট সংগ্রহ করেন। যার ফলে ভারত ৬ রানে জয় তুলে নিতে সক্ষম হয়।
সিরাজের প্রসংশায় যোগরাজ-

ভারতীয় দল যেভাবে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে টেস্ট সিরিজে লড়াই করেছে তাতে মুগ্ধ হয়েছেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা। তিনি বলেন, “আমাদের ক্রিকেটাররা যেভাবে পারফর্মেন্স করেছে তা দেখতে অবিশ্বাস্য ছিল। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তার বোলিং আমায় কপিল দেবের (Kapil Dev) কথা মনে করিয়ে দিয়েছে। শুভমান গিলকে অধিনায়ক হিসেবে অনেকটাই পরিণত দেখাচ্ছিল। মনে হচ্ছিল না যে তিনি প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন।”
জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বল হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। তিনি ওভাল টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ৫ উইকেট তুলে নেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন এই তারকা। ৫ ম্যাচে শিকার করেছেন ২৩ টি উইকেট। এছাড়া বুমরাহও বল হাতে মুগ্ধ করেছেন। ৩ ম্যাচে তিনি তুলে নেন ১৪ টি উইকেট।