Hardik Pandya: সমাপ্ত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা সেমিফাইনাল ম্যাচ। ভারত চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে পরাস্ত করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কোহলির ব্যাট থেকে অসাধারণ ৯৮ বলে ৮৪ রানের ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। অজিদের বিরুদ্ধে সহজেই শতরান পূর্ণ করতে পারতেন বিরাট কোহলি তবে, তিনি ম্যাচ জলদি সমাপ্ত করার তাগিদে অ্যাডাম জাম্পার বিরুদ্ধে মিড উইকেটের উপর দিয়ে বড় শট খেলতে গিয়েছিলেন। তবে, ঠিক ভাবে ব্যাটে বলে না হওয়ায় তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়।
কোহলির প্রদর্শন দেখে খুশি যোগরাজ

ম্যাচের পর যোগরাজ সিং কোহলির আউটের প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, “বিরাট কোহলি একজন ম্যাচ উইনার। জাম্পার বলে তার ওই শর্টটি খেলা উচিত হয়নি। আমি চেয়েছিলাম ও যেন খেলাটা শেষ করে এবং সেঞ্চুরি করতে পারে। তবে, ভারত হেরে গেলে সবকিছু বৃথা যেত। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলদের মতন খেলোয়াড়দের টার্গেট করা উচিত নয় এবং তাদের সমালোচনা করা বন্ধ করা উচিত।”
Read More: নতুন অধিনায়ক বাছাইতেই ভুল করেছে RCB, পাটিদারের হাত ধরেও আসবে না ট্রফি
অন্যদিকে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাটিং ও তার চোট পাওয়া অবস্থায় ছক্কা হাঁকানোর প্রবণতা দেখে বেশ খুশি হয়েছেন যোগরাজ। মন্তব্য করে তিনি বলেছেন, “আমাদের দেশের ধর্ম হলো ক্রিকেট। খেলোয়াড়রা সবাই গায়ের রক্ত জল করে খেলে। তারা যখন ভালো না কবলে তখন তাদের দুঃখ পাওয়া উচিত। তবে, তাদেরকে ভরসা দেওয়া উচিত। যদি তাঁরা হাঁটতে না পারে তাদেরকে কাঁধে করে তুলে নিয়ে যাওয়া উচিত। হার্দিকের হাঁটু মচকে গিয়েছিল। তিনি হাঁটতে পারছিলেন না, তবুও তিনি দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। লোকেদের এগুলো দেখে শেখা উচিত। জয়, হার খেলার অংশ। তবে মানুষকে ইতিবাচক মনোভাব রাখতে হবে। যদি কোনো খেলোয়াড়কে একটানা কিছু বলা হয় তো সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।”
হার্দিককে নিয়ে বড় বয়ান দিলেন যোগরাজ

ভারত যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে চলেছে তা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যোগরাজ। যোগরাজ অবশ্য দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেন, “ভারত ফাইনালে পৌঁছে গিয়েছে, আমার মনে হয় ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের আবার দেখা হবে এবং ভারত সেই ম্যাচ জিতবে।” আগামী ৯ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি খেলতে চলেছে।