ক্রিকেটদুনিয়ার অন্যতম বিতর্কিত চরিত্র যোগরাজ সিং (Yograj Singh)। কিংবদন্তি যুবরাজ সিং-এর বাবা হিসেবেই অধিক পরিচিত তিনি। একটা সময় নিজেও খেলেছেন ক্রিকেটে। এমনকি গায়ে চাপিয়েছেন ভারতীয় দলের জার্সি’ও। তবে ক্রিকেটার হিসেবে নয়, সংবাদমাধ্যমের চর্চায় তিনি বারবারই জায়গা করে নিয়েছেন নানান বিতর্কিত মন্তব্যের কারণে। পুত্রের কেরিয়ারের ওঠানামার জন্য অনেক সময়ই মহেন্দ্র সিং ধোনি’কে দায়ী করতে দেখা গিয়েছে তাঁকে। দিনকয়েক আগেও জি স্যুইচ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনি’কে বিঁধে তিনি বলেন, “আমি কখনও ধোনিকে ক্ষমা করবো না। ওর উচিৎ আয়নায় নিজের মুখটা দেখা। ঐ লোকটা আমার ছেলের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে যে কিনা আরও চার থেকে পাঁচ বছর অনায়াসে (জাতীয় দলের হয়ে) খেলতে পারতো।” সেই সাক্ষাৎকারের আরও একটি অংশ প্রকাশিত হয়েছে সম্প্রতি। বিতর্ক কমার বদলে বেড়েছে কয়েকগুণ।
Read More: W, W, W, W, W…অনবদ্য বোলিং অংশুল কম্বোজের, প্রাণহীন পিচেও ছোটালেন গতির আগুন !!
বিস্ফোরক দাবী যোগরাজ সিং-এর-
এই মুহূর্তে একটি ক্রিকেট অ্যাকাডেমি চালান যোগরাজ (Yograj Singh)। ৬৬ বর্ষীয় প্রশিক্ষকের কাছে দিনকয়েক তালিম নিয়েছেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর’ও। তাঁর অ্যাকাডেমিতে ভর্তি হতে গেলে কি কি গুণ থাকা দরকার একজন শিক্ষার্থীর? এই প্রশ্নটাই রাখা হয়েছিলো যোগরাজ সিং-এর কাছে। তাঁর উত্তর চমকে দিয়েছে সকলকে। নিজের ছেলেবেলার একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি। জানান, “মৃত্যুভয় প্রথমত দূর করতে হবে। যখন আমার তিন বছর বয়স, আমার বাবা আমার মা’কে বলেছিলেন বাঘ শিকার করতে যাবেন। আমার মা ভয় পেয়েছিলেন। তখন বাবা বলেছিলেন, “যদি ও (যোগরাজ) মারা যায় তাতে কিছু এসে যাবে না। কিন্তু আমি ওকে একজন বাঘের মতই গড়ে তুলতে চাই। কালাধুঙ্গীর জঙ্গলে তিন বছর বয়সে আমি মায়ের কোলে বসে ছিলাম।…”
“…চাঁদনী রাতে আমার বাবা’র সাথে একটা রাইফেল ছিলো। আমরা একটা মাচায় বসেছিলাম। বাঘ দেখে আমি চিৎকার করে উঠতে চেয়েছিলাম, কিন্তু মা শক্ত করে মুখ ধরে ছিলাম। আমার বাবা গুলি করেন বাঘটাকে ছয় ফিট দূর থেকে। সেটা যখন পড়ে, মনে হয় যেন একটা পাহাড়”, বলেছেন যোগরাজ। শিকার পরবর্তী ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। জানান, “শিশুটি ভাষা হারিয়েছিলো। আমার বাবা আমার মা’কে বলেন, ‘বাঘের বাচ্চা ঘাস খায় না।’ সেই কথাটাই যেন প্রতিধ্বনিত হয়েছিলো। উনি আমায় বাঘের উপর বসান, সেই বাঘের রক্ত নিয়ে আমার ঠোঁটে ও কপালে লাগিয়ে দেন। আমার ঘরে এখনও সেই ছবিটা রয়েছে।” শিকার ও ক্রিকেটের মধ্যে এরপর যোগসূত্র টানতে শোনা গিয়েছে যোগরাজকে (Yograj Singh)।
‘নির্ভীক’ যুবরাজের কথা বললেন যোগরাজ-
বাঘের রক্ত মাথায় লাগিয়ে তাঁর ভয় ভাঙাতে চেয়েছিলেন বাবা, মনে করেন যোগরাজ (Yograj Singh)। ক্রিকেট অ্যাকাডেমি চালানোর সময় সেই নীতিই অবলম্বন করতে চান তিনি। এমনটাই জানিয়েছেন জি স্যুইচ’কে। বলেন, “আমি মনে করি আমার অ্যাকাডেমি’ও সেই নীতিতেই চলে। আমি যুবরাজকেও তেমন ভাবেই গড়ে তুলেছিল। ভয়ডরহীন ভাবে।” জি স্যুইচ’কে দেওয়া সাক্ষাৎকারে যোগরাজ সিং পুত্রের জন্য ভারতরত্ন চেয়ে সওয়াল করেছেন। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান এর আগে পেয়েছেন মাত্র একজন ক্রীড়াবিদ্। ২০১৩ সালে ঘোষণা করা হয়েছিলো শচীন তেন্ডুলকরের নাম। পরবর্তী প্রাপক হিসেবে যুবরাজই যোগ্য হিসেবে মনে করছেন যোগরাজ।
যোগরাজের বিভিন্ন মন্তব্যে নানা সময় অস্বস্তিতে পড়তে হয় যুবরাজ’কে (Yuvraj Singh)। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি’কে (MS Dhoni) প্রায়শই যে কটাক্ষ করে থাকেন যোগরাজ, তার সাথে তাঁর নিজের মত যে মেলে না তা বহুবার স্পষ্ট করেছেন যুবি। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়া’র ‘বিয়ার বাইসেপস’ পডকাস্টে প্রাক্তন অলরাউন্ডের করা একটি মন্তব্য বেশ ভাইরাল হয়েছে। সেখানে সরাসরি পিতাকে মানসিক রোগী বলে অভিহিত করেছেন তিনি। যুবরাজকে (Yuvraj Singh) বলতে শোনা গিয়েছে, “আমার মনে হয় যে আমার বাবার একটা মানসিক সমস্যা রয়েছে এবং তিনি সেটা মেনে নিতে রাজী নন। ওনার উচিৎ এটা নিয়ে ভাবনাচিন্তা করা।”