yograj-claims-that-he-can-help-rishabh

জেড্ডার মেগা নিলামে ২৭ কোটি টাকা খরচ করে ঋষভ পন্থকে (Rishabh Pant) দলে নিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। তাঁর হাত ধরেই আসবে কাঙ্ক্ষিত সাফল্য, স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু আইপিএল শুরু হওয়ার পর সেই স্বপ্ন আর বাস্তবের ব্যবধানটা ক্রমেই বেড়েছে। ব্যাট হাতে চূড়ান্ত হতাশ করেছেন ঋষভ। মরসুমের শুরুটা করেছিলেন দিল্লীর বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে। এরপর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নি তাঁর পক্ষে। এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে লক্ষ্ণৌ। এর মধ্যে সাত বার দশ’ও পেরোতে পারেন নি পন্থ (Rishabh Pant)। এখনও পর্যন্ত ১২.২৭ গড় ও ১০০ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১৩৫ রান। অধিনায়ক হিসেবেও আহামরি কোনো পারফর্ম্যান্স উপহার দিতে পারেন নি তিনি। দুই ম্যাচ বাকি থাকতেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তাঁর দল। সব মিলিয়ে এই মুহূর্তে রীতিমত বিপর্যস্ত তারকা ক্রিকেটার।

Read More: ইংল্যান্ড সফরে সুযোগ পেলেন ১৪ বর্ষীয় বৈভব সূর্যবংশী, দল ঘোষণা BCCI-এর !!

ঋষভকে পরামর্শ যোগরাজ সিং-এর-

Rishabh Pant and MS Dhoni | Image: Getty Images
Rishabh Pant and MS Dhoni | Image: Getty Images

তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। তাঁর ব্যর্থতা বিশ্লেষণ করতে গিয়ে টিম ইন্ডিয়া প্রাক্তনী আকাশ চোপড়া (Aakash Chopra) বলেছেন, “আইপিএল স্থগিত হওয়ার আগের ম্যাচে ঋষভকে বারবার উত্তেজিত হতে দেখা গিয়েছিলো। বোঝা যাচ্ছিলো যে ও খুব বিরক্ত বা হতাশ। এমন কাউকে কখনোই আপনি অধিনায়ক হিসেবে চাইবেন না যাঁকে কিনা মাঠে দেখেই হতাশ বলে মনে হয়। পর্দার পিছনে কি রয়েছে সেটা আমরা কখনোই জানতে পারবো না। তবে সে যে রেগে রয়েছে সেটা কোনো অধিনায়কের মুখ দেখে বোঝা যাওয়া উচিৎ নয়। কিন্তু সেদিন ঋষভকে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিলো যে ও প্রচণ্ড রেগে রয়েছে।” “ওর দিকে আমার নজর থাকবে। তবে এই মরসুমে ও সত্যিই ভালো খেলতে পারে নি,” সংযোজন তাঁর।

ক্রিকেটমহলের একটা বড় অংশ ঋষভের (Rishabh Pant) দিকে কটাক্ষের তীর ছুঁড়ে দিলেও তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের পাশেই দাঁড়িয়েছেন যোগরাজ সিং (Yograj Singh)। সম্প্রতি সংবাদসংস্থা IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ৬৭ বর্ষীয় প্রাক্তনী জানিয়েছেন যে ‘টেকনিক’-এ ভুলত্রুটি থেকে যাচ্ছে পন্থের (Rishabh Pant)। তা শুধরে নিলেই ঘুরে দাঁড়াতে পারবেন তিনি। তিনি বলেছেন, “ঋষভ পন্থের সমস্যাগুলো পাঁচ মিনিটেই সমাধান করা যায়। ওর মাথা স্থির থাকছে না আর বাম কাঁধটা অনেক বেশী খোলা থাকছে। এগুলো যদি একটু ঠিকঠাক করে নিতে পারে তাহলে ও খুব দ্রুতই সেরা ছন্দে ফিরতে পারবে।” গুজরাত ও বেঙ্গালুরুর বিরুদ্ধে আর দু’টি মাত্র ম্যাচ বাকি রয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG)। যোগরাজের পরামর্শ মেনে ফর্মে ফিরতে পারবেন পন্থ? তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।

পন্থ’কে ছাড়তে পারে লক্ষ্ণৌ-

Rishabh Pant | Image: Getty Images
Rishabh Pant | Image: Getty Images

অশান্তির আবহ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস সাজঘরে। থিঙ্কট্যাঙ্কের সাথে অধিনায়ক ঋষভের ব্রেনওয়েভ যে মিলছে না তার প্রমাণ মিলেছিলো দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচে। সাধারণত চার নম্বরে ব্যাট করতে নামেন ঋষভ (Rishabh Pant)। কিন্তু সেদিন তাঁকে নামানো হয় সাত নম্বরে। সিদ্ধান্তে যে অধিনায়কের সায় ছিলো না তার প্রমাণ মিলেছিলো তাঁর শরীরী ভাষাতেই। মেন্টর জাহির খানের সাথে ডাগ-আউটে রীতিমত তর্ক করতেও দেখা যায় তাঁকে। দল প্লে-অফে উঠতে না পারায় কোন দিকে গড়ায় জল সে বিষয়ে নিশ্চিত নয় বিশেষজ্ঞমহল। ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরের এক সূত্র মারফত জানা গিয়েছে যে ঋষভের (Rishabh Pant) পারফর্ম্যান্সে খুশি নন কর্মকর্তারা। ২৭ কোটির বিশাল প্রাইস ট্যাগের প্রতি সুবিচার করতে পন্থ পারেন নি বলেই মনে করছেন তাঁরা। ডিসেম্বরের মিনি নিলামের আগে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।

Also Read: IPL 2025: KKR দল থেকে ছাঁটাই হচ্ছে চন্দ্রকান্ত পন্ডিতের, হেড কোচ রূপে এন্ট্রি নিচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *