ভারতীয় ক্রিকেটে আবার একটি বড় রেকর্ড গড়ে ফেললেন হরিয়ানার ব্যাটার যশবর্ধন দালাল (Yashvardhan Dalal)। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে সিকে নাইডু ট্রফিতে সুলতানপুর গুরুগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে দুর্দান্ত প্রদর্শন দেখালো যশবর্ধন। সিকে নাইডু ট্রফির ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেললেন যশবর্ধন। হরিয়ানার হয়ে ইনিংস ওপেন করতে এসে তার ব্যাট থেকে দুর্দান্ত ইনিংস দেখতে পাওয়া যায়। ব্যাট হাতে এক অসাধারণ ইনিংস খেলে সমাজ মাধ্যমে চর্চায় উঠে এসেছেন।
সেঞ্চুরি হাঁকালেন যশবর্ধন
যশবর্ধন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সুপারস্টার। এফসি ক্রিকেটে তিনি অসামান্য রান বানিয়ে রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন। ৪৫১ বলে ৪০০ রানের ইনিংস খেলেছেন তিনি। মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি এফসি ক্রিকেটে এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেলে ফেলেছেন। যশবর্ধন (Yashvardhan Dalal) তার ইনিংসে ৪৬টি চার ও ১২টি ছক্কার বিনিময়ে তার এই ইনিংসটি সাজিয়েছেন। বাউন্ডারি গুলো যোগ করলে তিনি ৫৭ বলে ২৫৬ রান বানিয়েছেন।
Read More: ম্যারাথন বৈঠকে বিসিসিআই, কিউই বিপর্যয়ের পর রোহিত-গম্ভীরদের ক্লাস নিলো বোর্ড !!
যশবর্ধনের দুর্দান্ত ইনিংসটি সমাজ মাধ্যমে খবরের শিরোনামে উঠে এসেছে। আপাতত ৪২৬ রান বানিয়ে ন্ট আউট রয়েছেন তিনি। আজকের ম্যাচে যশবর্ধন দালাল আরশ রাঙ্গার সাথে ৪১০ রানের ওপেনিং পার্টনারশিপ করেন। আরশ ১৩১ বলে ১৮টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ১৫১ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় দিনের খেলা শেষে, হরিয়ানা এখন ২য় দিন শেষে ১৭৬ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ৭৩২ রান বানিয়েছেন।
রেকর্ড গড়লেন যশবর্ধন
আগের দুই মৌসুমে এই টুর্নামেন্টটি অনুর্ধ্ব-২৫ বয়সের খেলোয়াড়দের নিয়ে খেলা হয়েছিল, সেটিকে আবার অনুর্ধ্ব-২৩ ফরম্যাটে ফিরিয়ে আনা হয়েছে। যশবর্ধন দালাল (Yashvardhan Dalal) চেন্নাই সুপার কিংসের ব্যাটার সমীর রিজভীকে ছাড়িয়ে গেছেন এখন তিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি ধরে রেখেছেন। এই বছরের শুরুতে, ফেব্রুয়ারিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইউপি-র খেলায় ৩১২ রান করার রেকর্ডটি ছিল রিজভির নামে। যশবর্ধন এখনও টিকে রয়েছেন এবং তিনি চাইবেন দ্রুত রান বানিয়ে দলের স্কোরকে ৮০০ পার পৌঁছাতে। অন্যদিকে মুম্বইয়ের বোলাররা চাইবে দ্রুত দুই উইকেট নিয়ে খেলা শেষ করতে। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের পর আইপিএল ফ্রাঞ্চাইজির নজরে থাকবেন তিনি।