সাম্প্রতিক সময় তরুণ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনি ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে রয়েছেন। এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) খুব একটা প্রভাব ফেলতে পারেনি। কিন্তু ব্যাট হাতে ওপেনার হিসেবে লড়াই চালান যশস্বী (Yashasvi Jaiswal)। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের (IND vs ENG) হয়ে টেস্ট সিরিজেও ভরসা দিচ্ছেন এই তরুণ তারকা। ফলে মনে করা হচ্ছিল রাজস্থান রয়েলসের (RR) পরবর্তী অধিনায়ক হতে চলেছেন তিনি। এর মধ্যেই ২০২৬ আইপিএলের আগে এবার যশস্বী জয়সওয়াল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন।
Read More: IND vs ENG: এজবাস্টনের আকাশে কালো মেঘের ভ্রুকুটি, দ্বিতীয় টেস্টে অসুর হয়ে দাঁড়াবে বৃষ্টি !!
রাজস্থানের প্রস্তাব ফেরালেন যশস্বী-

গত বছর প্লে অফে জায়গা করে নিলেও এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালস (RR) একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে। চোটের কারণে একাধিক ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেননি সঞ্জু স্যামসন (Sanju Samson)। তার বদলে রিয়ান পরাগকে (Riyan Parag) নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যায়। এই তরুণ তারকাও সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। ফলে রাজস্থানের (RR) কর্মকর্তারা আগামী মরসুমের জন্য নতুন অধিনায়ক হিসেবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বেছে নিতে চাইছিল।
সূত্র অনুযায়ী এই তারকা ব্যাটসম্যানকে রাজস্থান রয়্যালসের (RR) নতুন অধিনায়ক হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু যশস্বী (Yashasvi Jaiswal) এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি ২০২৬ আইপিএলের (IPL 2026) আগে নতুন ফ্রাঞ্চাইজি দলে যোগদান করতে চাইছেন বলে খবর সামনে আসছে। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যান আইপিএলে ৬৭ ম্যাচে ২১৬৬ রান সংগ্রহ করেছেন।
মুম্বাইয়ের হয়ে খেলবেন যশস্বী-

এই বছরের শুরুতে এই তরুণ ভারতীয় ওপেনার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (MCA) আবেদন করেছিলেন যে তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বাই ছেড়ে গোয়ার হয়ে অংশগ্রহণ করতে চান। তবে কয়েকদিন পরেই যশস্বী (Yashasvi Jaiswal) আবার এমসিএর কাছে এনওসি প্রত্যাহারের জন্য আবেদন করেন। কারণ তিনি মুম্বাই হয়েই খেলতে চান বলে জানান। এই আবেদন মঞ্জুর করেছে ক্রিকেট বোর্ড। যশস্বী (Yashasvi Jaiswal) ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়েই খেলবেন বলে জানা গেছে।
অন্যদিকে বর্তমানে এই তরুণ ব্যাটসম্যান ভারতীয় টেস্ট দলের ওপেনার হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে দলের হয়ে ভরসা হয়ে ওঠেন তিনি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে ১৫৯ বলে এসেছিল ১০১ রান। ফলে তিনি এই সিরিজে ভারতের অন্যতম ভরসা হয়ে উঠতে চলেছেন বলাই যায়। উল্লেখ্য এখনও পর্যন্ত যশস্বী (Yashasvi Jaiswal) ভারতীয় দলের হয়ে টেস্টে সংগ্রহ করেছেন ২০ ম্যাচে ১৯০৩ রান।