চলতি বছরের এপ্রিল মাসে মুম্বই ক্রিকেট সংস্থার কাছে দলবদলের জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে হইচই ফেলে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। গোয়াতে যোগ দিচ্ছেন তিনি, খবর মিলেছিলো সংবাদমাধ্যম সূত্রে। “গোয়া আমায় একটা নতুন সুযোগ দিয়েছে এবং আমায় নেতৃত্বের প্রস্তাব দিয়েছে। আমার প্রথম লক্ষ্য অবশ্যই ভারতের হয়ে ভালো খেলা আর যখন দেশের হয়ে খেলা থাকবে না তখন আমি গোয়ার হয়ে খেলব এবং ওদের টুর্নামেন্টে যথাসম্ভব আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই সুযোগটা আমার সামনে এসেছে এবং আমি তা গ্রহণ করেছি। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিলো না। আজ আমি যা, তা মুম্বইয়ের জন্য। এই শহর আমায় তৈরি করেছে এবং সারা জীবন আমি এমসিএ-র কাছে কৃতজ্ঞ থাকব,” সাক্ষাৎকারে তখন জানিয়েছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। কিন্তু দলবদলের ঘোষণার দিনকয়েক পরেই অবস্থান বদলান তিনি। ফিরে আসেন মুম্বইতেই।
Read More: বাদ সঞ্জু স্যামসন, ভারতীয় টি-টোয়েন্টি দলে কামব্যাক করতে চলেছেন এই তারকা ব্যাটসম্যান !!
রোহিতের অনুরোধে মুম্বইতেই যশস্বী-

যশস্বীর (Yashasvi Jaiswal) নাটকীয় দলবদল ও প্রত্যাবর্তন ঘিরে জমেছিলো রহস্য। অবশেষে ক্রিকেটমহলের কৌতূহল নিরসন করলেন মুম্বই ক্রিকেট সংস্থার অজিঙ্কা নায়েক (Ajinkya Naik)। ভারতের ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) অঙ্গুলিহেলনেই এনওসি নেওয়ার পরও মুম্বইতেই থেকে গিয়েছেন যশস্বী, জানিয়েছেন তিনি। ‘মুম্বই মিরর’কে দেওয়া এক সাক্ষাৎকারে নায়েক বলেছেন, “কেরিয়ারের এই পর্যায়ে যশস্বীকে মুম্বইতে থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন রোহিত। উনি যশস্বীকে বুঝিয়েছিলেন যে মুম্বইয়ের মত দল যারা ৪২ বার রঞ্জি ট্রফি জিতেছে তাদের হয়ে খেলা যথেষ্ট গর্ব ও সম্মানের। মুম্বই’ই যে ওকে প্রতিভার স্বাক্ষর রাখার মঞ্চ প্রদান করেছিলো ও তাদের জন্যই যে ও ভারতের হয়ে খেলছে, তা যেন যশস্বী ভুলে না যায়, সেটাও বলেছিলেন রোহিত। এই মুম্বইয়ের ময়দানেই ও ক্রিকেট খেলা শুরু করেছিলো এবং বয়সভিত্তিক দলগুলোতে সুযোগ পেয়েছিলো।”
রোহিত ছাড়াও বেশ কয়েকজন কিংবদন্তি তারকার পরামর্শ দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), জানিয়েছেন অজিঙ্কা নায়েক। “রোহিত ও অন্যান্য বেশ কয়েকজন তারকা, যাঁরা ভারত ও মুম্বইয়ের হয়ে খেলেছেন, তাঁদের সাথে আলোচনার পর যশস্বী আমাদের ই-মেল মারফত অনুরোধ করে ওর গোয়াতে যোগদানের এনওসি’টি বাতিল করতে। আমার ওর অনুরোধ মেনে নিয়েছি,” সংযোজন তাঁর। যশস্বী (Yashasvi Jaiswal) দলবদলের সিদ্ধান্ত থেকে সরে এলেও আরেক তরুণ তুর্কি পৃথ্বী শ (Prithvi Shaw) অবশ্য সেই পথে হাঁটেন নি। ২০১৮-এর অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ফিটনেস সমস্যা ও শৃঙ্খলাজনিত কারণে গত বছর বাদ পড়েছিলেন মুম্বই দল থেকে। ভুগছিলেন অফ ফর্মের কারণেও। এবার মুম্বই থেকে এনওসি নিয়েছেন তিনি। যোগ দিয়েছেন মহারাষ্ট্র শিবিরে। সেখানেওই নতুন অধ্যায় শুরু করতে চান তিনি।
ইংল্যান্ডেও যশস্বীকে পরামর্শ রোহিতের-

২০২৩ সালে টেস্ট অভিষেক হয়েছিলো যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। রোহিত শর্মা’র সাথেই ওপেন করতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ‘মেন্টর’ হিসেবে গত দুই-আড়াই বছর তরুণ তুর্কিকে রীতিমত আগলে রেখেছেন কিংবদন্তি তারকা। রোহিত (Rohit Sharma) টেস্ট থেকে অবসর নেওয়ার পরেও সেই সম্পর্কে ফাটল ধরে নি। সম্প্রতি ওভালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের তৃতীয় দিন গ্যালারিতে হাজির ছিলেন হিটম্যান। সেখান থেকেই যশস্বীকে বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি। ২৩ বর্ষীয় তারকা সাংবাদিকদের জানান, “আমি রোহিত ভাইকে দেখে ‘হাই’ বলেছিলাম। উনি আমায় খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।” মেন্টরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন বাম হাতি ওপেনার। ওভালে অনবদ্য শতরান করেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুটা করেছিলেন লিডসে শতরান করে। শেষটাও করলেন তিন অঙ্কের মাইলস্টোন ছুঁয়েই।