Yashasvi jaiswall will replace cheteshwar pujara in wtc

কিছুদিন আগেই সমাপ্ত হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL)। তবে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে  ভারতীয় দলের পারফরমেন্স ছিল একেবারে নিম্নমানের। এমনকি, গত দুই বছর ধরে টিম ইন্ডিয়া এই ফাইনাল ম্যাচে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু ভারত এখানেও হতাশ হলো। এমনকি ২০২১ সালেও ফাইনালে প্রবেশ করেছিল টিম ইন্ডিয়া, কিন্তু নিউজিল্যান্ডকে পরাজিত করতে ব্যর্থ হয় ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া দল ভারতীয় দলের বিরুদ্ধে ৪৬৯ রান বানায় এবং জবাবে ভারতীয় দল মাত্র ২৯৬ রান বানাতেই সক্ষম হয়, আর দ্বিতীয় ইনিংসে আবার অস্ট্রেলিয়া দল ২৯০ রান বানিয়ে টিম ইন্ডিয়াকে ৪৪৪ রানের লক্ষমাত্রা দেয়। যদিও এই লক্ষমাত্রা ভেদ করতে নিতান্তই ব্যার্থ হয় টিম ইন্ডিয়া। ভারতীয় দলের সিনিওর ব্যাটসম্যান চেতস্বর পূজারাকে (Cheteshwar Pujara) নিয়ে উঠছে চর্চা। সূত্রের খবর অনুযায়ী, দল থেকে প্রায় পূজারার ক্যারিয়ারের ইতি হয়ে গিয়েছে।

Read More: WTC Final: ফাইনালের আগেই বড় ঘোষণা দিলেন রোহিত শর্মা, ODI বিশ্বকাপ খেলেই নেবেন অবসর !!

ইতি হলো পূজারার ক্যারিয়ারের

Cheteshwar Pujara,wtc
Cheteshwar Pujara | Image: Getty Images

ভারতীয় দলের হয়ে পূজারা, ১০৯ টেস্ট খেলেছেন ও ৪৩.৬১ গড়ে ৭১৯৫ রান করেছেন। তার ক্যারিয়ারে বিগত ৩ বছর খুবই খারাপ কাটছে। ৩ বছর আগে পূজারার গড় ছিল ৫০ এর কাছাকাছি। সেখান থেকে কমতে কমতে ৪৩ এ ঠেকেছে। ভারতীয় দলের হয়ে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) স্থান নিয়েছিলেন পূজারা। কিন্তু আসতে আসতে তার ক্যারিয়ারে খারাপ পারফরমেন্সের জন্য এবার তাকে ক্রিকেটকে আলবিদা ঘোষণা করতে হবে। তার জায়গা নিতে প্রস্তুত মুম্বইকার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।

কাউন্টি কিং নামে পরিচিত পূজারাকে বেশিরভাগ সময়ই ভারতের থেকে ইংল্যান্ডে দেখা যায়। ইংল্যান্ডের পরিস্থিতিকে কাবু করতে তিনি কাউন্টি টুর্নামেন্ট খেলে থাকেন। এমনকি, কাউন্টিতে এই সেঞ্চুরির পর সেঞ্চুরি করছিলেন। তবে ভারতীয় দলের হয়ে খেলে ইংল্যান্ডের মাটিতে তুলনামূলক সাফল্য নেই পূজারার। আর এই ফাইনালেও ঠিক ব্যাট হাতে ফ্লপ হলেন পূজারা। এমনকি WTC ফাইনালের প্রস্তুতি নিতে, বর্ডার গাভাস্কার ট্রফির পরেই ইংল্যান্ডে এসেছিলেন পূজারা। প্রথম ইনিংসের ১৪ রান করে এবং দ্বিতীয় ইনিংসে ২৭ রান করে পূজারা প্যাভিলিয়নে ফেলেন। এরপর থেকে তার দলে থাকা নিয়ে উঠেছে প্রশ্ন।

সুযোগ পাবেন জয়সওয়াল

Yashasvi Jaiswal, wtc
Yashasvi Jaiswal | Image: Getty Images

তার জায়গা নিতে প্রস্তুত মুম্বইকার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশ জমিয়ে ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাকে। ৮০.২ গড়ে ১৫ ম্যাচে ১৮৪৪ রান বানিয়েছেন তিনি। এমনকি তিনি বেশ অসাধারণ ফর্মেও রয়েছেন। এমনকি তিনি, আইপিএল ২০২৩ এ অসাধারণ ছন্দে ছিলেন। ১৬৪ স্ট্রাইক রেটে ১ টি শতরান সহ ৬২৫ রান করেছেন। জাতীয় দলে সুযোগ পেলে তিনিও হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার এবং ভবিষ্যতের সুপারস্টার হিসাবে তাকে ভেবেই নিয়েছেন অনেক বিশেষজ্ঞরা।

Read Also: WTC ফাইনালের আগে হলেন সম্পূর্ণ ফিট হলেন জসপ্রিত বুমরাহ , এই সিরিজে করতে চলেছেন কামব্যাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *