ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর, টিম ইন্ডিয়াকে এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। ৩রা আগস্ট থেকে দুই দলের মধ্যে এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে। প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের কাছে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া এবং পরবর্তী দুই ম্যাচে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে তাদের বিরুদ্ধে। সিরিজের শেষ ম্যাচটি ১৩ অগাস্ট অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচে টিম ইন্ডিয়া যখন ব্যাকফুটে ছিল তখন তৃতীয় ম্যাচে দলের হয়ে দায়িত্ব তুলে নেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাশাপাশি, চতুর্থ টি টোয়েন্টি ম্যাচেও টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্স ছিল অসাধারণ।
Read More: টিম ইন্ডিয়া থেকে অবসর নিচ্ছেন শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমার, BCCI-এর কারণেই নিতে হচ্ছে চরম সিদ্ধান্ত !!
দুর্দান্ত ব্যাটিং করলো টিম ইন্ডিয়া
গতকাল চতুর্থ ম্যাচের কথা বলতে গেলে, টসে জিতে প্রথমে ব্যাটিং করে ১৭৮ রান বানিয়ে ফেলে। জবাবে ব্যাটিং করতে এসে প্রথম থেকেই বেশ অসাধারণ ব্যাটিং করতে দেখা গেল শুভমান গিল (Shubman Gill) ও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। বিনা উইকেটে ১৬৫ রান বানিয়ে ফেলে এই জুটি। ১৭ ওভারে প্রয়োজনীয় ১৭৯ রান তুলে সিরিজে ২-২ ব্যাবধানে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন দুই ওপেনার, শুভমানের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৭৭ রান এবং ৫১ বলে ৮৪ রান বানিয়েছেন যশস্বী জয়সওয়াল। চতুর্থ ম্যাচে সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল। বেশ কিছু সময় ধরে ঈশান কিষান (Ishan Kishan) টি টোয়েন্টি ফরম্যাটে ফর্মের সমস্যায় ভুগছেন তো তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন জয়সওয়াল।
ছুটি হবে রোহিত শর্মার
আর গতকাল তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর জাতীয় দলে ফিরে আসা মুশকিল হয়ে গেল রোহিত শর্মার (Rohit Sharma) জন্য। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ২০২২ বিশ্বকাপের পর থেকে দলের বাইরে রয়েছেন। সামনে বিশ্বকাপের দিকে নজর রেখে ভারতীয় দলের সিনিয়র প্লেয়াররা টি টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যেকারণে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর। তবে, গতকাল জয়সওয়ালের দুর্দান্ত ইনিংসের পর রোহিতের পক্ষে আবার টি টোয়েন্টি দলে সুযোগ পাওয়াটা বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। আর ওই বিশ্বকাপে হিটম্যান রোহিত নাকি তরুণ জয়সওয়ালের উপর নির্ভর করবে সেটাই দেখার।