“আমার ভুল হয়েছে…” আবারও মুম্বাই দলের হয়ে খেলার আর্জি এই তারকা খেলোয়াড়ের, করলেন করুণ অনুরোধ !! 1

ভারতীয় দলের তরুণ তারকা ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। চলতি আইপিএলে শুরুটা তিনি ভালো না করলেও পরের দিকে ছন্দ খুঁজে পেয়েছিলেন তিনি। জয়সওয়াল চলতি আইপিএলে ১২ ম্যাচের ১২ ইনিংসে ৪৩ গড়ে এবং ১৫৪.৫৮ স্ট্রাইক রেটে ৪৭৩ রান বানিয়েছেন। ব্যাট হাতে জয়সওয়াল ছন্দ খুঁজে পেতেই হঠাৎ করে ভোল বদলে গেল তাঁর। আসলে, কিছুদিন আগেই ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কোনো কারণ ছাড়াই মুম্বই ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে আপাতত সেসব ভুলে সেই যশস্বী ফের মুম্বইয়ে খেলার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন।

মুম্বাই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জয়সওয়াল

yashasvi-jaiswal-ruled-out-of-ranji-sf, মুম্বই
Yashasvi Jaiswal | Image: Twitter

আইপিএলের মাঝেই গোয়া দলের হয়ে খেলার ও অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছিলেন জয়সওয়াল। তিনি গোয়া ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজিও হয়েছিলেন। তবে এবার গোয়া ছেড়ে মুম্বইয়ের হয়েই খেলতে চাইছেন যশস্বী। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে NOC-ও পেয়ে গিয়েছিলেন জয়সওয়াল। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি সূত্র সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছিল, “আমাদের কাছে NOC চেয়েছিলেন যশস্বী, সেটা ওকে দেওয়াও হয়েছে। গোয়া দলে যোগ দেওয়ার বিষয়টা সম্পূর্ণ ওর ব্যাক্তিগত সিদ্ধান্ত।” তবে এবার এক সূত্র দাবি জানাচ্ছে গোয়ার হয়ে খেলতে চাওয়া সেই যশস্বী নাকি আবার মুম্বাই ক্রিকেটের অঙ্গ হতে চাইছেন। তা নিয়ে তিনি মুম্বাই অ্যাসোসিয়েশনের কাছে চিঠিও দিয়েছেন।

যশস্বী মুম্বাই ছাড়ার পর জানিয়েছিলেন, “এটা আমার জন্য অত্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত। কারণ আমি আজ যেখানেই আছি তার জন্য সম্পূর্ণ অবদান মুম্বাই ক্রিকেটের। মুম্বাই শহরেই আমার বেড়ে ওঠা আর এখানেই আমার ক্যারিয়ার তৈরি হয়েছে। তাই এই মুম্বাই শহর ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে চির ঋণী থাকবো।” গোয়া যোগ নিয়ে যশস্বী আরও বলেছিলেন, “গোয়া ক্রিকেট সংস্থার তরফ থেকে আমাকে অধিনায়কত্ব করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটাও আমার কাছে নতুন চ্যালেঞ্জের। আমার প্রথম টার্গেট থাকবে দেশের জার্সিতে অবসর সময়ে গোয়ার হয়ে খেলার ও প্রদর্শন দেখানোর।

আবার মুম্বাইতে ফিরতে চান জয়সওয়াল

মুম্বই, মুম্বাই
Yashasvi Jaiswal | Image: Getty Images

তবে, সেই যশস্বী আবার গোয়া ছেড়ে মুম্বাই দলে অংশ নিতে চাইছেন। তিনি MCA-কে একটি ইমেইলও করেছেন। সূত্রের দাবি, জয়সওয়ালের পাঠানো ইমেলে লেখা রয়েছে, “আমার এনওসি প্রত্যাহারের জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আমি অনুরোধ করছি। গোয়া দলে যোগদানের পেছনে ব্যাক্তিগত কারণের থেকে বেশি পারিবারিক কারণ ছিল। আপাতত সেটা সম্ভব নয়। একটাই অনুরোধ পরের মৌসুম থেকে আমাকে মুম্বইয়ের হয়ে যেন মাঠে নামার অনুমিত দেওয়া হয়। আমি আগের এনওসি এখনও বিসিসিআই এবং গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে জমা দিইনি।

Read Also: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ পিএস‌এল, পাকিস্তান ছাড়ছেন বিদেশি তারকা ক্রিকেটাররা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *