WI vs IND

গতকাল থেকে ডোমিনিকার উইন্ডসর পার্কে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্ট সিরিজ (WI vs IND)। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে হারার পর টিম ইন্ডিয়া যে রদবদলের পথে হাঁটতে চলেছে তা পরিষ্কার হয়ে গিয়েছিলো উইন্ডিজ সিরিজের দল সামনে আসার পরেই।  প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট দলের অংশ হয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), মুকেশ কুমাররা (Mukesh Kumar)। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবদের (Umesh Yadav) মত তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দিয়েছিলো বিসিসিআই। রোহিত-বিরাটদের অভিজ্ঞতার সাথে শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের তারুণ্যের মিশেলেই সাফল্যের ফর্মূলা খুঁজতে চেয়েছিলো ভারতীয় দল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জার্সিতে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) যে অভিষেক করতে চলেছেন তা খেলার একদিন আগেই জানিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অনুশীলন ম্যাচেও যশস্বীকে সাথে নিয়েই ওপেন করতে নেমেছিলেন তিনি। সেই মত ম্যাচেও ওপেনার হিসেবেই প্রথম একাদশে স্থান পেয়েছেন তিনি। ডোমিনিকায় ৩০৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেলেন তিনি।

টিম ইন্ডিয়ার বোলাররা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জ্বলে ওঠায় মাত্র ১৫০ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ফলে প্রথম দিনেই ব্যাট হাতে নামার সৌভাগ্যও হলো মুম্বইয়ের বছর ২১-এর তরুণের। নতুন বলের বিরুদ্ধে তাঁকে যেমন সাবলীল লাগলো তাতে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন তিনি। আপাতত ৪০ রান করে অপরাজিত রয়েছেন তিনি। আজ তাঁর ব্যাট থেকে একটা বড় রানের ইনিংস কে এল রাহুলের (KL Rahul) টেস্ট কেরিয়ারে পাকাপাকিভাবে তালা লাগাতে পারে।।

Read More: অধিনায়কের দায়িত্ব পেলেন নীতিশ রানা, ক্রিকেট মাঠে ফের দেখা যাবে যুবরাজ সিং’কে !!

দাপুটে অভিষেক যশস্বী জয়সওয়ালের-

Yashasvi Jaiswal | Team India | Image: Getty Images
Yashasvi Jaiswal | Image: Getty Images

ফুচকাওয়ালার সন্তান যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) উত্থানের কাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও। আক্ষরিক অর্থেই গলি থেকে রাজপথে উঠে এসেছেন তিনি। মুম্বইয়ের যশস্বীকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে আক্ষায়িত করছেন বিশেষজ্ঞরা। ছেলেবেলায় লম্বা সময় কেটেছে দারিদ্রের সাথে লড়াই করে। মাত্র দশ বছর বয়সে উত্তরপ্রদেশ ছেড়ে এসেছিলেন মুম্বইতে। আজাদ ময়দানে যেখানে ক্রিকেট শিখতেন যশস্বী, সেই তাঁবুতেই কেটেছে তাঁর অনেকগুলো দিন। কোচ জ্বালা সিং-এর হাত ধরে ক্রিকেটের দুনিয়ায় পা ফেলেছেন, প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই সময়েই একাধিক দুরন্ত ইনিংস খেলে নজরে পড়েন। ২০২৩-এর আইপিএলে মাত্র ১৪ ম্যাচে ৬২৫ রান করে জাতীয় দলের রেডারে জায়গা করে নেন তিনি।

ভারতীয় ইনিংসের প্রথম বলে স্ট্রাইক নিয়েছিলেন যশস্বীই (Yashasvi Jaiswal)। কেমার রোচের বল পুল করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেন নি। প্রাথমিক জড়তা কাটাতে কিছু বল সময় লাগলেও খানিক পরেই পয়েন্টের উপর দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে জাত চিনিয়েছেন তিনি। অনবদ্য এক চার মেরেই টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খাতা খুললেন মুম্বইয়ের তরুণ ওপেনার। ঘরোয়া ক্রিকেটে যশস্বীর ব্যাটিং গড় ৮০.২২। টেস্টের ময়দানেও সেই ধারাবাহিক সাফল্যের আশা রাখছেন সমর্থকেরা। এরপর থেকে বেশ জমাট দেখিয়েছে মুম্বইয়ের তরুণকে। দিনের শেষ ওভারে জোসেফ ওয়রিকানকে (Josef Warrican) দৃষ্টিনন্দন রিভার্স স্যুইপও মারেন তিনি। দিনের শেষে অপরাজিত রয়েছেন ৪০ রান করে। ডোমিনিকার পিচে বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। বছর একুশের তরুণের থেকে আজ বড় ইনিংসের অপেক্ষায় ভারতীয় সমর্থকবৃন্ধ।

যশস্বীর উত্থানে অস্তাচলে রাহুলের কেরিয়ার-

Kl rahul | Yashasvi Jaiswal | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

লম্বা সময় ফর্মে নেই কে এল রাহুল (KL Rahul)। গত দশটি টেস্ট ইনিংসে তাঁর ব্যাটিং গড় মাত্র ১২.৫। শেষ অর্ধশতকের গণ্ডী পেরিয়েছেন ২০২২-এর গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। একদিনের ক্রিকেট এবং টি-২০তেও ব্যাটিং পরিসংখ্যান আশানুরূপ নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি করে অর্ধশতক করলেও সাম্প্রতিক কালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এবং একদিনের ম্যাচে ভালো খেলতে পারেন নি তিনি। এমনকি আইপিএলেও রানের দেখা পাওয়া যায় নি রাহুলের (KL Rahul) ব্যাট থেকে। মন্থর ইনিংস খেলে ক্রিকেট বিশেষজ্ঞদের রোষানলে পড়তে দেখা গিয়েছে তাঁকে।

এর মাঝে তাঁর বিড়ম্বনা বাড়িয়েছে চোট। আইপিএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হিপ ফ্লেক্সর পেশীতে চোট পান তিনি। কবে কে এল রাহুল (KL Rahul) মাঠে ফিরতে পারেন, সে সম্পর্কে এখুনি নিশ্চিত বলা যাচ্ছে না কিছু। কর্ণাটকের রাহুলের মতই মুম্বইয়ের যশস্বীও ওপেনার। ২০২২-এর পর টি-২০ ক্রিকেটে এমনিতেই রাহুলকে সুযোগ দেয় নি বিসিসিআই। উইন্ডিজের বিরুদ্ধে ইনিংসের সূচনা করতে এসে যশস্বী সফল হলে বাকি দুই ফর্ম্যাটেও বিদায়ঘন্টা বাজতে পারে রাহুলের জন্য।

Also Read: টিম ইন্ডিয়া পেয়ে গেলো জুনিয়র MSD, উইকেটের পিছনে দুর্দান্ত পারফর্ম করে কুড়োলেন তারিফ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *