গতকাল ভারতীয় দল ইংল্যান্ড এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য তাদের দল ঘোষণা করেছে ঘোষিত হওয়া দলে সুযোগ পেয়েছেন ওপেনার তারকা ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে নির্বাচকদের সঙ্গে লড়াই করে জয়সওয়ালকে দলে শামিল করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দুপুর ১২টা ৩০ মিনিটে স্কোয়াড ঘোষণা করার কথা ছিল বিসিসিআইয়ের (BCCI)। তবে প্রায় দুই ঘন্টা বাদে স্কোয়াড ঘোষণা করে ভারত। আসলে ভারতীয় দলের তরুণ তারকা যশস্বীকে নিয়েই নাকি নির্বাচকদের সঙ্গে তর্কাতর্কি চলছিল অধিনায়ক রোহিত শর্মার। জানা গিয়েছে নির্বাচকদের প্রথম পছন্দের ছিলেন না তিনি।
ওডিআই দলে সুযোগ পেয়েছেন জয়সওয়াল
যেহেতু যশস্বী (Yashasvi Jaiswal) এখনো পর্যন্ত ওডিআই ফরমেটে ভারতের হয়ে একটি ম্যাচ খেলেননি। সে কারণে তাকে ওডিআই দলে সুযোগ দিতে চাইছেন না নির্বাচকরা। ভারতীয় দলের নির্বাচকরা জয়সওয়ালকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাক আপ ওপেনার হিসাবে শামিল করেছে। এর আগেও তিনি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাকআপ ওপেনার হিসাবে দলে জায়গা বানিয়ে নিয়েছিলেন। তবে সেসময় দলে সুযোগ হয়নি জয়সওয়ালের। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ থেকে শুরু করে ভারতের জার্সিতে কোনো ম্যাচেই জয়সওয়ালকে দেখতে পাওয়া যায়নি। জয়সওয়ালের বদলে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ের ভূমিকা পালন করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
ভারতীয় দল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে তাদের যে স্কোয়াড প্রকাশ করেছে সেই স্কোয়াডের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং ভাইস ক্যাপ্টেন হলেন শুভমান গিল (Shubman Gill)। দুজনেই দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং দুজনের ওপেনিং জুটি ২০২৩ সালের প্রথম থেকে চলে আসছে, যে কারণে যশস্বী জয়সওয়ালকে ফর্মে থাকা সত্ত্বেও তাকে বাইরে বসতে হবে। ওডিআই ফরম্যাটে রোহিত বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান এবং শুভমান গিল বিশ্বের তিন নম্বর ব্যাটসম্যান, তাছাড়া তাদের জুটি আপাতত ২৫ ম্যাচে একসাথে ওপেনিং করেছেন ৭২.১৬ গড়ে ১৭৩২ রান বানিয়েছেন। তাছাড়া দুজনের মধ্যে ৫ বার শতরানের এবং ১১ বার অর্ধ-শতরানের পার্টনারশিপ হয়েছে।
একাদশে জায়গা পাবেন না যশস্বী
অন্যদিকে জয়সওয়ালের (Yashasvi Jaiswal) কথা বলতে গেলে, ২০২৪ সালের বর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ ম্যাচে একটি শতরান ও দুটি অর্ধশতাধিক রানের বিনিময়ে ৫৩.৪১ গড়ে ৩৯১ রান বানিয়েছিলেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে ভক্তদের এমনকি ওডিআই ক্রিকেটের কোনো অভিজ্ঞতা ছাড়াই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতন দলে সুযোগ দেওয়া হয়েছে।