গতদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয়লাভ করে এই মৌসুমের যাত্রা শেষ করলো রাজস্থান রয়্যালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে (CSK) ৬ উইকেট এবং ১৭ বল বাকি থাকতে পরাজিত করে রয়্যালস তাদের আইপিএল ২০২৫ মরশুমটি ইতিবাচকভাবে শেষ করেছে। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস ১৪টি ম্যাচ খেলে ফেলেছে এবং কেবলমাত্র ৪ ম্যাচে জয়লাভ করতে তারা সক্ষম হয়েছে। তবে, রাজস্থান রয়্যালস দলের স্টার খেলোয়াড় যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবারের আইপিএলে দুরন্ত ছন্দ দেখিয়েছেন।
৫৫৯ রান বানিয়ে মৌসুম শেষ করলেন জয়সওয়াল

২০২০ সালে রাজস্থান রয়্যালস দলে যোগদানকারী যশস্বী জয়সওয়াল এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৩.০০ গড়ে এবং ১৫৯.৭ স্ট্রাইক রেটে ৬টি অর্ধশত রান সহ ৫৫৯ রান বানিয়েছেন। তাছাড়া, রাজস্থানের হয়ে দ্বিতীয় সর্বাধিক রানটি এসেছে রিয়ান পরাগের ব্যাট থেকে। ব্যাট হাতে পরাগ এই মৌসুমে ৩৯৩ রান বানিয়েছেন। পরাগের থেকেও জয়সওয়াল ১৬৬ রান বেশি বানিয়েছেন। এবার ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ বয়ান দিলেন জয়সওয়াল। এবারের আইপিএলে জয়সওয়াল প্রথম কয়েকটি ম্যাচে সেভাবে ছন্দ দেখাতে না পারলেও শেষ কয়েকটি ম্যাচে ছন্দ ফিরে পান তিনি। যা ভারতীয় দলের কাছে প্লাস পয়েন্ট।
Read More: IPL 2025: মুম্বইয়ের উত্থানে ম্যাচ ফিক্সিং-এর গন্ধ পাচ্ছে ক্রিকেটমহল, শোরগোল সোশ্যাল মিডিয়ায় !!
বুধবার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রহস্যময় পোস্ট পোস্ট করেছেন, পোস্টে তিনি লেখেন, “আমাদের একসাথে যাত্রার জন্য কৃতজ্ঞ।” পাশাপশি তিনি লেখেন, “সব কিছুর জন্য ধন্যবাদ রাজস্থান রয়্যালস। আমরা যেমন মরশুম আশা করেছিলাম সেটা হয়নি। তবে আমাদের একসাথে যাত্রার জন্য কৃতজ্ঞ থাকব। পরবর্তী চ্যালেঞ্জের দিকে (ভারতের পতাকার ইমোজি) এবং ভবিষ্যতে যা কিছু আসবে তার দিকে।” জয়সওয়ালের এই বয়ানের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। ভক্তদী ধারণা জয়সওয়াল এবার তাঁর পুরানো দল রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন।
রাজস্থান ছাড়ছেন যশস্বী

২০২০-এর আগে জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ২.৪০ কোটি টাকায় দলে শামিল করেছিল রাজস্থান রয়্যালস। এক বছর পরেই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এরপর থেকে একাদশে নিয়মিতভাবে সুযোগ পান জয়সওয়াল। রাজস্থানের জার্সিতে ৬৭ ম্যাচে ২১৬৬ রান সংগ্রহ করেন। আপাতত তিনি এই ফ্রাঞ্চাইজির হয়র পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। সামনেই ভারতের রয়েছে ইংল্যান্ড সিরিজ। এই সিরিজে ব্যাটিংয়ের গুরুদায়িত্ব পালন করতে দেখা যাবে টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনারকে। বিগত দুই বছর ধরে জয়সওয়াল ভারতীয় টেস্ট দলের সবথেকে ইনফর্ম প্লেয়ার।