জাদেজা বা পরাগ নয়, আসন্ন IPL'এ রাজস্থানের ক্যাপ্টেন হচ্ছেন এই তরুণ তারকা !! 1

নেতৃত্ব বদলের সুর এখন রাজস্থান রয়্যালস শিবিরে। আইপিএলের (IPL) প্রথম চ্যাম্পিয়ন দল হলো রাজস্থান রয়্যালস। বিগত কয়েক বছর ধরে ফ্রাঞ্চাইজির পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। যে কারণে, আগামী মৌসুমে নতুন হাতে উঠতে চলেছে দায়িত্ব। রাজস্থান ছেড়ে চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাহানে-স্মিথদের পর স্যামসন এই দলকে নেতৃত্ব দিতেন। তবে, আসন্ন মৌসুমে সিএসকের জার্সিতে খেলতে দেখতে পাওয়া যাবে সঞ্জুকে। ২০২৬ আইপিএল মৌসুমের আগেই তরুণ খেলোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন আগেই নতুন প্রধান কোচের নাম ঘোষণা করেছে রাজস্থান রয়্যালস।

জাদেজার হাতে উঠছে না দায়িত্ব

Ipl
Ravindra Jadeja | Image: Twitter

আসন্ন মৌসুমে রাজস্থান রয়্যালসের নতুন ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন  যশস্বী জয়সওয়াল (Yashavsi Jaiswal)। রাজস্থানের দীর্ঘদিনের মুখ সঞ্জু স্যামসনকে চমকপ্রদভাবে ট্রেড করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আর সঞ্জুর প্রস্থানের সাথে সাথে রাজস্থানে ফিরেছে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাশাপশি, স্যাম কারানকেও কিনেছে তাঁরা। সূত্রের খবর, রাজস্থান ম্যানেজমেন্ট বহুদিন ধরেই লম্বা সময়ের একজন অধিনায়কের খোঁজে ছিল। আর তারা সেই গুনবলি পেয়েছে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মধ্যেই। জয়সওয়াল ২০২১-২৫ সালের মধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সফল ওপেনার হিসাবে প্রমান দিয়েছেন। শুধু ব্যাটিং নয় তাঁর নেতৃত্বের গুণাবলীর দিকেও নজর রেখেছিল রাজস্থান টিম ম্যানেজমেন্ট।

Read More; নিলামের আগেই এই দলের হয়ে খেলতে চান ভেঙ্কটেশ আইয়ার, করলেন বিশেষ আর্জি !!

তরুণ তারকা দেবেন দলকে নেতৃত্ব

Yashasvi jaiswal, ipl 2024, রাজস্থান
Yashasvi Jaiswal | Image: Getty Images

গত কয়েক মরশুমে দলে তার অবদান ছিল ধারাবাহিক। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ওপেনিং এবং গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচ-উইনার হয়ে ওঠার সক্ষমতা। যেভাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেকে মানিয়ে নিচ্ছেন, তাতে টিম ম্যানেজমেন্টের মন তিনি খুব সহজেই জিতে নিচ্ছেন। সূত্রের দাবি, যশস্বীর নেতৃত্বে আগামী মৌসুম থেকে মাঠে নামবে রাজস্থান। গত মৌসুমে সঞ্জু স্যামসন বেশ কয়েকটি ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তাঁর জায়গায় সেখানে রিয়ান পরাগকে (Riyan Parag) ক্যাপ্টেনসি করতে দেখতে পাওয়া গিয়েছিল। তবে, আসন্ন মৌসুমে পরাগ বা ধ্রুব জুড়েল নয় বরং যশস্বীর উপরেই আস্থা দেখাতে চাইছে রাজস্থান টিম ম্যানেজমেন্ট। গত কয়েক মৌসুম ধরে রাজস্থান রয়্যালসের হয়েই খেলেছেন জয়সওয়াল। ৬৬টি আইপিএল ম্যাচে ৩৪.৩৮ গড়ে এবং ১৫২.৮৬ স্ট্রাইক রেটে ২১৬৬ রান বানিয়েছিলেন জয়সওয়াল। নতুন নেতৃত্ব রাজস্থানের অগ্রগতি দেখার মূল বিষয় হয়ে দাঁড়াবে।

Read Also: আসন্ন আইপিএলে নয়া চমক, KKR’এর ক্যাপ্টেন হচ্ছেন রিংকু সিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *