বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC FINAL) ভারতীয় দলের পারফরমেন্স ছিল একেবারে নিম্নমানের। এরপর থেকেই দল গঠন নিয়ে চলছে নানা বিধিনিষেধ। ভারতীয় দল থেকে বাতিল হয়ে গিয়েছেন সিনিয়র প্লেয়াররা। দলে সুযোগ পেয়েছেন তরুণ প্লেয়াররা। ভারতীয় দল জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে যেখানে তাকে তিনটি ফরম্যাটের সিরিজ খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১২ জুলাই থেকে, যা শেষ হবে ২৫ জুলাই। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ যা চলবে ১লা আগস্ট পর্যন্ত। আর উইন্ডিজের বিরুদ্ধে সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) দেবেন নেতৃত্ব। আর এই সিরিজে নতুন হিটম্যান খুঁজে পেতে চলেছে টিম ইন্ডিয়া।
Read More: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১৬ সদস্যের দল থেকে রোহিত-কোহলির ছুটি, এন্ট্রি নিচ্ছেন এই অভিজ্ঞ !!
নতুন হিটম্যানের অপেক্ষায় টিম ইন্ডিয়া
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বিগত কয়েক মাস ফর্মের সমস্যায় ভুগছেন। তবে, তার শেষ কয়েক বছরের কথা বলতে গেলে তিনি ধারাবাহিক ভাবেই রান বানাচ্ছেন। এমনকি, এবছর ওডিআই ও টেস্ট ফরম্যাটে ১টি করে শতরান ও জুড়ে ফেলেছেন। তিনি, মোট ৫০ টেস্টে ৪৫.২২ গড়ে ৩৪৩৭ রান বানিয়েছেন, ২৪৩ ওডিআই ম্যাচে ৪৮.৬৪ গড়ে ৯৮২৫ রান বানিয়েছেন ও ১৪৮ টি টোয়েন্টি ম্যাচে ৩০.৮২ গড়ে ৩৮৫৩ রান করেছেন। তবে, এবার শেষ হতে পারে তার ক্যারিয়ার। আসলে, আসন্ন ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলে হয়তো বিদায় নিতে পারেন রোহিত। তবে নতুন হিটম্যানের খোঁজে থাকবে টিম ইন্ডিয়া। সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তিনি হতে পারেন পরবর্তী হিটম্যান।
জয়সওয়াল হবেন দ্বিতীয় হিটম্যান
তার জায়গা নিতে প্রস্তুত মুম্বইকার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশ জমিয়ে ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাকে। ৮০.২ গড়ে ১৫ ম্যাচে ১৮৪৪ রান বানিয়েছেন তিনি। এমনকি তিনি বেশ অসাধারণ ফর্মেও রয়েছেন। এমনকি তিনি, আইপিএল ২০২৩ এ অসাধারণ ছন্দে ছিলেন। ১৬৪ স্ট্রাইক রেটে ১ টি শতরান সহ ৬২৫ রান করেছেন। জাতীয় দলে সুযোগ পেলে তিনিও হয়ে উঠতে পারেন ম্যাচ উইনার এবং ভবিষ্যতের সুপারস্টার হিসাবে তাকে ভেবেই নিয়েছেন অনেক বিশেষজ্ঞরা। রোহিতের মতন ছক্কা মারার ক্ষমতা রয়েছে তার, যেকারণে পরবর্তী হিটম্যান তিনিই হবেন।