WI vs IND: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) পরাজয়ের শোক মিটিয়ে ভারতীয় দল পাড়ি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে প্রথমে দুটি টেস্ট দিয়ে শুরু হয়েছে তিন ফরম্যাটের সিরিজ (WI vs IND)। ইতিমধ্যে প্রথম টেস্টটি বেশ জমেও উঠেছে, বুধবার ভারতের তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) জন্য একটি ঐতিহাসিক দিন ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয় এবং প্রথম ম্যাচেই জুড়ে দিলেন শতরান। অসাধারণ ফর্মে চলতে থাকা যশস্বীকে ওপেনিং করার সুযোগ দেয় টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট এবং প্রথম ম্যাচেই করলেন কামাল।
Read More: WI vs IND: পায়ে বল লাগায় মেজাজ হারালেন রোহিত শর্মা, দিলেন অকথ্য ভাষায় গালি !!
শতরান জুড়লেন জয়সওয়াল
১৩ তম ভারতীয় এবং তৃতীয় ভারতীয় ওপেনার হিসাবে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান জুড়লেন বছর ২১ এর এই তরুণ। প্রথম দিনেই ১৫০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল আর এর পিছনে সবথেকে বড় ভূমিকা ছিল প্রমুখ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। অন্যদিকে, প্রথমদিন ভারতীয় দলের দুই ওপেনার বিনা উইকেটে ৮০ রান তুলতে সক্ষম হয়েছিল। আবার গতকাল, রোহিত ও জসস্বীর ব্যাট থেকে রানের ফোয়ারা দেখা যায়। জাসওয়াল তার অভিষেক ম্যাচেই শতরান জুড়ে দিলেন। অন্যদিকে কিছুসময় পরেই ক্যাপ্টেন রোহিত শর্মাও শতরান করেন। ২২১ বলে ১০৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত ও ৩৫০ বলে ১৪৩ রানে ব্যাটিং করছেন যশস্বী। কালকের ইনিংসের পর বেশ খুশি যশস্বী।
মস্ত বড় বয়ান দিলেন জয়সওয়াল
গতকাল ম্যাচ শেষে নিজের পরিবারকেই শতরান উৎসর্গ করলেন জয়সওয়াল। মন্তব্য করে তিনি বলেছেন, “এটি আমার কাছে এটি একটি আবেগপূর্ণ ইনিংস। ভারতীয় দলে সুযোগ পাওয়া ও খেলাটা স্বপ্নের মতন। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সমর্থন করে এসেছেন, আমার উপর টিম ম্যানেজমেন্ট কে ভরসা করার জন্য, এবং বিশেষ ধন্যবাদ রোহিত ভাইকেও, তিনি যেভাবে আমার সাথে বোঝাপড়া করছিলেন তা খুবই ভালো।” এরপর পিচ নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “পিচটি খুব ধীর, এবং সঙ্গে আউট ফিল্ডও। এখানে খুব গরম, আর কন্ডিশন খুবই চ্যালেঞ্জিং। তবে, দেশের জন্য সবকিছু মানতে হবে। এত সবকিছুর পিছনে রয়েছে আমার কঠোর পরিশ্রম, আমি শুধুমাত্র নিজেকে প্রকাশ করতে চেয়েছি। আমি পরবর্তীকালে টিম ইন্ডিয়ার হয়ে আরো ভালো করতে চাই।”
A special dedication after a special start in international cricket! 😊#TeamIndia | #WIvIND | @ybj_19 pic.twitter.com/Dsiwln3rwt
— BCCI (@BCCI) July 14, 2023