Yashasvi jaiswal is going to debut in wi vs ind test series

আজ থেকে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (WI vs IND) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। ইতিমধ্যে ইংল্যান্ড দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে শুরু করে দিয়েছে সিজন ৩-এর মোকাবিলা। তবে গত দুইবারের রানার্সআপ টিম ইন্ডিয়ার কাছে রয়েছে আবার একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে (WTC Final) পৌঁছানোর চাবিকাঠি। তবে তার জন্য প্রথমেই তাদেরকে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতে হবে। আর উইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। আর এই দুই টেস্টের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছে তরুণ দলকে। এমনকি গত ১০ বছর ধরে ভারতীয় দলে খেলতে থাকা চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) কেও বাইরের পথ দেখতে হলো। যারফলে তরুণদের কাছে নতুন সুযোগ তৈরি করে দিল প্রতিভা দেখানোর। দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ঘোষণা করে দিলেন যে, আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের একাদশ।

Read More: WI vs IND: সঙ্গী অজিঙ্কা রাহানে, টেস্ট সিরিজ শুরুর আগে নয়া অবতারে ধরা দিলেন রোহিত শর্মা !!

টসের আগেই দল প্রকাশ করলেন রোহিত

Rohit Sharma and Rahul Dravid
Rohit Sharma and Rahul Dravid | Image: Getty Images

ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে তাকে কেবলমাত্র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালেই (WTC FINAL) দেখা গিয়েছিল। তবে তার কাছে সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে তিন ফরম্যাটেই দেশের বাইরে সিরিজ জেতার, এর আগে প্রেস কনফারেন্সে রোহিত শর্মা ভারতীয় দলকে নিয়ে আলোচনা করলেন। তার কথায় জানা গিয়েছে এই টেস্ট সিরিজের জন্য দলের জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। এমনকি শুভমান গিলকেও দলে দেখা যাবে, তবে এই দুই ওপেনারকে দলে একসাথে খেলালে রোহিত শর্মাকে তার পদ ছাড়তে হতো। কিন্তু তরুণ ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill) টিম ম্যানেজমেন্টের সঙ্গে বেশ আলাপ আলোচনা করার পরেই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তিনি দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে আসতে চান। যেখানে এতদিন ধরে চেতেশ্বর পুজোরাকে দেখা গিয়েছে। যে কারণে আবার একবার ডানহাতি-বামহাতি কম্বিনেশনে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালকে দেখা যাবে।

ওপেনিং করবেন জয়সওয়াল

Yashasvi Jaiswal , wi vs ind
Yashasvi jaiswal | Image: Getty Images

এ বিষয়ে মন্তব্য করে ক্যাপ্টেন শর্মা বলেছেন, “শুভমান গিল একজন ভালো মাপের ব্যাটসম্যান, এবার থেকে ভারতীয় টেস্ট দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে চান তিনি। কোচ রাহুল দ্রাবিড়ের সাথে পরামর্শ করেছেন গিল এবং তার মতে, এই পিজিশনে তিনি দলের হয়ে বেশি পারফরম্যান্স দেখাতে পারবেন ফলে, দলের হয়ে ওপেনিং করবেন জসশ্রী জাসওয়াল।” অন্যদিকে, যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে বেশ ভালো ফর্মে রয়েছেন। ঘরোয়া ক্রিকেট এবং কিছুদিন আগে ঘটে যাওয়া আইপিএলে (IPL 2023) তিনি বেশ ফর্ম দেখিয়েছেন। এই আইপিএলে ১৪ টি ম্যাচ খেলে ৬২৫ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ছিল ১৬৩.৬১। পাশাপশি, একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিও করেছেন। তার ক্যারিয়ারের কথা বলতে গেলে, ২০১৯ সাল থেকে তিনি তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন। পাশাপাশি, এখনো পর্যন্ত যশস্বী ১৫ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান করেছেন ,৩২ টি লিস্ট এ ম্যাচে ১৫৭৮ রান করেছেন ৫৩.৯৬ গড়ে।

Read Also: WI vs IND: ৩ ব্যাটসম্যান যাদের ক্যারিশমায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতবে ভারত, ব্যাটে উঠবে রানের ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *