Yashasvi Jaiswal: বেশ জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে ভারতের জয়ের পর ব্যাট ও বল হাতে ছন্দে দেখা যায়নি ভারতীয় দলের খেলোয়াড়দের। আজ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজনের বিরতির আগে অস্ট্রেলিয়া দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন এবং কিছু ওভার বাদেই ৪৭৪ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। রান তাড়া করতে এসে, দ্রুত ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) উইকেট হারিয়ে ফেলেন। ৩ রানে প্রথম উইকেট হারান হিটম্যান।
এরপর চা পানের বিরতির আগেই শেষ বলে উইকেট হারিয়ে ফেলেন তারকা ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)। কামিন্সের বলে বোল্ড রাহুল। ২৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৫১ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। এরপর ব্যাটিংয়ে আসেন বিরাট কোহলি (Virat Kohli)। যশস্বী জয়সওয়ালের সঙ্গে কোহলির পার্টনারশিপ গড়ে ওঠে। ১৫৮ বলে ১০২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। প্রথম টেস্টেও এই জুটির মধ্যে একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। সেই ম্যাচে অবশ্য দুজনই শতরান হাঁকান।
৮২ রানে শেষ হলো জয়সওয়ালের ইনিংস
প্রথম টেস্টে ১৬১ রান বানানোর পরেই বিগত দুই টেস্টে জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ব্যাট ছিল শান্ত। তবে আজ মেলবোর্নে রানে ফিরলেন যশস্বী। অর্ধশতরান করলেন তিনি। বিরাটকে সঙ্গী করে ভারতকে জয়ের পথ দেখাতে শুরু করেন জয়সওয়াল। ১১৮ বলে ১১টি চার এবং ১টি ছক্কার বিনিময়ে ৮২ রানের ইনিংস খেলেন। আসলে, স্কট বোল্যান্ড (Scott Boland)-এর বলে বল মেরেই রান নেওয়ার ডাক দিয়েছিলেন জয়সওয়াল। কিন্তু এত কাছে বল ছিল যে বিরাট রান নেওয়ার চেষ্টা করেননি। তিনি ক্রিজই ছাড়তে চাননি। অন্যদিকে জয়সওয়াল উল্টো দিকে চলে আসেন, কামিন্স বল ধরেই উইকেট কিপার ক্যারির দিকে ছুড়ে মারেন এবং ৮৩ রান বানিয়ে আউট হন জয়সওয়াল।
Before you guys blame Kohli for Jaiswal's run out, look it was Jaiswal's call, there was no run available. pic.twitter.com/GH9w7lRGWn
— Dhruv (@Dhrxv_18) December 27, 2024