ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ, যশস্বী জয়সওয়ালকে ভর্তি করা হল হাসপাতালে !! 1

সম্প্রতি সময় একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার চোটের কারণে হাসপাতালে ভর্তি হয়ে আলোচনায় উঠে এসেছিলেন। অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় গুরুতর চোট পান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অবস্থা এতটাই গুরুতর হয়েছিল যে তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়। অন্যদিকে সাম্প্রতিক সময় দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Series) বিপক্ষে টেস্ট সিরিজে গিল ঘাড়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তাকে প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আবারও কামব্যাক করতে দেখা গেছে। এর মধ্যেই এবার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) চোট পাওয়ার খবর সামনে এসেছে।

Read More: পরিশ্রমের ফল পেলেন সরফরাজ খান, শেষ বেলায় দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল CSK !! 

হাসপাতালে ভর্তি যশস্বী-

Yashasvi Jaiswal,ind vs eng
Yashasvi Jaiswal | Image: Getty Images

বর্তমানে সৈয়দ মুশতাক আলী (Syed Mushtaq Ali Trophy) ট্রফিতে অসংখ্য তরুণ ক্রিকেটার দুরন্ত পারফর্মেন্স করে নজরে উঠে আসছেন। মঙ্গলবার এই টুর্নামেন্টে মুম্বাইয়ের হয়ে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিলেন‌ যশস্বী জয়সওয়াল। ম্যাচ চলাকালীন পেটে অসহ্য যন্ত্রণা অনুভব করেন এই তরুণ তারকা। এরপরই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র অনুযায়ী ম্যাচ শুরুর আগে থেকেই তার পেটে যন্ত্রণা হচ্ছিল।

এই অবস্থাতেই ব্যাট করতে নামেন যশস্বী। ম্যাচে ১৬ বলে ১৫ রান করেন। ব্যাট করার সময় বোঝা যাচ্ছিল তার অসস্তি হচ্ছে। ম্যাচের শেষের দিকে যশস্বীর যন্ত্রণা আরও বেড়ে গিয়েছিল। অসহ্য যন্ত্রণা শুরু হয় তাকে সঙ্গে সঙ্গে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান হয়েছে বলে খবর সামনে এসেছে। ‘অ্যাকিউট গ্যাসট্রোএনটেরাইটিস’ হয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন। বর্তমানে এই তরুণ ব্যাটসম্যানকে বিশ্রামের থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান-

জয়সওয়াল ind vs sa
Yashasvi Jaiswal | Image: Getty Images

চলতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৩ ম্যাচে ১৪৫ রান সংগ্রহ করেছেন। আইপিএলেও (IPL 2026) এই তারকা ব্যাটসম্যানকে দ্রুত ফর্মে থাকতে দেখা যায়। কিন্তু জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে জায়গা করে নিতে পারছেন না। শেষবার যশস্বী গত বছর জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। তবে তিনি আসন্ন ২০ ওভারের বিশ্বকাপে (T20 WC 2026) খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এইরকম বক্তব্য‌ই সামনে উঠে আসে।

জয়সওয়াল বলেন, “আমার স্বপ্ন হল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। বর্তমানে আমাকে নিজের খেলার প্রতি মনোযোগ দিতে হবে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।” উল্লেখ্য বর্তমানে ভারতীয় জাতীয় টি-টোয়েন্টি দলে শুভমান গিল (Shubman Gill) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma) ওপেনিং করে থাকেন। গিল এখনও পর্যন্ত দেশের জার্সিতে এই ফরম্যাটে ধারাবাহিকতা দেখাতে পারেননি। ফলে তিনি রীতিমতো সমালোচনার মুখেও পড়েছেন।

Read Also: IPL 2026: টাকার গরম LSG মালিকের, শেষমেষ মাথিশা পাথিরানাকে নিয়ে বাজিমাত করল KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *