আইপিএলে (IPL 2025) প্রতিবছর অসংখ্য তারকা ক্রিকেটে জায়গা করে নেওয়ার জন্য প্রস্তুতি নেন। এই টুর্নামেন্টে থেকে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়ে নিজেদের পরিচয় তৈরি করছেন অনেকেই। তবে এই সফলতা এবং অর্থের প্রাচুর্য অনেকেই ধরে রাখতে পারেননি। বিভিন্ন কারণে অনিয়ন্ত্রিত জীবন যাপনে জড়িয়ে পড়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এমন নজিরও রয়েছে। আইপিএলের মঞ্চে গত কয়েক বছরে যশ দয়াল (Yash Dayal) ক্রিকেট ভক্তদের মধ্যে জনপ্রিয় উঠেছেন। এবার তার বিরুদ্ধেই যৌন নির্যাতনের মামলা সামনে এসেছে। ফলে আইপিএল (IPL 2025) থেকে এই তারকা ব্যান হয়ে যেতে পারেন বলে খবর সামনে আসছে।
Read Also: Top 5: যে ৫ সিদ্ধান্ত নিয়ে বিসিসিআই সভাপতি হিসেবে তাক লাগিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী !!
যশ দয়ালের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ-

যশ দয়াল (Yash Dayal) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) অন্যতম তারকা পেসার। তার বিরুদ্ধে এবার যৌন হেনস্থা, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এই তারকা ক্রিকেটারের সঙ্গে পাঁচ বছর সম্পর্কে থাকার পর এক মহিলা এই গুরুতর অভিযোগ এনেছেন। যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে ৬৯ নং ধারায় মামলা করা হয়েছে। যার ফলে অভিযোগ প্রমাণিত হলে এই তারকা ক্রিকেটারের ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ২৭ বছর বয়সী মহিলা অভিযোগ এনে জানান যে তার সঙ্গে যশ দয়াল পাঁচ বছর ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত ছিলেন। এই এই তারকা ক্রিকেটার তার ওপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালিয়েছেন। এমনকি তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন। আইপিএল (IPL 2025) ট্রফি জয়ী এই তারকা পেসারের পরিবারের বিরুদ্ধেও মহিলা অভিযোগ জানান। যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ-নিষ্পত্তি বিভাগে পর্যন্ত অভিযোগ জানিয়েছেন।
ব্যান হতে পারেন যশ-

বিসিসিআই (BCCI) শুধুমাত্র এফআইআরের (FIR) ভিত্তিতে কোনো ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে না। তবে বিসিসিআই (BCCI) বিবেচনার ভিত্তিতে একজন ক্রিকেটারকে আইপিএলের মতো টুর্নামেন্ট থেকে ব্যান করতে পারে। ২০১৩ সালে স্পর্ট-ফিক্সিং মামলায় এফআইআরের পরেই দোষী সাব্যস্ত হওয়ার আগেই শ্রীশান্তকে (Sreesanth) নিষিদ্ধ করা হয়েছিল। বিসিসিআই মামলা সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণগুলি তারা পর্যালোচনা করে।
এরপরই একজন ক্রিকেটারকে নিষিদ্ধ করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে অভিযোগ আসার পরেই ক্রিকেট ভক্তরা তাকে ব্যান করার জন্য দাবি করছেন। বিসিসিআই (BCCI) টুর্নামেন্টের ভাবমূর্তি বজায় রাখতেও এই তারকা পেসারকে নিষিদ্ধ করতে পারে। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (RCB) দলের ভাবমূর্তিতে কালি না পড়ে তার জন্য চুক্তি বাতিল করতে পারে।