ভারতীয় ক্রিকেটের তরুণ পেসার যশ দয়াল (Yash Dayal) সম্প্রতি এমন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন, যা তার ক্রিকেট কেরিয়ারকে বড় ধাক্কা দিয়েছে। একের পর এক অভিযোগ উঠছে দয়ালের নামে। দয়ালের নামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছেন এক তরুণী। নাবালিকা ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন বড় সিদ্ধান্ত নিয়েছে। দয়ালের নামে দুটো অভিযোগেই মামলা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ঘরোয়া লিগে খেলার সুযোগ পেলেন না যশ দয়াল। এবার তাঁর ক্রিকেট ক্যারিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন।
ধর্ষণের মামলায় অভিযুক্ত যশ দয়াল

চলতি বছর উত্তরপ্রদেশ টি২০ লিগে গোরক্ষপুর লায়ন্সের হয়ে খেলার কথা ছিল যশের। কিন্তু তাঁকে এই টুর্নামেন্টে খেলতে নিষেধ করা হয়েছে। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) তাকে রাজ্যের ঘরোয়া ক্রিকেট লিগে অংশগ্রহণের অনুমতি দেয়নি। তাঁর নামে মামলা চলছে তবে যশকে এখন গ্রেফতার করা হবে না। কারণ তাঁর বিরুদ্ধে কোনও নির্দেশ আদালত দেয়নি। আপাতত তাঁর নামে মামলা না মেটা পর্যন্ত যশকে খেলতে দেওয়া হবে না। ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে, যখন স্থানীয় থানায় এক অভিভাবক অভিযোগ দায়ের করেন যে যশ দয়াল তার নাবালিকা কন্যাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং বিষয়টি দ্রুত সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি, তবে এই সংবেদনশীল ঘটনায় ইউপিসিএ কোনো ঝুঁকি নিতে চাইছে না।
Read More: ভারত-পাক ম্যাচ কোনমতেই বন্ধ করতে পারবে না ICC, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!
অনির্দিষ্টকালের জন্য ব্যান হলেন যশ দয়াল

ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “অভিযোগটি গুরুতর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা যশ দয়ালকে কোনো সরকারি প্রতিযোগিতায় খেলতে দিচ্ছি না। খেলোয়াড়দের আচরণ ক্রিকেটের ভাবমূর্তির সঙ্গে সরাসরি জড়িত, তাই বোর্ডের এই অবস্থান।” জুন মাসে গাজিয়াবাদে যশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর অভিযোগ, পাঁচ বছর ধরে তাঁর সঙ্গে সম্পর্কে ছিল, এই সময়কালে সেই তরুণীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছেন বলে তাঁর নামে অভিযোগ করেন। নির্যাতিতার অভিযোগ, দু’বছর আগে ক্রিকেট খেলার সূত্রেই তাঁর সঙ্গে যশের আলাপ হয়েছিল। সে সময় তিনি নাবালিকা ছিলেন। আইপিএলের ম্যাচ খেলতে জয়পুরে গিয়েছিলেন দয়াল আর সেখানে এক হোটেলে সেই নাবালিকাকে ডেকেছিলেন যশ, সেখানেই তাকে ধর্ষণ করেন তিনি- এমনটাই অভিযোগ নাবালিকার। এই পরিস্থিতিতে যশের কেরিয়ার নিয়েই সংশয় দেখা দিয়েছে।