yash-dayal-denies-rape-allegations
Yash Dayal | Image: Getty Images

আতসকাঁচের নীচে ক্রিকেট তারকা যশ দয়াল (Yash Dayal)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাম হাতি ফাস্ট বোলারের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের মারাত্মক অভিযোগ এনেছেন এক তরুণী। গত ১৪ জুন প্রথম গাজিয়াবাদ থানায় অভিযোগ লিপিবদ্ধ করান তিনি। পুলিশ দ্রুত ব্যবস্থা না নেওয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরেরও দ্বারস্থ হয়েছেন ঐ তরুণী। অনলাইন পোর্টান আইজিআরএস-এ (ইন্টিগ্রেটেড গ্রিভ্যান্স রিড্রেসাল সিস্টেম) ব্যবহার করে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনেছেন তিনি। ঘটনায় নড়েচড়ে বসেছে মুখ্যমন্ত্রীর দপ্তর’ও। ইতিমধ্যেই ইন্দিরাপুরমের সার্কল অফিসারকে তলব করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য গাজিয়াবাদ পুলিশ’কে ২১ জুলাইয়ের ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। ধর্ষণের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন যশ দয়াল (Yash Dayal)। বরং আর্থিক প্রতারণার অভিযোগ এনে তরুণীকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

Read More: এশিয়া কাপ নিয়ে আশার আলো, চূড়ান্ত বৈঠকে BCCI’এর উপস্থিতি নিয়ে তৈরি হলো জটিলতা !!

পাল্টা অভিযোগ করেছেন যশ দয়াল-

Yash Dayal | Image: Twitter
Yash Dayal | Image: Twitter

পুলিশ সূত্রে ঐ তরুণীর এফআইআর-এর কপি হাতে পেয়েছে সংবাদমাধ্যম। অভিযোগপত্রে তাঁর আইনজীবী জানিয়েছেন, “পাঁচ বছর ধরে অভিযোগকারিনী একজন ক্রিকেটারের সাথে সম্পর্কে ছিলেন। ঐ ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে মানসিক ও শারীরিক ভাবে শোষণ করেছেন।” এহেন অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন যশ দয়াল (Yash Dayal)। তিনি খুলদাবাদ থানায় আইনজীবী মারফত একটি পাল্টা অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন ইন্সটাগ্রামের সূত্রে প্রতাপগড়ের ঐ তরুণীর সাথে ২০২১-এ আলাপ হয় তাঁর। গত কয়েক বছরে শারীরিক অসুস্থতা, কলেজের ফি’র মত নানান অছিলায় মোট ৮ লক্ষ টাকা যশের কাছে ধার করে সে। ২০২৫-এর মে মাসে সেই টাকা শোধ করার কথা ছিলো ঐ তরুণী’র। নির্দিষ্ট সময়ে তা ফেরত চাইতেই চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি।

আট লক্ষ টাকা’র পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করতে আসার বাহানায় ল্যাপটপ, আইফোন ও অন্যান্য বেশ কিছু দামী সামগ্রী হাতিয়ে নিয়েছেন ঐ তরুণী। বকেয়া ফেরত চাইতেই তিনি নাকি হুমকি দেন যে তাঁকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন তিনি। আইনি জটিলতায় ফাঁসিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়। এমনকি ক্রিকেট তারকা ও তাঁর বাবা-মা’কে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে খুলদাবাদ থানায় দায়ের করা অভিযোগপত্রে দাবী করেছেন যশ দয়াল (Yash Dayal)। তরুণী, তাঁর তিন সঙ্গী ও আরও ৫ থেকে ১০ জনের একটি দল এভাবেই নিরীহ মানুষদের ফাঁদে ফেলে তাঁদের সাথে আর্থিক প্রতারণা করে চলেছে বলেও অভিযোগ এনেছেন যশ (Yash Dayal)। লাগাতার যে মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে, তার দরুণ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। রয়েছেন চিকিৎসকের তত্ত্বাবধানে, জানিয়েছেন ক্রিকেট তারকা।

গ্রেপ্তারি এড়াতে আদালতে যশ-

Yash Dayal | Image: Twitter
Yash Dayal | Image: Twitter

যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারা (বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস) অনুযায়ী অভিযোগ এনেছিলো পুলিশ প্রশাসন। গ্রেপ্তারি্র নির্দেশে ‘স্টে অর্ডার’ চেয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ক্রিকেট তারকা। তাঁর তরফে একটি রিট্‌ পিটিশন মারফত তাঁর আইনজীবী জানিয়েছেন যে যশের সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক হয় নি ঐ তরুণীর। “যদি ঐ তরুণীর দাবীও সত্যি হয় তাহলেও তা আদতে প্রতিশ্রুতি পূরণ করার অক্ষমতা। মোটেই মিথ্যা প্রতিশ্রুতি নয়,” যশের পক্ষে যুক্তি সাজিয়েছেন তাঁর আইনজীবী। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক রিপোর্ট দাবী করা হয়েছে যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন যশ। “পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বন্ধুত্ব গড়ে উঠেছিলো তাঁদের। অভিযোগকারিনীর জন্যই সেই সম্পর্ক নষ্ট হয়,” রিট্‌ পিটিশনে এমনটাই দাবী ক্রিকেট তারকার আইনজীবীর।

Also Read: IND vs ENG 3rd Test: মাঠ ছাড়লেন ‘আহত’ ঋষভ, লর্ডস টেস্টে আশঙ্কার কালো মেঘ ভারতীয় শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *