বেশ জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL) ম্যাচ। আপাতত ম্যাচের কথা বলতে গেলে, প্রথম ইনিংসে ৪৬৯ রানের পাহার সমান রান করে অস্ট্রেলিয়া দল। জবাবে ব্যাটিং করতে এসে ভারতীয় দল ২৯৬ রানে গুটিয়ে যায়। যেখানে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও শার্দূল ঠাকুরের (Shardul Thakur) অসাধারণ একটি অর্ধ শতরানের ইনিংস ছিল। পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে ফাইট ব্যাক করার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার কাছে। তবে, টিম ইন্ডিয়া সেভাবে প্রদর্শন দেখাতে পারলো না, সুযোগ কাজে লাগাতে ব্যার্থ হলো টিম ইন্ডিয়া এবং অজি’ দল ৮ উইকেটের বিনিময়ে ২৭০ রান বানায়।
চতুর্থ ইনিংসে ভারতকে জিততে গেলে, ভারতের প্রয়োজন ছিল ৪৪৪ রানের। এই বড় রান চেজ করতে এসে চর্চিত ভাবে আউট হলেন শুভমান গিল (Shubman Gill)। অষ্টম ওভারে বোলিং করতে আসেন স্কট বোলন্ড (Scott Boland) এবং তার প্রথম বলেই খোঁচা দেন গিল, বলটি ক্যামেরন গ্রীনের কাছে যায় এবং তিনি ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি ধরেন। তবে, বলটিতে পাওয়া উইকেট নিয়ে বেশ চর্চিত ছিল ক্রিকেট মহল। আসলে গ্রিন ঝাঁপিয়ে পড়ে বলটি ধরলেও বলটি ঠিকঠাক ভাবে তালুবদ্ধ করেননি গ্রিন। তবে, গ্রীনের আউট নিয়েও চলছে চর্চা। বলটি মাটিতে কিছুটা লেগেও ছিল। শুভমনের উইকেট নিয়ে খুশি নন সেহবাগ, ওয়াসিম জাফর ও রবি শাস্ত্রী।
গিলের আউটে খুশি নন অভিজ্ঞ ক্রিকেটাররা
শুভমনের উইকেটের পর মেজাজ হারান বিরু ও ওয়াসিম জাফর। এমনকি কমেন্ট্রি করতে থাকা রবি শাস্ত্রী (Ravi Shastri) এই উইকেট নিয়ে মন্তব্য করে বলেন, “এটা শুভমান গিল না হয়ে স্টিভ স্মিথ হলে আম্পায়ার এটাকে নট আউট দিতো।“
Third umpire watching the replay before pressing out 🤦 #WTCFinal pic.twitter.com/ZTFeGsihpC
— Wasim Jaffer (@WasimJaffer14) June 10, 2023
Third umpire while making that decision of Shubman Gill.
Inconclusive evidence. When in doubt, it’s Not Out #WTC23Final pic.twitter.com/t567cvGjub
— Virender Sehwag (@virendersehwag) June 10, 2023