WTC Final: রাত পোহালেই মহারণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। ৭ জুন থেকে ১১ জুন চলবে ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচে বাধা সৃষ্টি হলে খেলা গড়াতে পারে সোমবারের রিজার্ভ ডে’তে। দশ বছর আইসিসি ট্রফি জেতে নি ভারতীয় দল। সেই খরা কাটিয়ে এবার সাফল্যের সোনালী অক্ষরে নিজেদের নাম লিখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বেশ কিছু দিন আগে থেকেই শুরু হয়েছে অনুশীলন। কেন্টে কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) তত্ত্বাবধানে শিবির করেছিলো ভারতীয় দল। দিন দুয়েক আগে কেন্ট ছেড়ে ‘মেন ইন ব্লু’ চলে এসেছে লন্ডনে। ওভালের মাঠেই শুরু করেছে প্রস্তুতিপর্ব। ২০২১ সালেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলো ভারত। তবে সেইবার সাউদাম্পটনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮ উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো টিম ইন্ডিয়ার। এবার কাপ আর ঠোঁটের দূরত্বটা ঘোচাতে চান শুভমান (Shubman Gill), শামি’রা (Mohammed Shami)।
টেস্ট ক্রিকেটেরর মহারণের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। দল গঠনের ক্ষেত্রে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতীয় নির্বাচকদের। চোট-আঘাত সমস্যা বারবার দলকে পিছনের দিকে ঠেলে দিয়েছে। বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সুস্থ করে তোলার যাবতীয় প্রচেষ্টা বৃথা হয়েছে। আহত অবস্থায় ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) এবং শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। আইপিএল চলাকালীন দুর্ভাগ্যের শিকার হয়েছেন ওপেনার কে এল রাহুলও (KL Rahul)। প্রথমে যে দল ঘোষণা করা হয়েছিলো, তাতে ছিলেন রাহুল। কিন্তু লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি হিপ ফ্লেক্সর পেশীতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। বাধ্য হয়েই তাঁর পরিবর্ত হিসেবে ঈশান কিষণকে (Ishan Kishan) পাঠানো হয়েছে ইংল্যান্ড। নেইয়ের তালিকা দীর্ঘ হলেও সামলে নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলো ভারত। কিন্তু ফাইনালের ঠিক একদিন আগে ‘টিম ইন্ডিয়া’র চিন্তা বাড়ালেন অধিনায়ক রোহিত শর্মা (Rahit Sharma)। অনুশীলনে চোট পেলেন তিনি।
Read More: WTC Final: টেস্টের মহাযুদ্ধে এগিয়ে কোন দল? টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন নাসির হুসেন !!
রোহিতের চোটে চিন্তায় ‘টিম ইন্ডিয়া’-

ভারত অধিনায়ক আইপিএলে বিশেষ রানের মধ্যে ছিলেন না। মাত্র ২টি অর্ধশতক করেন তিনি। ১৬ ম্যাচে ২০.৭৫ গড়ে করেছেন ৩৩২ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। রানের ফেরার জন্য কঠোর প্রস্তুতিতে মগ্ন তিনি। মঙ্গলবার সকালে প্রথামাফিক নেটে ব্যাটিং অনুশীলন করতে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তখনই ঘটে ছন্দপতন। থ্রো-ডাউনের বিরুদ্ধে ব্যাটিং করার সময় বাম হাতে বুড়ো আঙুলে চোট পান তিনি। ঝুঁকি এড়াতে এরপর আর অনুশীলন চালিয়ে যান নি তিনি। সঙ্গে সঙ্গে চলে যান মাঠ ছেড়ে। পরে তাঁকে দেখা যায় আঙুলে টেপ জড়িয়ে রাখতে। তবে আশাপ্রদ খবর যে রোহিতের (Rohit Sharma) শরীরী ভাষা দেখে মনে হয় নি যে চোট গুরুতর। পরে একটি সাংবাদিক সম্মেলন করতেও দেখা গিয়েছে হিটম্যানকে। তবে একান্তই যদি তিনি খেলতে না পারেন তাহলে ভারতের অধিনায়ক হিসেবে প্রথমবার দেখা যাবে চেতেশ্বর পূজারাকে।
আগামীকালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিঃসন্দেহে টেস্টে রোহিত শর্মার (Rohit Sharma) সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। ২০২২-এর গোড়ায় বিরাট কোহলিকে সরিয়ে টেস্টের দায়িত্বভার তাঁর কাঁধে ন্যস্ত করেছিলো বিসিসিআই। দেড় বছরে মাত্র ৬টি টেস্ট ম্যাচে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তিনি। প্রতিটিই দেশের মাটিতে। বাংলাদেশে ভারত টেস্ট সিরিজ জিতলেও আঙুলের চোটের কারণেই সেই সিরিজে খেলতে পারেন নি রোহিত (Rohit Sharma)। নেতা হিসেবে দেখা গিয়েছিলো কে এল রাহুলকে (KL Rahul)। আগামীকালাএর ম্যাচটি ইংল্যান্ডে রোহিতের সপ্তম ম্যাচ হতে চলেছে। এই ওভালেই ২০২১ সালে চমৎকার একটি ১২৭ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে সেই স্মৃতি আত্মবিশ্বাস যোগাবে তাঁকে। নেতা হিসেবে এর আগে এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন তিনি। তৃতীয় সুযোগে ট্রফি ঘরে তুলতে চাইবেন রোহিত শর্মা।