wtc-final-nasser-hussain-pick-favorite

WTC Final: রাত পোহালেই ওভালে মহারণে। দক্ষিণ লন্ডনে টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার দ্বৈরথে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। সাম্প্রতিক কালে টেস্ট ক্রিকেটে দুই দলের পারফর্ম্যান্সই দুর্দান্ত। ইংল্যান্ডের পরিবেশের সাথে যারা আগে খাপ খাইয়ে নিতে পারবে, জিতবে তারাই। এমনটাই মতামত অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অজিদের এটা প্রথমবার হলেও ভারত এর আগে টেস্ট বিশ্বসেরা হওয়ার লড়াইতে মাঠে নেমেছে। ২০২১ সালে সেই অভিজ্ঞতা অবশ্য সুখের ছিলো না। তীরে এসে তরী ডুবেছিলো ভারতীয় দলের। নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)। এবার আর গতবারের ভুলচুকের পুনরাবৃত্তি চাইছে না ‘টিম ইন্ডিয়া।’ তাই হাতে যথেষ্ট সময় নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। মে মাসের শেষ সপ্তাহ থেকে কেন্টে শিবির চলেছে কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) তত্ত্বাবধানে।

ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ঋষভ পন্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কে এল রাহুলদের মত তারকারা নেই চোটের কারণে। নেইয়ের তালিকা দীর্ঘ হলেও আত্মবিশ্বাসী ভারতীয় দল। অজিদের বিপক্ষে দেশে-বিদেশে ভারতের সাম্প্রতিক ফলাফল টেস্ট ক্রিকেটে বেশ ভালো। এছাড়াও বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিলদের (Shubman Gill) ফর্ম ভরসা যোগাচ্ছে মেন ইন ব্লু’কে। অন্যদিকে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। চোট-আঘাতের সমস্যা রয়েছে তাদেরও। শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। তাঁর জায়গায় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মাইকেল নেসের। অধিনায়ক কামিন্স (Pat Cummins) ঘোষণা করেছেন প্রথম একাদশে হ্যাজেলউডের শূন্যস্থান পূরণ করবেন স্কট বোল্যান্ড (Scott Boland)। ভারতীয় ব্যাটিং-এর বিরুদ্ধে ইংল্যান্ডের পরিবেশকে কাজি লাগিয়ে স্যুইং এবং গতিতেই আস্থা রাখতে চান অজিরা। হাড্ডহাড্ডি দ্বৈরথে এগিয়ে কারা? কোন দলের শক্তি বা দুর্বলতাই বা কোনখানে? ম্যাচের আগে সব প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেন।

Read More: WTC ফাইনালে ঋষভ পন্থের অভাব অনুভব করবে ভারতীয় দল, পরিসংখ্যানই দিচ্ছে প্রমাণ !!

ভারতকেই এগিয়ে রাখছেন নাসির হুসেন-

Indian Test Team | WTC FINAL 2023 | Image: Twitter
Indian Cricket Team | Image: Twitter

টেস্ট ক্রিকেটের মহাযুদ্ধে সম্ভাব্য বিজয়ী কে? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলের অলিন্দে। আইসিসি রিভিউ’র তরফ থেকে জিজ্ঞাসা করা হয়েছিলো নাসির হুসেনকে (Nasser Hussain)। অকপটে উত্তর জানিয়েছেন তিনি। বলেন, “আমি মনে করি ভারত। ওরা অস্ট্রেলিয়ার মাটিতে দেখিয়েছে যে কোনো পরিস্থিতিতে সিরিজ জিততে ওরা সক্ষম।” কেনো অজিদের বিপক্ষে ভারতকেই এগিয়ে রাখছেন নাসির? ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানান, “যদি আবহাওয়া ভালো থাকে, রোদ ঝলমলে দিন হয়, তাহলে ভারতের জন্য সুবিধা। ওরা দলে ভারসাম্য রাখতে পারবে। ওভালে দুই স্পিনার, দুই পেসার খেলাতে পারবে। এবং তৃতীয় পেসার হিসেবে খেলতে পারে শার্দূল ঠাকুর।”

২০২১-এর ফাইনালে ‘ফেভারিট’ হিসেবেই মাঠে নেমেছিলো ভারত। কিন্তু সেই বৃষ্টীবিঘ্নিত ম্যাচে ৮ উইকেটে কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজল্যান্ডের কাছে হারতে হয়েছিলো তাদের। সেই ব্যর্থতারও ব্যাখ্যা দিয়েছেন নাসির হুসেন (Nasser Hussain)। জানান, “আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে যদি তাকান, আমার মনে হয় ভারত পরিস্থিতি বুঝতে ভুল করেছিলো। ওই ম্যাচে পাঁচদিনই কৃত্রিম আলো জ্বালাতে হয়েছিলো। আবহাওয়া খারাপ ছিলো। আকাশ পুরো ধূসর হয়েছিলো। ঐ ম্যাচে নিউজিল্যান্ড একজনও স্পিনার খেলায় নি, কিন্তু ভারত দুজন স্পিনারকে খেলিয়েছিলো। সেখানে ত্রুটি ছিলো। কারণ ঐ পরিবেশে স্যুইং, সিমের প্রাধান্য ছিলো। স্পিনের নয়।”

তবে আবহাওয়া ভালো থাকলে ওভালে জাদেজা-অশ্বিন জুটিকে খেলানোর পক্ষেই সওয়াল করেন হুসেন (Nasser Hussain)। বলেন, “ব্যাটিং গভীরতার কারণে আমি জাদেজা এবং অশ্বিনের সাথেই যাবো। লম্বা ব্যাটিং লাইন আপ থাকবে তাতে। তারপর না হয় দলের সেরা পেসাররা খেলুক।” অশ্বিন (Ravichandran Ashwin) ও জাদেজার (Ravindra Jadeja) সম্মিলিত টেস্ট শতরানের সংখ্যা ৮। সেই কথা মাথায় রেখেই এহেন মন্তব্য প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের। বোলার জাদেজারও ভক্ত তিনি, বুঝিয়েছেন নাসির হুসেন। বলেন, “আগের বার জাদেজা ইংল্যান্ডে দারুণ বল করেছিলো। একপ্রান্ত ধরে রেখেছিলো ও। পেসারদের রিভার্স স্যুইং-এর জন্য বলও ও তৈরি করে দিচ্ছিলো।”

টিম ইন্ডিয়াকে সতর্কও করেছেন নাসির-

Nasser Hussain | WTC final | image: Getty Images
Nasser Hussain | Image: Getty Images

এই ম্যাচে দল গঠনের ক্ষেত্রে আবহাওয়া ও পরিস্থিতির দিকেই ভারতকে নজর রাখার অনুরোধ জানিয়েছেন নাসির হুসেন (Nasser Hussain)। তিনি বলেন, “যদি বৃষ্টির আবহাওয়া থাকে, আকাশ মেঘলা থাকে, পিচ সবুজ হয় তাহলে আমার মনে হয় ভারতের দলের ভারসাম্যে বদল আনা উচিৎ। যেটা আগেরবার ওরা করে নি। আমি হলে ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সকালের আবহাওয়ার দিকে নজর রাখতাম। এবং দরকারে একজন কিংবদন্তীতে ছেঁটে ফেলতেও দ্বিধা করতাম না।” ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ সাক্ষাতে পেসারদের তেমন ভূমিকা ছিলো না। কিন্তু কেনিংটন ওভালে ম্যাচের ভবিতব্য লিখবে পেসই, মত নাসির হুসেনের (Nasser Hussain)। কামিন্স-স্টার্ক-বোল্যান্ড ত্রয়ীর বিরুদ্ধে মহম্মদ শামি-মহম্মদ সিরাজরা কেমন পারফর্ম করেন তা দেখার জন্যই মুখিয়ে সকলে।

জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) অবর্তমানে মহম্মদ শামি (Mohammed Shami) ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছেন বলে মত নাসির হুসেনের। বলেন, “ইংল্যান্ডে কোন লেন্থে বল করা প্রয়োজন সেটা নিয়ে মহম্মদ শামি খুব পরিশ্রম করেছে। এর আগে ওর সিম পজিশন একদম ঠিক হলেও লেন্থ একটু পেছনে থাকতো। এখন ও খানিক ফুল লেন্থে বল করছে। ফলে ব্যাটারের ব্যাটের কোণা খুঁজে পাচ্ছে। স্টাম্পে নিশানা করছে। ফলে প্রতিপক্ষের লেগ বিফোর উইকেট হওয়ার সম্ভাবনাও বেড়েছে।” পাশাপাশি অস্ট্রেলীয় অধিনায়ক কামিন্সের (Pat Cummins) তারিফ করে তিনি বলেন, “ডিউক বল হাতে কামিন্সকে বল করতে দেখা আমি খুব উপভোগ করি। ও একদম ঠিকঠাক লেন্থে বল করে।” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই ডান হাতি পেসারের যুদ্ধ উপভোগ্য হবে বলে মত তাঁর। সাক্ষাৎকারের শেষে বলেছেন, “এটা খুব ভালো একটা লড়াই হতে চলেছে। কামিন্স বনাম শামি, দুজনেই খুব উচ্চমানের বোলার।”

Read Also: WTC Final, IND vs AUS, Preview: WTC ফাইনাল জিততে মরিয়া দুই দল, ম্যাচ জিততে তৈরি এই ভয়ঙ্কর ছক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *