ওভালে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া মহারণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে মুখোমুখি দুই দেশ। গত বুধবার থেকে শুরু হয়েছে খেলা। প্রথম দিকে ম্যাচে অস্ট্রেলিয়া প্রাধান্য রাখলেও তৃতীয় দিনে ম্যাচে খানিক প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারতীয় দল। সৌজন্যে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)এবং শার্দূল ঠাকুরের হার না মানা ব্যাটিং। রাহানে ১৬ মাস পর জাতীয় দলে ফিরে ব্যাট হাতে করেন ৮৯ রান। আর শার্দূলও করেন দাপুটে ৫১। ওভালে স্যার ডন ব্র্যাডম্যান এবং অ্যালান বর্ডারের পর তৃতীয় ব্যাটার হিসেবে টানা তিন ইনিংসে অর্ধশতক করলেন শার্দুল (Shardul Thakur)। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ১৭৩ রানে পিছিয়ে শেষ করে ভারতীয় দল। জয়ের নূন্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় ইনিংসে স্মিথ (Steve Smith), ওয়ার্নারদের (David Warner) দ্রুত আউট করতে হত ভারতকে। তৃতীয় দিনের শেষে আক্রমণাত্মক ব্যাটিং করে ৪ উইকেট তুলতে সক্ষম হয়েছিলেন সিরাজ, জাদেজারা।
চতুর্থ দিনের সকালেও ভারতের কাছে কাজটা কঠিন। প্রথম সেশনেই অজিদের পুরো দলকে সাজঘরে পাঠানোর চেষ্টায় রয়েছেন বোলাররা। লাবুশেন এবং ক্যামেরন গ্রিনকে আউট করে খানিকটা লক্ষ্যে সফল হয়েছেন তাঁরা। ম্যাচ এসে পৌঁছেছে চরম উত্তেজক এক মোড়ে। ক্রিকেটের টেনশনের মধ্যে দলের মেজাজ ফুরফুরে রাখার চেষ্টায় দেখা গেলো বিরাট কোহলিকে (Virat Kohli)। শুভমান গিলের সাথে তাঁর যে বন্ধুত্বের সম্পর্ক তা তিনি আগেই জানিয়েছিলেন আইসিসি’কে দেওয়া এক ইন্টারভিউতে। আজ মাঠেও তরুণ সতীর্থের সাথে খুনসুটিতে মাততে দেখা গেলো কোহলিকে। দুই ব্যাটিং তারকার হাসিঠাট্টার ভিডিও বেশ ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।
Read More: WTC Final: দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ রবিচন্দ্রণ অশ্বিন? সমাজমাধ্যমে ভাইরাল ট্যুইট ঘিরে জোর জল্পনা !!
“ভারতীয় স্পাইডারম্যান বলে কথা…” বলছে সমাজমাধ্যম-

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টের চতুর্থ দিনের সকালে স্লিপ কর্ডনে ফিল্ডিং করতে দেখা গিয়েছিলো বিরাট কোহলি, শুভমান গিলদের (Shubman Gill)। সাধারণত দ্বিতীয় স্লিপে কোহলিকে দাঁড়াতে দেখা গিয়েছে। তৃতীয় স্লিপে দাঁড়িয়েছেন শুভমান। উত্তেজক ম্যাচে হাসির মুহূর্ত খানিক যোগ করলেন তাঁরা দুজনে। একটি বলের পর নিজের ফিল্ডিং পজিশনে ফিরছিলেন কোহলি (Virat Kohli)। আচমকাই মজার ছলে সামনে দাঁড়িয়ে থাকা শুভমানের গোপনাঙ্গের দিকে হাত বাড়িয়ে দেন তিনি। যেন তৈরিই ছিলেন শুভমান। দুর্দান্ত প্রতিবর্ত ক্রিয়া দেখিয়ে হাত দিয়ে ঢেকে ফেলেন ‘প্রাইভেট পার্ট।’ কোহলি ও শুভমানের এই মস্করা দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।
দিনকয়েক আগে মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স’। এই চলচ্চিত্রে ভারতীয় স্পাইডারম্যান পবিত্র প্রভাকরের চরিত্রে কন্ঠ দিয়েছেন শুভমান গিল। আজ কোহলির অতর্কিত হামলায় যেভাবে দ্রুত প্রতিবর্ত ক্রিয়া দেখালেন তিনি, তাতে নেটিজেনরা বলছেন, “শুভমান আসল জীবনে স্পাইডারম্যানের থেকে কিসে কম?” অনেকেই মজা করে লিখেছেন, “শুভমানের পরের প্রজন্ম সুরক্ষিত রইলো।” ‘সারা’কে শুভেচ্ছা’ লিখেছেন আরেকজন। অনেকে আবার বিরাট কোহলিকে ট্রল করে লেখেন, “অনুষ্কা দেখলে কি বলবে?”, “দিল্লীর লন্ডা বড়ই অশ্লীল।”
দেখুন ট্যুইটার চিত্র-
Maha harkati insaan hai 😂
— 𝑴𝒐𝒈𝒆𝒎𝒎𝒃𝒐 (@Mogemmbo) June 10, 2023
Broo was preparing for it since a long time 😭😭😭
— Armaan Khan (@ArmaanK914) June 10, 2023
Gill defending when it mattered most
— 𝐒𝐡𝐫𝐞𝐲𝐚𝐬𝐌𝐒𝐃𝐢𝐚𝐧™ (@Itzshreyas07) June 10, 2023
The boys 🤣😂
— vijay,vijay anna ❤️🔥 (@svijay063099) June 10, 2023
Anushka now 😷😷😷 pic.twitter.com/hvYcgbECkq
— ℍ𝕒𝕣𝕚𝕤 𝔇𝔞𝔯𝔨𝔇𝔢𝔳𝔦𝔩 🎭 (@Always_Haris) June 10, 2023
Anushka husband ko sambhal… 😅
— 🅰🅽🆂🅷🆄🅼🅰🅽 🏳️ 🚩 (@Bayern_Madrid14) June 10, 2023
Shubham ka Pavitr Prabhakar moment.
👀🤌— Luvraj S 🌐 (@Luviraj) June 10, 2023
Every friend do this 😂😂
— Muzzammil Shaikh مزمل شيخ (@Muzzammil_25) June 10, 2023
Babar Azam ke sath aisa nahi karna chahiye tha 😂
— Naveen (@_naveenish) June 10, 2023
He’s literally me
— Yash (@Ultrastravage) June 10, 2023
Kohli checking Shubham Gill’s balls!
— Ankur Gautam (@AnkurGa79689647) June 10, 2023
Also Read: WTC Final 2023: শুভমানকে ধোঁকা দিয়ে এই ব্যক্তির সঙ্গে লন্ডনে রাত কাটালেন সারা, সোশ্যাল মিডিয়ায় ফাঁস ছবি !!