আর অপেক্ষা মাত্র কিছুক্ষণের। তারপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC ) ফাইনালে মুখোমুখি দ্বৈরথে দেখা যাবে ভারত এবং অস্ট্রেলিয়াকে। লাল বলের লড়াইয়ের জন্য প্রস্তুত ইংল্যান্ডের কেনিংটন ওভাল। প্রস্তুত সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী জনতাও। ২০২১ সালে ইংল্যান্ডের সাদাম্পটনের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিলো ‘টিম ইন্ডিয়া’কে। কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো বিরাট কোহলি বাহিনীর। আজ সেই ইংল্যান্ডের মাটিতেই দ্বিতীয় সুযোগ পাবে ‘মেন ইন ব্লু?’ উত্তরের আশায় ভারতীয় সমর্থকেরা। অপরপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এটাই অস্ট্রেলিয়ার প্রথমবার। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সফলতম দলের ঝুলিতে টেস্টের বিশ্বখেতাব নেই এখনও। তাই অধরা মাধুরীর লক্ষ্যে মরণপণ লড়াই চালাবে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। জমজমাট লড়াই দেখা যেতে পারে ওভালের বাইশ গজে।
টেস্টের সর্বোচ্চ খেতাব জয়ের লক্ষ্যে জোরদার প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। মে মাসের শেষ সপ্তাহ থেকেই কেন্টে চলেছে প্রস্তুতি শিবির। আইপিএল-এর দুনিয়া ছেড়ে একে একে শিবিরে যোগ দিয়েছেন বিরাট কোহলি (Viart Kohli), রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin), রোহিত শর্মার (Rohit Sharma) মত তারকারা। দুই বছর আগে ভারতের যে দল খালি হাতে দেশে ফিরেছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে,তার সদস্য ছিলেন কোহলি, রোহিতরা। আজ সেই যন্ত্রণার স্মৃতি ভোলার লড়াই তাঁদেরও। চোট-আঘাত সমস্যায় ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলদের মত তারকাদের পাচ্ছে না ভারত। কিন্তু তা সত্ত্বেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা। ভারতীয় ক্রিকেটের মুখ বিরাট কোহলির ব্যাটে রানের আশায় রয়েছেন অনুরাগীরা। আর বিরাট নিজে আস্থা রাখছেন দলের তরুণ সদস্য শুভমান গিলের (Shubman Gill) ওপর। আইসিসি’কে দেওয়া সাক্ষাৎকারে পাঞ্জাবের ২৩ বর্ষীয় ওপেনারকে প্রশংসায় ভরান তিনি।
Read More: WTC FINAL: WTC ফাইনালের জন্য ভারতীয় একাদশ বেছে নিলেন আকাশ চোপড়া, দিলেন এই স্টার প্লেয়ারকে বাদ !!
বিশ্বক্রিকেটকে চমকে দিয়েছেন শুভমান গিল-
নবতম তারা হিসেবে ভারতীয় ক্রিকেটের আকাশে জায়গা করে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। পাঞ্জাবের বছর ২৩-এর ওপেনারের ব্যাটের জাদুতে মুগ্ধ আট থেকে আশি। এর মধ্যেই তাঁকে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মত সর্বকালের সেরাদের পাশে বসাতে উঠেপড়ে লেগেছেন অনেকেই। একের পর এক রেকর্ড গড়ছেন শুভমান (Shubman Gill)। গত বছর উইন্ডিজ সফর থেকে ধারাবাহিক রানের মধ্যে রয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন প্রথম টেস্ট শতক। এরপর শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের খেলায় জাত চেনান তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে শতরান করেছিলেন তিনি। এর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে শতরানের পাশাপাশি করেন দ্বিশতরানও।
চলতি বছরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিলো শুভমান গিলের (Shubman Gill)। প্রথম কিছু ম্যাচে রান না এলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ৬৩ বলে ১২৬* রান করে নিন্দুকদের মুখ বন্ধ করে দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তিনিই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও শতক স্পর্শ করে শুভমানের (Shubman Gill) ব্যাট। আইপিএলে নিজের আগুনে ফর্ম ধরে রেখে ৮৯০ রান করেন তিনি। করেন তিনটি শতরান। জেতেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি। গাওস্কর (Sunil Gavaskar), তেন্ডুলকর (Sachin Tendulkar), কোহলির (Virat Kohli) পর ব্যাট হাতে বিশ্ব শাসন করার মত আরও একজনকে ভারত পেয়ে গেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
WTC ফাইনালের আগে শুভমানের প্রশংসায় কোহলি-
আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, যখনই শুভমান গিল (Shubman Gill) কোনো বড় রানের ইনিংস খেলেন নিঃসন্দেহে তাঁর তুলনা এসে পড়ে বিরাট কোহলির সঙ্গে। গত দশ-বারো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র রূপে উজ্জ্বল হয়ে রয়েছেন কোহলি (Virat Kohli)। তিন ফর্ম্যাটেই তাঁর মত দাপটের সঙ্গে খেলতে কাউকেই আর দেখা যায় নি। ৭৫টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। রয়েছে ২৫০০০ এর বেশী আন্তর্জাতিক রান। টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশী রানের মালিক কোহলি (Virat Kohli)। একদিনের ক্রিকেটেও জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়। এখনও বিরাটের (Virat Kohli) ব্যাটেই জয়ের সন্ধান করতে দেখা যায় আবালবৃদ্ধবনিতাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) আগে আইসিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কিং কোহলি’ মুখ খুলেছেন দলের তরুণ সতীর্থ শুভমানের (Shubman Gill) ব্যাপারে। ক্রিকেটবোদ্ধাদের পাশাপাশি নিজের ব্যাটিং দিয়ে পাঞ্জাব তনয় যে কোহলির মনও জিতে নিয়েছেন, তা সাফ বোঝা যায় কোহলির কথা শুনলেই।
“ও (শুভমান গিল) আমার সাথে প্রায়ই কথাবার্তা বলে ক্রিকেট নিয়ে। ওর শেখার আগ্রহ দারুণ এবং এই বয়সেই দক্ষতাও অসামান্য। আন্তর্জাতিক স্তরে পারফর্ম করার জন্য যে ধৈর্য্য, অধ্যবসায়, আত্মবিশ্বাস লাগে তা রয়েছে ওর। আমাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক আর তার ভিত্তি হলো একে অন্যের প্রতি সম্ভ্রম।” তরুণ সতীর্থ সম্পর্কে মন্তব্য কোহলির (Virat Kohli)। তিনি আরও বলেন, “আমি চাই ওকে সাহায্য করতে, যাত্র ও নিজের সক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে। তাতে ভারতীয় ক্রিকেটেরই দীর্ঘমেয়াদী লাভ।” শুভমানের (Shubman Gill)মানসিকতার তারিফ করে কোহলির প্রতিক্রিয়া, “যতক্ষণ পর্যন্ত ওর শেখার আগ্রহটা বেঁচে থাকবে, ওর কোনো সমস্যা হবে না। কারণ ও চায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে।” ‘রাজা’ কোহলির উত্তরাধিকারী হিসেবে ‘রাজপুত্র’ শুভমানকে (Shubman Gill) দেখছে ক্রিকেটজনতা। এই প্রসঙ্গে বিরাট জানান, “রাজা বা রাজপুত্র এই কথাগুলো সমর্থকদের জন্য ঠিক আছে। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব তরুণদের সাহায্য করা।” শুভমানকে সাক্ষাৎকারের শেষে কোহলির (Virat Kohli) বার্তা, “ও খুবই ভালো ছেলে। এখন খুব ভালো খেলছে। আমি চাইবো এই টেস্টেও ও ভালো খেলবে।”
Also Read: WTC FINAL: WTC ফাইনালের জন্য ভারতীয় একাদশ বেছে নিলেন আকাশ চোপড়া, দিলেন এই স্টার প্লেয়ারকে বাদ !!