WTC Final: অপেক্ষার প্রহর প্রায় শেষের পথে। ইংল্যান্ডের কেনিংটন ওভাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। লড়াই টেস্ট ক্রিকেটে বিশ্বসেরার (WTC) তকমা নিজেদের নামে করার জন্য। আগামী ৭ জুন থেকে ১১ জুন নিজেদের সবটুকু ওভালের বাইশ গজে সমর্পণ করতে মরিয়া ভারতীয় ক্রিকেটাররা। আইপিএলের আবহ থেকে বেরিয়ে তড়িঘড়ি ইংল্যান্ডে পৌঁছেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। শুরু করে দিয়েছেন অনুশীলন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অভিজ্ঞতা ভারতের কাছে নতুন নয়। এর আগেও ২০২১ সালে টেস্টের মহারণে মাঠে নেমেছিলো ‘টিম ইন্ডিয়া।’ কিন্তু সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই যাত্রা শেষ হয়েছিলো তাদের। পুরনো গ্লানিকে পিছনে ফেলে জয়ের রাস্তা খুঁজতে মরিয়া ‘মেন ইন ব্লু।’
ফাইনালে নামার আগে চোট-আঘাতের সমস্যায় ভুগছে ভারতীয় দল। দলের নিয়মিত সদস্যদের মধ্যে জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার নেই পিঠের চোটের কারণে। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় বাইরে ঋষভ পন্থও (Rishabh Pant)। আইপিএল চলাকালীন হিপ ফ্লেক্সরে চোট পেয়ে ছিটকে গিয়েছেন কে এল রাহুল। হাজারো নেইয়ের মধ্যেও ভারতীয় শিবিরে আশা জাগাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের সাম্প্রতিক ফর্ম। ২০১৭ সাল থেকে ‘ব্যাগি গ্রিন’ বাহিনীর বিপক্ষে একটি টেস্ট সিরিজও হারে নি ‘টিম ইন্ডিয়া।’ ওভালের দ্বৈরথের আগে শেষ মুহূর্তে নিজেদের অস্ত্রে শান দিয়ে নিচ্ছেন কোহলি, শুভমান গিল’রা। নিবিড় অনুশীলনে মগ্ন রাহানে, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মারাও। তবে ফাইনালের ঠিক দুই দিন আগে অনুশীলনেই ঘটে গেলো বিপর্যয়। টেস্ট অভিষেকের আগেই চোটের কবলে পড়ে অনিশ্চত হয়ে পড়লেন ঈশান কিষণ (Ishan Kishan)।
Read More: WTC Final 2023: বিরাটের শ্রেষ্ঠত্ব এবার মানতে হল শত্রু দেশকেও, ‘কিং’-কে সেরার সেরা তকমা দিলেন এই পাক কিংবদন্তি !!
উইকেটরক্ষক নিয়ে দ্বিধায় ভারতীয় দল-
ঋষভ পন্থ না থাকায় ভারতীয় দলের উইকেটরক্ষক কে হবেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন। অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) কেবল বয়সের দোহাই দিয়ে বাতিল করেছেন কোচ রাহুল দ্রাবিড়। তাঁর পছন্দ কোনা শ্রীকার ভরত (KS Bharat)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু গ্লাভস হাতে ভরসা দিতে পারেন নি। বেশ কিছু সহজ ক্যাচ ফস্কেছিলেন তিনি। ব্যাট হাতেও পন্থের অভাব ঢাকতে পারেন নি তিনি। তবুও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ঘোষিত দলে তাঁকে রাখা হয়। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ভাবা হয়েছিলো কে এল রাহুলকে (KL Rahul)। কিন্তু আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে তিনি চোট পান। ফলে বাধ্য হয়েই রাহুলকে বাদ দিয়ে বিকল্প উইকেটরক্ষক নিতে হয় ভারতকে। দলে সুযোগ পান ঈশান কিষণ (Ishan Kishan)।
দেশের মাঠে ভরতের দস্তানা হাতে ধারাবাহিকতার অভাব, এবং ঈশানের (Ishan Kishan) মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তোলার দক্ষতার কথা মাথায় রেখে ঝাড়খণ্ডের বছর ২৪-এর তরুণকে মাঠে নামানোর পক্ষে সওয়াল করেছিলেন মহম্মদ কাইফের (Mohammad Kaif) মত অনেক প্রাক্তনী। তবে ঈশান (Ishan Kishan) ভারতীয় দলের হয়ে টি-২০ এবং একদিনের ক্রিকেটে খেললেও টেস্ট ম্যাচ কখনও খেলেন নি। এর আগে অস্ট্রেলিয়া সিরিজে তিনি দলে থাকলেও মাঠে নামার সুযোগ পান নি। ছিলেন অতিরিক্তের তালিকায়। ইংল্যান্ডের স্যুইং সমৃদ্ধ্ব পরিবেশে দস্তানা হাতে তিনি কতটা কার্যকরী হবেন সে নিয়ে রয়েছে সংশয়। তাই আদৌ তাঁকে শুরুতেই এই কঠিন পরীক্ষায় নামানো যুক্তিসঙ্গত কিনা সেই প্রশ্নও তুলেছিলেন অনেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে চারটি টেস্ট খেলা ভরতকেই এগিয়ে রাখছেন তাঁরা। ঋষভের (Rishabh Pant) অনুপস্থিতিতে উইকেটরক্ষক বাছতে যে কালঘাম ছুটছে দলের তা বোঝা যাচ্ছে ভালোমতই।
চোটের কবলে ঈশান কিষণ-
ঈশান কিষণের টেস্ট অভিষেকের সম্ভাবনা আপাতত বিশ বাঁও জলে। কেন্টের অনুশীলন শিবির থেকে লন্ডনের ওভালে পা রেখেছেন ভারতীয় দল। ফাইনালের মঞ্চেই চলছে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেওয়ার লড়াই। সেখানেই ব্যাট করার সময় আজ চোট পেলেন ঈশান কিষণ (Ishan Kishan)। লাফিয়ে ওঠা বল সরাসরি আঘাত করে তাঁর হাতে। যন্ত্রণার অভিব্যক্তি স্পষ্ট ফুটে ওঠে তাঁর মুখে চোখে। এর পর হাতে ব্যান্ডেজ লাগিয়ে চলাফেরা করতে দেখা গিয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে। খানিক পরে ব্যথাকে জয় করে ঈশান (Ishan Kishan) আবার অনুশীলনে ফিরলেও তিনি আদৌ বুধবারের ফাইনালে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।