WTC Final: আজ থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল। ২০২১ থেকে ২০২৩, দুই বছর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে শ্রেষ্ঠত্ব অর্জন করা দুই দল আজ ইংল্যান্ডের কেনিংটন ওভালে মুখোমুখি সেরার সেরা হওয়ার যুদ্ধে। অস্ট্রেলিয়ার মহড়া নিতে মাঠে নেমেছে ভারত। এর আগে ২০২১ সালে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই খালি হাতে ফিরতে হয়েছিলো বিরাট কোহলিদের। সাউদাম্পটনের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হয়েছিলো ভারতকে। বৃষ্টিবিঘ্নিত সেই ফাইনালের স্মৃতি দূরে সরিয়ে রেখে আজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ‘টিম ইন্ডিয়া।’ তাদের প্রতিপক্ষ অজিরা অবশ্য এই প্রথম পৌঁছেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আন্তর্জাতিক ক্রিকেটে সফলতম ‘ব্যাগি গ্রিন’ বাহিনী নিজেদের মুকুটে নতুন পালক যুক্ত করার চেষ্টায় থাকবে।
চোট-আঘাতের সমস্যার কারণে একাধিক তারকা ক্রিকেটারকে পায় নি ভারতীয় দল। তাই শেষমেশ কারা জায়গা করে নেয় প্রথম এগারোতে সেই নিয়ে ছিলো জল্পনা। শেষমেশ চার সিমার সাথে নিয়ে মাঠে নেমেছে ‘টিম ইন্ডিয়া।’ গতবারের ফাইনালের দুই স্পিনার খেলোনার স্ট্র্যাটেজির গলদ মাথায় রেখে অশ্বিনকে বাইরে রেখেছেন রাহুল দ্রাবিড়। শামি, সিরাজ, উমেশ যাদবের সাথে জুড়ে দিয়েছেন শার্দূল ঠাকুরকে। ঋষভ পন্থের বদলি হিসেবে স্টাম্পের পিছনে দস্তানা হাতে খেলছেন শ্রীকার ভরত। চোটের জন্য হ্যাজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ফলত স্টার্ক, কামিন্সের সাথে তাদের দলে যুক্ত করা হয়েছে স্কট বোল্যান্ডকে। টসে জিতে প্রথমে বোলিং নিয়েছে ভারত। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত চলার সময় দেখা গেলো এক অভাবনীয় দৃশ্য। দুই দলের ক্রিকেটাররাই মাঠে নেমেছেন হাতে কালো ব্যান্ড বেঁধে।
Read More: WTC Final 2023: ফাইনাল ম্যাচে এই খেলোয়াড়কে বাইরের পথ দেখালেন রোহিত, ক্রিকেট কেরিয়ারে লাগল তালা !!
বালেশ্বর দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে হাতে কালো ব্যান্ড দুই দলের-
গত শুক্রবার এক ভয়াবহ দুর্ঘটনার খবর জেনে শিউরে উঠেছিলেন ভারতবাসী। ওড়িশার বালেশ্বরের কাছে একসাথে দুর্ঘটনার মুখে পড়ে তিনটি ট্রেন। সংঘর্ষহয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, হাওড়াগামী জ্ঞানবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রচুর প্রাণনাশের ঘটনা ঘটে। সরকারী হিসেবে মারা গিয়েছেন প্রায় ২৮৮ জন। ১০০০ জনের ওপর আহত। তাঁদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। দীর্ঘসময় ধরে চলে উদ্ধারকাজ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও। স্বাধীন ভারতের ইতিহাসে একইসাথে তিনটি ট্রেনের দুর্ঘটনায় জড়িয়ে পড়ার ঘটনা এর আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউই।
দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি আগেই সমবেদনা জানিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছিলেন রোহিত শর্মা , বিরাট কোহলিরা। আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরুর আগে এই দুর্ঘটনায় আক্রন্তদের সম্মান জানিয়ে কালো ব্যান্ড পরে মাঠে নামেন তাঁরা। সম্মানজ্ঞাপনে যোগ দেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথরাও। তাঁদের হাতেও দেখা গিয়েছে কালো ব্যান্ড।