WTC Final 2023: ভারতকে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে দিল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতল ২০৯ রানের বিশাল ব্যবধানে। এর ফলে অস্ট্রেলিয়া প্রথম দল হিসেবে আইসিসির সব ট্রফি জিতে নিল।
একই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের মুখে পড়েছে ভারত। এই পরাজয়ের মধ্য দিয়ে ভারতের আইসিসি ট্রফি হারের ধারা অটুট রাখল। টিম ইন্ডিয়া গত ১০ বছরে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। ২১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল।
প্রথম ইনিংসেই অজিরা বড় লিড নেয়
এই ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রানের বড় স্কোর করে। ট্র্যাভিস হেড ১৬৩ এবং স্টিভ স্মিথ ১২১ রান করেন। জবাবে ভারতীয় দল মাত্র ২৯৬ রান তুলতে সক্ষম হয়। অজিঙ্কা রাহানের ৮৯, শার্দুল ঠাকুরের ৫১ এবং রবীন্দ্র জাদেজার ৪৮ রান ভারতীয় দলকে ফলোঅন থেকে বাঁচায়। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে আট উইকেটে ২৭০ রান করে। অ্যালেক্স ক্যারি অপরাজিত ৬৬ রান করেন। প্যাট কামিন্স ও মার্নাস লাবুশেন ৪১ রান করে করেন।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিরাট-রোহিতরা
ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতের সামনে ৪৪৪ রানের লক্ষ্য ছিল। জবাবে ভারতীয় দল গুটিয়ে যায় ২৩৪ রানে। সর্বোচ্চ ৪৯ রান করেন বিরাট কোহলি। অজিঙ্কা রাহানে ৪৬ ও রোহিত ৪৩ রান করেন। এর ফলে টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচে ২০৯ রানে হারে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক চার উইকেট, প্যাট কামিন্স চার উইকেট, স্কট বোল্যান্ড পাঁচ উইকেট, ক্যামেরন গ্রিন দুটি ও নাথান লিয়ন পাঁচ উইকেট নেন। একই সময়ে ভারতের হয়ে মোহাম্মদ শামি চারটি, মোহাম্মদ সিরাজ পাঁচটি, উমেশ যাদব দুটি, শার্দুল ঠাকুর দুটি এবং রবীন্দ্র জাদেজা চারটি উইকেট নেন।
ম্যাচ জিতে কী বললেন প্যাট কামিন্স
ভারতকে এই বড় ম্যাচে পরাস্ত করে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, “আমরা জানতাম আমরা ভালো বোলিং করবো। তবে যেভাবে ব্যাটিং হয়েছে তা অসাধারণ। স্মিথ ও ট্রাভিসের জুটিটা দুর্দান্ত ছিল। হেডের কথা বলতেই হবে। আগের অ্যাসেজেই ও বুঝিয়ে দিয়েছিল টেস্ট দলের জন্য ও কতটা গুরুত্বপূর্ণ। ও বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেয়। স্মিথের কথা আর আলাদা করে বলবো। সবাই জানে ব্যাট হাতে ও কতটা ভয়ঙ্কর। বোল্যান্ড বল হাতে কামাল করে দিয়েছে। যখনই প্রয়োজন পড়েছে ও উইকেট তুলে নিয়েছে। এক কথায় এই ম্যাচে গোটা দল দুর্দান্ত খেলেছে।”