WTC Final 2023: যা আশঙ্কা করা হয়েছিল সেটাই হল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ফের ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর নকআউট ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স উন্নতির নামই নিচ্ছে না। কখনও ব্যাটসম্যানরা ব্যর্থ, কখনও বোলাররা। বুধবার থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বোলাররা প্রথমে প্রচুর রান দিলেন। পরে ব্যাট করতে নেমে দলের চার গুরুত্বপূর্ণ টপ অর্ডার ব্যাটসম্যান ক্রিজে এসে কিছুক্ষণ সময় কাটানোর পরই প্যাভিলিয়নে ফিরে যান।
ইংল্যান্ডের কেনিংটন ওভাল গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দল প্রথম ইনিংসে ৪৬৯ রান করে। টিম ইন্ডিয়ার সব বোলারই প্রচুর রান দেন। বোলারদের পারফরম্যান্স ধামাচাপা দেওয়ার দায়িত্ব ছিল টপ অর্ডার ব্যাটসম্যানদের ওপর। কিন্তু তারা নিজেরাই পড়ে যায় সমস্যার মধ্যে। যে পিচে স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড সেঞ্চুরি করেছিলেন, সেই পিচ ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানরা একের পর এক ফ্লপ করলেন। দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১৫১। অজিদের থেকে তারা এখনও ৩১৮ রানে পিছিয়ে।
কুড়ি ওভারের মধ্যেই টিম ইন্ডিয়ার চার উইকেট পড়ে যায়
বৃহস্পতিবার (৮ জুন) ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ভারতীয় ক্রিকেটের যুবরাজ বলা হয় শুভমান গিলকে। তাকে নিয়ে ওপেন করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা। তবে সাত ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন দু’জনই। এরপর ভারতের ইনিংস সামলানোর দায়িত্ব পড়ে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ঘাড়ে। কিছু সময় ধরে এই দু’জন ইনিংস এগিয়ে নিয়ে গেলেও দু’জনেই সাজঘরের দিকে পা বাড়ান। টিম ইন্ডিয়া ১৮.২ ওভারে চার উইকেট হারিয়ে ফেলে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে উইকেটের সামনে এলবিডব্লিউ হন রোহিত। তিনি ২৬ বলে মাত্র ১৫ রান করতে পারেন। শুভমান বল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু বোল্যান্ডের বল প্রত্যাশার চেয়ে বেশি সুইং করে উইকেটে আঘাত করে। শুভমান ১৫ বলে ১৩ রান করেন। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি তার ইনিংস শুরু করেছিলেন ভালো। তবে মিচেল স্টার্কের আচমকা বাউন্স কোহলির বুড়ো আঙুলে আঘাত করে স্লিপে চলে যায়। পুজারা প্রথম ইনিংসে কাউন্টির ফর্ম ধরে রাখতে পারেননি। ক্যামেরন গ্রিনের একটি বল সুইং করে উইকেটে উড়িয়ে দেয়। ২৫ বলে ১৪ রান করেন পূজারা।
Leave a comment