WTC Final 2023: আগামী ৭ই জুন থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি হবে ইংল্যান্ডের বিখ্যাত ওভালের মাঠে। দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। আর এবার ট্রফি জয়ের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার দল। বড় ম্যাচে দুই শিবিরই চাইছে নিজের সেরাটা দিতে। কারণ, এই ম্যাচটা জিততে পারলে আইসিসি ট্রফি ঘরে তুলবে জয়ী দল।
ঋষভ পন্থ ভারতীয় টেস্ট দলের নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কিন্তু গত বছরের শেষের দিকে একটি গাড়ি দুর্ঘটনা তাকে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেয়। তবে শুধু পন্থ নন, এই ফাইনাল ম্যাচে জসপ্রিত বুমরাহ, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটারদের চোটের কারণে পাবে না টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে নামার আগে এগুলি অবশ্যই বড় ধাক্কা। তাই দেখে নেওয়া যাক এই ভারতীয় দলে এমন কোন তিনজন ক্রিকেটার রয়েছেন যারা ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে উঠে আসবেন।
বিরাট কোহলি
কোন সন্দেহ নেই এই তালিকায় সব থেকে বড় নাম অবশ্যই বিরাট কোহলি। কোহলি এমন একজন ক্রিকেটার যিনি যে কোন পরিস্থিতি ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। বিশ্বের যে কোন প্রান্তে বড় রান করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নাম হয়ে উঠেছেন শুভমান গিল। অনেকেই বলছেন এই ফাইনাল ম্যাচে অনেক কিছুই নির্ভর করছে তার ব্যাটের ওপর। তবে সত্যি হল, ইংল্যান্ডের সুইং ভরা পিচে বিরাটই হয়ে উঠতে চলেছেন ভারতের ত্রাতা। সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত ছন্দে ছন্দে ছিলেন বিরাট। তার দল আরসিবি শেষ চারে উঠতে না পারলেও, কিং কোহলির ব্যাট থেকে এসেছে দুটি শতরান। তাই কোন সন্দেহ নেই, অজিদের বিরুদ্ধে ভারতের ‘এক্স ফ্যাক্টর’ হয়ে উঠতে চলেছেন কোহলি।
রবীন্দ্র জাদেজা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিনশীপের ফাইনালটা যে সহজ হবে না তা ভালো করেই জানে টিম ইন্ডিয়া। অজি দলে রয়েছে একাধিক ম্যাচ উইনার যা যে কোন সময় ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, প্যাট কামিন্স তাদের মধ্যে অন্যতম। এমন একটা দলকে কাবু করতে দলে ভালো অলরাউন্ডারের প্রয়োজন। ভারতীয় দলের হয়ে সেই কাজটাই করতে পারেন রবীন্দ্র জাদেজা। বল হাতে কারযকরী স্পিন বোলিং করতে ওস্তাদ এই বাঁ-হাতি। এর পাশাপাশি ব্যাট হাতেও বড় রান করার ক্ষমতা রাখেন তিনি। টেস্ট ক্রিকেটে ৩টি শতরানের পাশাপাশি রয়েছে ১৮টি অর্ধশতরান। এই ফর্ম্যাটে তার সর্বোচ্চ রান ১৭৫ এবং বল হাতে তার উইকেট সংখ্যা ২৬৪। সব মিলিয়ে তাই এই ম্যাচে বড় টিম ইন্ডিয়ার বড় অস্ত্র হয়ে উঠতে চলেছেন সদ্য চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জেতা রবীন্দ্র জাদেজা।
মোহাম্মদ শামি
চলতি মাসের ৭ তারিখ থেকে শুরু হতে চলা টেস্ট ফাইনালে ভারতের জন্য বড় বাজি হয়ে উঠতে চলেছেন মোহাম্মদ শামি। আইপিএলের আঙিনায় এবার দুর্দান্ত ছন্দে ছিলেন শামি। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে জিতে নেন পার্পল ক্যাপ। শামি এই ফর্মটাই বজায় রাখতে চাইবেন অজিদের বিরুদ্ধে এই ফাইনাল ম্যাচে। ইংল্যান্ডের পিচ সবসময় সুইং বোলারদের সাহায্য করে। আর শামির মতো বোলাররা এই পিচে ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রাখেন। এই আইপিএলে ইনিংসের প্রথম ছয় ওভারের মধ্যে প্রচুর উইকেট তুলে নেন শামি। সেই সময় তার নির্ভুল লাইন ও লেংথ মেপে করা তার বলের মোকাবিলা করতে হিমসিম খান বিপক্ষ বিপক্ষ ব্যাটসম্যানরা। সেই ফর্মটাই এই ম্যাচে বজায় রাখতে চাইবেন শামি। এই ভারতীয় দলের বোলিং লাইনআপকে নেতৃত্ব দেবেন শামি। আর নিজের দায়িত্ব কীভাবে পালন করতে হয় সেটা তিনি ভালো করেই জানেন।