ভারতীয় দলের অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। যদিও তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন বেশ কয়েক বছর ধরেই। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকাকালীন ঋদ্ধিমান সাহা কে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের জার্সিতে লম্বা সময় ধরে সুযোগ দেওয়ার জন্য। তবে সেই প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছিল সৌরভ। যে কারণেই ক্যারিয়ার মাঝ পথেই সমাপ্ত হয় ঋদ্ধিমানের। ভারতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত উইকেট কিপিং এবং ব্যাটিং করেছিলেন ঋদ্ধিমান। তবে ঋষভ পন্থ (Rishabh Pant) তার দুর্দান্ত ব্যাটিংয়ে ঋদ্ধিমানের থেকে তার জায়গা ছিনিয়ে নেন।
ইরানি ট্রফিতে বিধ্বংসী ব্যাটিং করেন ঋদ্ধিমান

আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা হারানোর পর ঋদ্ধিমান ঘরোয়া ক্রিকেটে নিজের দল বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আবার একবার বাংলার হয়ে পুনরায় খেলার সিদ্ধান্ত নিলেন তিনি। বাংলার হয়ে তিনি তার ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার সমাপ্ত করবার হুঁশিয়ারি দিয়েছেন। এর মাঝে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) খেলা ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচ নিয়ে বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে।
Read More: KKR-কে টেক্কা দিতে মোক্ষম চাল GT-LSG’র, এই বিশ্বজয়ী তারকাদের করছে দলে সামিল !!
আসলে ভারতীয় দলের এই তুখর উইকেট রক্ষক ব্যাটসম্যান ২০১৭ সালের ইরানি ট্রফিতে এই গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছিলেন। ২০১৭ সালের ইরানি ট্রফিতে গুজরাটের মুখোমুখি হয়েছিল রেস্ট অফ ইন্ডিয়া। চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) ছিলেন রেস্ট অফ ইন্ডিয়া দলের অধিনায়ক এবং তার দলেই উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলতে দেখা গিয়েছিল ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha)। প্রথমে ব্যাটিং করতে এসে গুজরাট দল ৩৫৮ রান বানাতে সক্ষম হয়েছিল যেখানে দলের হয়ে সর্বোচ্চ ১৫৯ রানের ইনিংস টি খেলেছিলেন চিরাগ গান্ধী।
২০৩ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান

প্রথম ইনিংসে এই রান তাড়া করতে এসে মাত্র ৭৫ ওভারের মধ্যেই ২২৬ রান বানিয়ে অলআউট হয়ে যায় রেস্ট অফ ইন্ডিয়া দল। দলের হয়ে সর্বাধিক ৮৬ রানের ইনিংসটি খেলেছিলেন ক্যাপ্টেন পুজারা। এমনকি প্রথম ইনিংসে খাতা খুলতেই ব্যর্থ হয়েছিল ঋদ্ধিমান। এরপর দ্বিতীয় ইনিংসে গুজরাট দল রেস্ট অফ ইন্ডিয়ার সামনে ২৪৬ রানের সমর্থ্য হয়েছিল, এবারেও গুজরাটের দ্বিতীয় ইনিংস চিরাগ গান্ধী একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
৩৭৯ রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাটিং করতে আসা রেস্ট অফ ইন্ডিয়া দলের অধিনায়ক পুজারা ২৩৮ বলে ১৬ টি চারের বিনিময়ে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন। অন্যদিকে ঋদ্ধিমান সাহা ২৬ টি চার এবং ৬ টি ছক্কার বিনিময়ে ২৭২ বলে ২০৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে গুজরাটের থেকে জয় ছিনিয়ে নেন। তার এই দুর্দান্ত ইনিংস ঘরোয়া ক্রিকেটে খেলা অন্যতম সেরা ইনিংসের মধ্যে একটি।
ঋদ্ধিমান ভারতের জার্সিতে ৪০টি টেস্ট খেলেছেন। ২৯.৪১ গড়ে ১৩৫৩ রান বানিয়েছেন তিনি। পাশাপাশি ক্যারিয়ারের ছয় বার অর্ধশত রান এবং তিন বার শতরান বানিয়েছিলেন তিনি। তাছাড়া নয়টি ওডিআই ম্যাচ খেলে ১৩.৬৭ গড়ে কেবলমাত্র ৪১ রান বানাতে সক্ষম হয়েছিলেন তিনি।